IPL 2024 Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Bhojpuri commentary: ইডেনে রুদ্ধশ্বাস থ্রিলারে জয় হাসিল করেছে কেকেআর। ক্ল্যাসেনের বিস্ফোরক ব্যাটিংয়েও জয় হাসিল করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। আর সেই চরম রোমহর্ষক সেই ম্যাচেই এবার অশালীন ধারাভাষ্য দেওয়ার অভিযোগ উঠে গেল।
আইপিএল এবার একাধিক আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হচ্ছে। আইপিএলের জনপ্রিয়তা দেশের ঘরের ঘরে পৌঁছে দেওয়ার জন্য যা আবশ্যিক। তবে ভোজপুরি ভাষাতেই এবার অশ্লীল কমেন্ট্রি করার অভিযোগ উঠে গেল।
রাসেল-সল্টের হাফসেঞ্চুরিতে ভর করে কেকেআর ২০৮ রান স্কোরবোর্ডে তুলে দিয়েছিল শনিবার। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের জয় কার্যত নিশ্চিত করে দিয়েছিলেন হেনরিখ ক্ল্যাসেন। রাসেলের সাত ছক্কার বদলা তিনি নেন আট ছক্কা হাঁকিয়ে।
আরও পড়ুন: রশিদ খানের ভয়ে ব্যাটিংয়ে নামতে দেরি! মুম্বই হারতেই হার্দিককে নিয়ে বোমা পাঠানের
আর ম্যাচের মোড় তিনি ঘুরিয়ে দেন উনিশতম ওভারে। মিচেল স্টার্কের সেই ওভারে চার ছক্কা দেখে ইডেন গার্ডেন্স জনতা। এর মধ্যে ক্ল্যাসেন একাই হাঁকান তিনটে ছয়। বাকি ওভার বাউন্ডারি হাঁকান শাহবাজ আহমেদ।
সেই সময়েই ভোজপুরি ভাষায় যৌনগন্ধী কমেন্ট্রি করতে থাকেন ধারাভাষ্যকাররা। সেই ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল। একাধিক ক্রিকেট ভক্ত রবি কিষান, বোর্ড সচিব জয় শাহকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন। দ্বর্থবোধক সেই মন্তব্যের জন্য সম্প্রচারকারী চ্যানেলের কাছে সংশ্লিস্ট ধারাভাষ্যকারকে বরখাস্ত করারও আবেদন করা হয় সোশ্যাল মিডিয়ায়।
যাইহোক, হেনরিখ ক্ল্যাসেনের বিধ্বংসী ব্যাটিং স্বত্ত্বেও শেষ হাসি হাসে কেকেআর। শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান দরকার ছিল। তবে হর্ষিত রানা ঠান্ডা মাথায় হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরকে জিতিয়ে দেন।
KKR-Bhojpuri commentary: জল নিয়ে যৌনগন্ধি কমেন্ট্রি, অশ্লীলতার চূড়ান্তে KKR ম্যাচ! তোলপাড় অভিযোগ জয় শাহের কাছেও
Bhojpuri commentary in IPL, KKR vs SRH match: আইপিএল এবার একাধিক আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হচ্ছে। আইপিএলের জনপ্রিয়তা দেশের ঘরের ঘরে পৌঁছে দেওয়ার জন্য যা আবশ্যিক। তবে ভোজপুরি ভাষাতেই এবার অশ্লীল কমেন্ট্রি করার অভিযোগ উঠে গেল।
Follow Us
IPL 2024 Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad Bhojpuri commentary: ইডেনে রুদ্ধশ্বাস থ্রিলারে জয় হাসিল করেছে কেকেআর। ক্ল্যাসেনের বিস্ফোরক ব্যাটিংয়েও জয় হাসিল করতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। আর সেই চরম রোমহর্ষক সেই ম্যাচেই এবার অশালীন ধারাভাষ্য দেওয়ার অভিযোগ উঠে গেল।
আইপিএল এবার একাধিক আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হচ্ছে। আইপিএলের জনপ্রিয়তা দেশের ঘরের ঘরে পৌঁছে দেওয়ার জন্য যা আবশ্যিক। তবে ভোজপুরি ভাষাতেই এবার অশ্লীল কমেন্ট্রি করার অভিযোগ উঠে গেল।
রাসেল-সল্টের হাফসেঞ্চুরিতে ভর করে কেকেআর ২০৮ রান স্কোরবোর্ডে তুলে দিয়েছিল শনিবার। জবাবে ব্যাট করতে নেমে হায়দরাবাদের জয় কার্যত নিশ্চিত করে দিয়েছিলেন হেনরিখ ক্ল্যাসেন। রাসেলের সাত ছক্কার বদলা তিনি নেন আট ছক্কা হাঁকিয়ে।
আরও পড়ুন: রশিদ খানের ভয়ে ব্যাটিংয়ে নামতে দেরি! মুম্বই হারতেই হার্দিককে নিয়ে বোমা পাঠানের
আর ম্যাচের মোড় তিনি ঘুরিয়ে দেন উনিশতম ওভারে। মিচেল স্টার্কের সেই ওভারে চার ছক্কা দেখে ইডেন গার্ডেন্স জনতা। এর মধ্যে ক্ল্যাসেন একাই হাঁকান তিনটে ছয়। বাকি ওভার বাউন্ডারি হাঁকান শাহবাজ আহমেদ।
সেই সময়েই ভোজপুরি ভাষায় যৌনগন্ধী কমেন্ট্রি করতে থাকেন ধারাভাষ্যকাররা। সেই ভিডিও ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল। একাধিক ক্রিকেট ভক্ত রবি কিষান, বোর্ড সচিব জয় শাহকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকেন। দ্বর্থবোধক সেই মন্তব্যের জন্য সম্প্রচারকারী চ্যানেলের কাছে সংশ্লিস্ট ধারাভাষ্যকারকে বরখাস্ত করারও আবেদন করা হয় সোশ্যাল মিডিয়ায়।
যাইহোক, হেনরিখ ক্ল্যাসেনের বিধ্বংসী ব্যাটিং স্বত্ত্বেও শেষ হাসি হাসে কেকেআর। শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান দরকার ছিল। তবে হর্ষিত রানা ঠান্ডা মাথায় হায়দরাবাদের বিরুদ্ধে কেকেআরকে জিতিয়ে দেন।