Shah Rukh reaction after Sunil Narine slams slams first IPL hundred: রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৪৯ বলে সেঞ্চুরি করেন সুনীল নারাইন। মঙ্গলবার এমনই বিশেষ কিছু মুহূর্তের সাক্ষী থাকল ইডেন গার্ডেন। সুনীল নারিন, তার প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেকের ১৫ বছর পর, ৩৫ বছর ৩২৬ দিন বয়সে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৪৯ বলে তিনি সেঞ্চুরি করেন। ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডারকে ব্যাটিং অর্ডারে এগিয়ে এনেছে কেকেআর। সেই সুযোগের সম্পূর্ণ সদ্ব্যবহার করে নারিন ৫৬ বলে ১০৯ রান করেন। মারেন ১৩টি চার ও ৬টি ছক্কা। সমর্থকদের পাশাপাশি, যা দেখে গ্যালারিতে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় কেকেআরের মালিক শাহরুখ খানকেও।
কেকেআরের দাবি, নারিনের পারফরম্যান্সের এই উত্থানের পিছনে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীর। আইপিএল দলে অধিনায়ক থাকাকালীনই গম্ভীর নারিনকে ব্যাটিং অর্ডারের ওপরের দিকে তুলে এনে ব্যবহার করা শুরু করেছিলেন। সেকথা মাথায় রেখে ভারতীয় দল এবং সিএসকের প্রাক্তন তারকা উইকেটরক্ষক পার্থিব প্যাটেল নারিনকে নতুন ভূমিকা দেওয়ার জন্য গম্ভীরের প্রশংসা করেছেন।
পার্থিব বলেছেন, 'গৌতম গম্ভীর যখন কেকেআরের অধিনায়ক ছিলেন, তখন তিনি সম্পূর্ণরূপে নিশ্চিত ছিলেন যে সুনীল নারিন এমন একজন খেলোয়াড় যিনি ব্যাটিং শুরু করলে তাঁরা ম্যাচ জিততে পারেন। গম্ভীর মেন্টর হিসেবে কেকেআর-এ ফিরে এসে সেই কাজটাই করছেন। অনেক কিছু বদলে দিয়েছেন। কর্তা যদি আপনাকে সমর্থন করে, তবে যে কোনও ব্যাটার আলাদা মনোবল পায়। নারিনের ব্যাটিংও তাই বেশ খুলেছে। মঙ্গলবার নারিন ৩৯ বলে ৮৫ রান করেছে। বোঝাই যায়, ওর ইনিংস চার-ছক্কায় ভরা। দেখতে বেশ আনন্দ লেগেছে। রোমাঞ্চকর মনে হয়েছে।'
আরও পড়ুন- লোকসভায় ভোট দিতেই হবে! নতুন ভূমিকায় জয় শাহের BCCI
পার্থিক কিন্তু, খুব একটা বাড়িয়ে চড়িয়ে কিছু বলেননি। নারিনের আচমকা এই অসাধারণ পারফরম্যান্স কেকেআরেই হয়েছে। ব্যাটিং থেকে বোলিং, সবেতেই নারিন এখন যেন সেরাদের সঙ্গে টক্কর দিচ্ছেন। অধিনায়ক হিসেবে গম্ভীরের জমানায় কেকেআরের সাফল্য চমকপ্রদ। এবার মেন্টর হিসেবেও গম্ভীর যেন রীতিমতো চমকে দিচ্ছেন দর্শকদের, কেকেআরের সমর্থকদের। নিলামে দল গড়ার সময় গম্ভীরের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন কেকেআর কর্তারা। মঙ্গলবার রাজস্থানের কাছে হারলেও সমানতালে টক্কর দিয়ে গিয়েছেন কেকেআরের খেলোয়াড়রা। যা দেখে মনে হতে বাধ্য, আইপিএলে ফাস্ট আর সেকেন্ডের লড়াই হচ্ছে।