Rahul Tripathi in tears: নাইটদের বিরুদ্ধে আউট হতেই চুরমার হয়ে গেল হৃদয়। সিঁড়িতেই অঝোর কান্না, কেকেআর (KKR)-এর প্রাক্তনীর। যা মন ভারী করে দিল অনেকেরই। আর, এই দৃশ্যটা 'দিনের সবচেয়ে হৃদয় বিদারক ছবি' হয়ে থাকল। যাঁকে নিয়ে এত কথা হচ্ছে, তিনি রাহুল ত্রিপাঠী। আন্দ্রে রাসেলের অনবদ্য চেষ্টায় রানআউট হন রাহুল। আর, তাঁর পরেই সিঁড়িতে অঝোর কান্নায় ভেঙে পড়েন। তাঁর সেই প্রতিক্রিয়া ভাইরাল হয়েছে।
মিচেল স্টার্কের অনবদ্য বোলিংয়ের সুবাদে মঙ্গলবার কেকেআরের বিরুদ্ধে হায়দরাবাদের ইনিংস ১৫৯ রানেই শেষ হয়ে যায়। তার মধ্যেই রাহুল ত্রিপাঠী হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৩৫ বলে ৫৫ রান করেন। হেনরিখ ক্লাসেন ২১ বলে ৩২ রান করেন। দু'জনের ৬২ রানের পার্টনারশিপ হায়দরাবাদের সম্মান কিছুটা হলেও রক্ষা করে।
যার জন্য রাহুলকে ধন্যবাদ জানান হায়দরাবাদের সমর্থকরা। এক ভক্ত বলেন, 'চ্যাম্পিয়ন রাহুল, দুর্দান্ত খেলেছেন। আপনার জন্যই আমরা ম্যাচে ফিরেছি।' অন্য এক ভক্ত বলেন, 'দিনের সবচেয়ে হৃদয়বিদারক ছবি। রাহুল ত্রিপাঠী সিঁড়িতে বসে কাঁদছেন। ত্রিপাঠী আপনি আপনার সেরাটা দিয়েছেন।' তবে, সত্যি বলতে কেকেআরের মিচেল স্টার্ক ৩ ওভারে ২২ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন। সেখানে ত্রিপাঠী এই রান হায়দরাবাদের জন্য যথেষ্ট ছিল না। ত্রিপাঠীর কৃতিত্ব, প্রায় একা লড়াইটা করে গিয়েছেন।
আরও পড়ুন- স্টার্কের আগুনে ফাইনালে কেকেআর! মোদি স্টেডিয়ামে সূর্য ডুবল সানরাইজার্সের
ক্লাসেন অবশ্য সঙ্গ দিয়েছেন। ২১ বলে ৩২ করেছেন। তিনটে চার মেরেছেন, একটা ছয় মেরেছেন। কিন্তু, ১১তম ওভারে বরুণ চক্রবর্তীর বলে ডিপ মিড উইকেটে ধরা পড়েন। ট্রাভিস হেড কিছুই করতে পারেননি। তবে, হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স ২৪ বলে ৩০ রান করেন। এ বাদে বাকিরা ছিলেন কার্যত আয়ারাম-গয়ারাম। আর, তার প্রভাব পড়ল ম্যাচের ফলেও। ৩৮ বল বাকি থাকতেই ৮ উইকেটে হায়দরাবাদকে দুরমুশ করল কেকেআর।