Advertisment

Harshit Rana-Virat Kohli: রানাকে কড়া শাস্তি, ছাড় কোহলিকে! একই দোষে পৃথক ফল কেন, জয় শাহের বোর্ডের KKR বিরোধী নিয়মে তোলপাড়

Virat Kohli abuses Rachin Ravindra: রানার বলে ষষ্ঠ ওভারে আউট হন মায়াঙ্ক। তারপরই দেখা যায় রানা পিচে এগিয়ে আসছেন। এই সময় মায়াঙ্কের দিকে ফ্লাইং কিস ছোড়েন রানা। যা ম্যাচ রেফারির নজর এড়ায়নি। তার জেরেই শাস্তি পেয়েছেন ২২ বছরের কেকেআর পেসার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Harshit Rana

Virat Kohli-Harshit Rana: কোহলি শুধু রবীন্দ্রকে মাঠ থেকে বেরিয়েই যেতে বলেননি। চেন্নাইয়ের ওপেনারকে রীতিমতো গালিগালাজও করেছেন বলে অভিযোগ। (ছবি- টুইটার)

Harshit Rana flying kiss to Mayank Agarwal: এ একেবারে একই যাত্রায় পৃথক ফল। একই অপরাধ করায় কেকেআর খেলোয়াড়কে ম্যাচ ফি-র ৬০ শতাংশ জরিমানা করল বিসিসিআই। আর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলিকে কোনও শাস্তিই দিল না। যে কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডকে রীতিমতো তুলোধনা করলেন নেটিজেনরা। অনেকেই দুটো ম্যাচের দুটো দৃশ্য একইসঙ্গে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

বিরাটের অপরাধ, তিনি চেন্নাই সুপার কিংসের ওপেনার রাচিন রবীন্দ্রকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেছিলেন। রবীন্দ্রর আউটের পর রীতিমতো আঙুল দেখিয়ে তাঁকে মাঠ থেকে বেরিয়ে যেতে বলেছিলেন বিরাট। সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়েছে। আর, তার জেরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ, উঠেছে, কোহলি শুধু রবীন্দ্রকে মাঠ থেকে বেরিয়েই যেতে বলেননি। চেন্নাইয়ের ওপেনারকে রীতিমতো গালিগালাজও করেছেন বলে অভিযোগ। এটা ঘটেছে শুক্রবার। কিন্তু, তারপরও বিসিসিআই কোহলিকে কোনও শাস্তি দেয়নি।

আর, কেকেআর পেসার হর্ষিত রানা অপরাধ করেছেন শনিবার। তিনি কেকেআরের হয়ে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বল করছিলেন। ব্যাট করছিলেন মায়াঙ্ক আগরওয়াল। রানার বলে ষষ্ঠ ওভারে আউট হন মায়াঙ্ক। তারপরই দেখা যায় রানা পিচে এগিয়ে আসছেন। এই সময় মায়াঙ্কের দিকে ফ্লাইং কিস ছোড়েন রানা। যা ম্যাচ রেফারির নজর এড়ায়নি। তার জেরেই শাস্তি পেয়েছেন ২২ বছরের কেকেআর পেসার।

এই ব্যাপারে আইপিএল কমিটি তার বিবৃতিতে বলেছে, 'রানা, আইপিএলের আদর্শ আচরণবিধি ২.৫-এর আওতায় দুটো লেভেল ১ অপরাধ করেছেন। রানা সেই অপরাধ এবং ম্যাচ রেফারির সাজা মেনে নিয়েছেন। লেভেল ১ অপরাধের ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত এবং বাধ্যতামূলক।'

আরও পড়ুন- রাসেলের সাক্ষাৎকার থামিয়ে দিলেন শাহরুখ, ইডেনে মাঝরাতে অলৌকিক দৃশ্যের সাক্ষী KKR দুনিয়া, দেখুন ভিডিও

আর, এসব দেখার পরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ক্ষোভ উপচে পড়েছে। একজন ফ্যান টুইট করেছেন, 'এখনও পর্যন্ত আইপিএল ২০২৪-এর দু'দিনে তিনটি ম্যাচ হয়েছে। কিন্তু, বিসিসিআইয়ের ভন্ডামি আর পক্ষপাতিত্ব সব জায়গায় দেখা যাচ্ছে। বিরাট কোহলিকে একবারের জন্যও সতর্ক করা হল না। ফাইন করা হল না। আর, যে ছেলেটা চাপের মুখে তাঁর দলের জন্য বিরাট কাজ করল, সেই হর্ষিত রানার ম্যাচ ফি-এর ৬০ শতাংশ কেটে নেওয়া হল।' আরেকজন লিখেছেন, 'সব ঠিক আছে। কিন্তু, আপনারা যদি ফাইন করতে চান, তবে একজনের ওপর চাপালেন কেন? নিয়ম সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত।'

KKR Sunrisers Hyderabad Virat Kohli BCCI IPL 2024
Advertisment