Rahul Tripathi and Shah Rukh Khan: কেকেআরের সামনে নূন্যতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি সানরাইজার্স হায়দরাবাদ। লিগ পর্বে একনম্বর দল হিসেবে প্লে অফে পৌঁছেছিল কেকেআর। আর জয়ের সেই ধারাই বজায় রাখল কেকেআর। প্রথম দল হিসেবে এবার ফাইনালে পৌঁছল নাইট বাহিনী। বল হাতে হায়দরাবাদের হেভিওয়েট ব্যাটিং লাইনআপকে মাত্র ১৫৯ রানে আটকে রাখার পর কেকেআরের ব্যাটাররা সেই জয় সহজ করে দেয়। দুই আইয়ার-শ্রেয়স এবং ভেঙ্কটেশ জোড়া হাফসেঞ্চুরি করে দলকে সহজ হয় এনে দেন।
ম্যাচের পর শাহরুখ দলের সকলকে অভিবাদন জানান। এই একটি বিষয় সকলের নজর কেড়ে নিল। কিং খান পরাজিত দলের রাহুল ত্রিপাঠিকে বুকে টেনে নিলেন। দলের হারের জন্য সান্ত্বনা দিলেন। এই হার আসলে দলের বাকিদের থেকে রাহুল ত্রিপাঠিকে একটু বেশিই কষ্ট দিয়ে গিয়েছে।
কেকেআরকে এমনিতে সহজ এই ম্যাচে কিছুটা হলেও বেগ দিয়েছেন রাহুল ত্রিপাঠি। নিজের পুরোনো দলের বিপক্ষে খেলতে নেমে অনবদ্য হাফসেঞ্চুরিও করে যান রাহুল। ৪ উইকেট পতনের পর ত্রিপাঠি হেনরিখ ক্ল্যাসেনের সঙ্গে চমৎকার পার্টনারশিপে দলকে বিপদের হাত থেকে উদ্ধার করেন।
আরও পড়ুন: দুধেভাতে ইউএসএ-র কাছে হেরে ভূত বাংলাদেশ! বিদেশের মাটিতে গিয়েই বিড়ালরূপে আবির্ভূত টাইগাররা
ক্ল্যাসেন আউট হয়ে গেলেও সানরাইজার্সকে টানছিলেন রাহুল। তবে আব্দুল সামাদের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরতে হয় তাঁকে। নাইটদের বিরুদ্ধে আউট হতেই ক্ষতবিক্ষত হয়েছিল হৃদয়। সিঁড়িতেই অঝোর কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল কেকেআর-এর এই প্রাক্তনীকে। এই দৃশ্য মন ভারী করে দিয়েছিল অনেকেরই। আর, এই দৃশ্যটা 'দিনের সবচেয়ে হৃদয় বিদারক ছবি' হয়েই গাঁথা থাকল।
আর নিজের দলের পুরনো সৈনিকের মন ভালো করে দিলেন স্বয়ং কিং খান। বুকে টেনে নিলেন। সান্ত্বনা দিলেন। কেকেআরে খেলার সময়ে শাহরুখের ঘনিষ্ঠ ছিলেন রাহুল ত্রিপাঠি। দলের পুরোনো যোদ্ধাকে যে ভোলেননি শাহরুখ, এই ঘটনাতেই স্পষ্ট।
কোয়ালিফায়ারে হেরে গেলেও হায়দরাবাদ ফাইনালে পৌঁছনোর জন্য আরও একটা সুযোগ পাচ্ছে। আরসিবি বনাম রাজস্থান ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবেন প্যাট কামিন্সরা।