Shahrukh Khan, Jio Cinema live broadcast in Hindi: কেকেআরের সামনে নূন্যতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। লিগ পর্বে একনম্বর দল হিসেবে প্লে অফে পৌঁছেছিল কেকেআর। আর জয়ের সেই ধারাই বজায় রাখল কেকেআর। প্রথম দল হিসেবে এবার ফাইনালে পৌঁছল নাইট বাহিনী। বল হাতে হায়দরাবাদের হেভিওয়েট ব্যাটিং লাইনআপকে মাত্র ১৫৯ রানে আটকে রাখার পর কেকেআরের ব্যাটাররা সেই জয় সহজ করে দেয়। দুই আইয়ার-শ্রেয়স এবং ভেঙ্কটেশ জোড়া হাফসেঞ্চুরি করে দলকে সহজ হয় এনে দেন।
কয়েক মাস আগেই যে স্টেডিয়ামে বিশ্বজয় করেছিলেন প্যাট কামিন্স সেই মাঠেই এবার মুখ থুবড়ে পড়ল তাঁর সানরাইজার্স দলের। বিশ্বকাপ ফাইনালে ঝড় তোলা ট্র্যাভিস হেডের প্রতিষেধক হিসাবে হাজির হন তাঁর জাতীয় দলের সতীর্থ স্টার্ক। অজি স্পিডস্টার ৩ উইকেট নিয়ে ওপেনিং স্পেলেই হায়দরাবাদের টপ অর্ডার মুড়িয়ে দেন।
এরপরে হায়দরাবাদ কিছুটা ম্যাচে ফেরে হেনরিখ ক্ল্যাসেন এবং রাহুল ত্রিপাঠির দুরন্ত পার্টনারশিপে। তবে এই জুটিতে ভাঙন ধরতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে কামিন্সের দল। শেষদিকে ক্যাপ্টেন কামিন্স ব্যাট হাতে অবদান রাখেন। দলকে দেড়শ পার করতে সাহায্য করেন।
জবাবে ব্যাট করতে নেমে কেকেআর পাওয়ার প্লের আগে-পরে দুই ওপেনারকেই হারায়। তবে শ্রেয়স-ভেঙ্কটেশের অপরাজিত পার্টনারশিপ নাইটদের ফাইনালে তুলে দেয়।
আরও পড়ুন: দুধেভাতে ইউএসএ-র কাছে হেরে ভূত বাংলাদেশ! বিদেশের মাটিতে গিয়েই বিড়ালরূপে আবির্ভূত টাইগাররা
মোদি স্টেডিয়ামে এমন দুর্ধর্ষ জয়ের পর কিং খানকে আর রোখা যায়নি। কন্যা সুহানা এবং আব্রামকে নিয়ে জয়ের মেজাজে মাঠ প্রদক্ষিণ করতে থাকেন বাদশা। সেই সময়েই আবার মাঠের একাংশে জিও সিনেমার হিন্দিতে ম্যাচ-পরবর্তী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হচ্ছিল। অনুষ্ঠানে ছিলেন আকাশ চোপড়া, পার্থিব প্যাটেল এবং সুরেশ রায়না। শাহরুখ অজ্ঞাতেই দর্শকদের অভিবাদন গ্রহণের সময় বাধা দিয়ে ফেলেন।
সঙ্গেসঙ্গেই নিজের ভুল বুঝতে পারেন শাহরুখ। তারপরেই করজোড়ে ক্ষমা চাইতে দেখা যায় তাঁকে। এরপরে আকাশ চোপড়া সহ বাকিদের আলিঙ্গন করে বিষয়ে ইতি টানেন তিনি।
আকাশ চোপড়া শাহরুখের এই ব্যবহারে রীতিমত মুগ্ধ। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি লিখে দেন, "অসাধারণ একজন মানুষ, লেজেন্ড। ও বুঝতেই পারেনি এখানে অনুষ্ঠান হচ্ছে। ও ভীষণ ক্ষমাপ্রার্থী ছিল। তবে আমরা বললাম, তুমি আমাদের মন ভালো করে দিয়েছ। তুমিই আসল শো স্টপার। সুহানা খান অবশ্য অনুষ্ঠানে বিঘ্ন ঘটাননি। ভিডিওয় দেখা গিয়েছে ভাই আব্রামকে সন্তর্পনে নিয়ে এড়িয়ে যাচ্ছেন ক্যামেরা। ঘটনাচক্রে আকাশ চোপড়া এর আগে কেকেআরে খেলেছিলেন।