Advertisment

নাইটদের হারে বিধ্বস্ত গম্ভীর, প্রিয় গৌতিকে সামলালেন শাহরুখ, দেখুন ভিডিও

Shah Rukh Special Message KKR: কিং খান নাইটদের ড্রেসিংরুমে বলে দেন, "খেলায় এমন অনেক সময় আসে যখন হার আমাদের প্রাপ্য হয় না। তবে এমন দিনেই মোড় ঘুরিয়ে দেয়। আজকে আমরা দুর্দান্ত খেলেছি। হার আমাদের প্রাপ্য ছিল না। নিজেদের জন্য গর্বিত হওয়া উচিত আমাদের।"

author-image
IE Bangla Sports Desk
New Update
Shah Rukh Khan Speech: শাহরুখ খান, কেকেআর

SRK Dressing Room Speech: কিং খান ড্রেসিংরুমের বক্তৃতা ভাইরাল (টুইটার)

Shah Rukh Khan Speech, KKR Vs RR IPL Match: চলতি সিজনের সম্ভবত সেরা ইনিংস উপহার দিয়ে গিয়েছেন জস বাটলার। হারের কিনারায় দাঁড়িয়ে রাজস্থানকে একক দক্ষতায় ম্যাচ জিতিয়ে দিয়েছেন ইংরেজ সুপারস্টার। মঙ্গলবার রিনি একাই হৃদয় ভেঙে দিয়েছেন ইডেন গার্ডেন্সের। তবে এই হারের পর কেকেআর মালিক শাহরুখ খান বুক ওপচানো বক্তৃতা দিলেন নাইটদের ড্রেসিংরুমে।

Advertisment

কিং খান নাইটদের ড্রেসিংরুমে বলে দেন, "খেলায় এমন অনেক সময় আসে যখন হার আমাদের প্রাপ্য হয় না। তবে এমন দিনেই মোড় ঘুরিয়ে দেয়। আজকে আমরা দুর্দান্ত খেলেছি। হার আমাদের প্রাপ্য ছিল না। নিজেদের জন্য গর্বিত হওয়া উচিত আমাদের।"

"একদমই দুঃখিত হওয়া উচিত নয় আমাদের। আমরা বরাবরের মত মাথা উঁচু করেই থাকব। মোদ্দা কথা হল আমাদের এনার্জি। সেটা বজায় রাখতে হবে। ব্যক্তিগত স্তরেও নিজেদের মধ্যে রসায়ন দুর্দান্ত। এটাই জারি রাখতে হবে। আলাদা করে কারোর নাম বলব না সকলেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে।"

শাহরুখ বার্তা দিয়েছেন দলের মেন্টর গৌতম গম্ভীরকেও। বলে দিয়েছেন, "জিজি (গৌতম গম্ভীর) মোটেও ভেঙে পড়ো না। আমরা একসঙ্গে ফিরে আসব। এটা ঈশ্বর পূর্বনির্ধারণ করে রেখেছিলেন। যেমনটা রিঙ্কু বলেছে। আমরা আরও ভালভাবে ফিরব। এমনটাই ঈশ্বরের পরিকল্পনা রয়েছে।"

চলতি সিজনে এই নিয়ে জস বাটলার নিজের দ্বিতীয় শতরান হাঁকিয়ে গেলেন। সুনীল নারিনের দুর্ধর্ষ শতরান ম্লান করে দিয়ে বাটলার ইডেনের লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন। এর আগে একইভাবে চিন্নাস্বামীতে বিরাট কোহলির দুর্দান্ত শতরান ব্যাকফুটে ঠেলে দিয়ে আরসিবিকে একার হাতে হারিয়েছিলেন বাটলার। এপ্রিলের শুরুর সপ্তাহেই কোহলির অপরাজিত শতরান ভুলিয়ে পাল্টা সেঞ্চুরি করে যান ইংরেজ সুপারস্টার। মঙ্গলবারও নারিনের শতরান মুছে তিনিই নায়ক।

IPL KKR Rajasthan Royals Kolkata Knight Riders Gautam Gambhir Shah Rukh khan IPL 2024
Advertisment