/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Sreyas-Iyer-KKR.jpg)
Sreyas Iyer-KKR: নিজেদেরই দোষ দেখছেন কেকেআর অধিনায়ক। (এক্সপ্রেস ফটো পার্থ পাল)
Shreyas Iyer reaction after Rajasthan Royals defeats KKR at Eden Gardens: বিধ্বংসী জোস বাটলারের সামনে শেষ ওভারে কেন বরুণ চক্রবর্তী! মঙ্গলবার কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের এই সিদ্ধান্তে রীতিমতো প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। জবাবে, দল হারতেই সাফাই দিয়েছেন ক্যাপ্টেন শ্রেয়স। তিনি বলেছেন, 'বাটলারের গতি বন্ধ করতেই বরুণ চক্রবর্তীকে এনেছিলাম।'
যাইহোক কেকেআর ক্যাপ্টেনের সেই সিদ্ধান্ত যে দলের পক্ষে মোটেও সুখদায়ক হয়নি, তা ইতিমধ্যেই প্রমাণিত। কারণ, মঙ্গলবার দিনের শেষে কেকেআরকে তেতো বড়ি হজম করতে হল। যার জেরে মাঠেই ভেঙে পড়লেন কেকেআর ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। মঙ্গলবার ইডেন রাজস্থান রয়্যালসের কাছে দুই উইকেটে পরাজিত হয়েছে কেকেআর। টানটান উত্তেজনার এই ম্যাচে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চলেছে। এমনকী, বোঝা যাচ্ছিল না যে কোন দল জিতবে। শেষ মুহূর্তে ১ বলে ১ রান করা বাকি ছিল। কিন্তু, ধারাবাহিকভাবে গোটা ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করে চলা ওপেনার জোস বাটলার ম্যাচ বের করে নিয়ে যান।
শ্রেয়স অবশ্য আশাবাদী, এই পরাজয়ই শেষ নয়। তার দল ঘুরে দাঁড়াবে। এবারের আইপিএলে বাজিগরের কায়দায় এক ম্যাচে হেরে পরের ম্যাচে কীভাবে জিততে হয়, তা করে দেখিয়েছে কেকেআর। মঙ্গলবারের ম্যাচের আগে কলকাতার দল এই লড়াইয়ের সুবাদেই লিগ টেবিলে দ্বিতীয় স্থানে ছিল। সুনীল নারিন দুর্দান্ত সেঞ্চুরি করে কেকেআর সমর্থকদের আশা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু, সেই অভিভাবকের মত গোড়া থেকে দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে কেকেআরের সেই আশায় জল ঢেলে দেন বাটলার।
ম্যাচ শেষে ব্রডকাস্টারের মুখোমুখি হয়ে নারিন বলেন, 'তেতো বড়ি হজম করতে হল। আবেগ একটা বড় ব্যাপার। আমি ভাবতে পারিনি যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। তবে, ম্যাচটা বেশ মজার ছিল। রোভম্যান ভালো খেলেছে। ঠিক কী যে ঘটেছে, বলে বোঝাতে পারব না। যাই হোক, কী যে ঘটেছে, বলে বোঝাতে পারব না। তবে আমরা চেষ্টার ত্রুটি রাখব না। আগামীদিনে ঘুরে দাঁড়াতে চেষ্টা চালাব।'
শ্রেয়স আরও বলেন, ‘আচমকা যে কী হয়ে গেল, কিছুই বুঝে উঠতে পারছি না। তবে, আমরা এই হার থেকে শিক্ষা অবশ্যই নেব। ফের মাথা উঁচু করে ঘুরে দাঁড়াবে। তবে, এটুকু বলতে পারি যে আমাদের বোলিং মোটেও খারাপ হয়নি। কিন্তু, ছোট্ট কিছু ভুলে এই পরিণতি আমাদের স্বীকার করতে হল।’