Advertisment

Shah Rukh Khan-Andre Russell: রাসেলের সাক্ষাৎকার থামিয়ে দিলেন শাহরুখ, ইডেনে মাঝরাতে অলৌকিক দৃশ্যের সাক্ষী KKR দুনিয়া, দেখুন ভিডিও

Shah Rukh Khan during KKR vs SRH match: রাসেলের অপরাজিত বিধ্বংসী ২৫ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস দেখেছেন কেকেআর কর্তা। সাতটি ছক্কার সঙ্গে ওই অনবদ্য ইনিংস সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতাকে চার রানে জয়ে সাহায্য করেছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shah Rukh Khan, Andre Russell

Shah Rukh Khan-Andre Russell: ইডেনে সেই মুহূর্ত। (ছবি-টুইটার)

Shah Rukh Khan interrupts Andre Russell: নিজের অনবদ্য কায়দায় কেকেআর খেলোয়াড় আন্দ্রে রাসেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় বাধা দিলেন কেকেআর কর্তা তথা অভিনেতা শাহরুখ খান। শনিবারই ১৭তম আইপিএলের প্রথম ম্যাচে কেকেআর পেয়েছে। তারপরই, শাহরুখকে তাঁর এই অনবদ্য কায়দায় রাসেলকে বাধা দিতে দেখা যায়।

Advertisment

কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক বলিউড বাদশা শাহরুখ খান। শনিবার তিনি ইডেন গার্ডেনে উপস্থিত ছিলেন। রাসেলের অপরাজিত বিধ্বংসী ২৫ বলে ৬৪ রানের অনবদ্য ইনিংস দেখেছেন কেকেআর কর্তা। সাতটি ছক্কার সঙ্গে ওই অনবদ্য ইনিংস সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কলকাতাকে চার রানে জয়ে সাহায্য করেছে।

দুর্ধর্ষ ইনিংসে রাসেল মাত্র ২০ বলে হাফ সেঞ্চুরি করেছেন। আর, তারই জোরে এবারের আইপিএলে প্রথম দল হিসেবে কেকেআর ২০০ রানের সীমা স্পর্শ করেছে। ছক্কার বিচারেও রাসেল শনিবার ইতিহাসে ঢুকেছেন। আইপিএল ইতিহাসে তিনি হলেন নবম খেলোয়াড়, যিনি টুর্নামেন্টে মোট ২০০ ছক্কা হাঁকালেন। এই তালিকায় তিনি হলেন পঞ্চম বিদেশি। আর, সবমিলিয়ে তালিকায় নবম স্থানে আছেন রাসেল। এর আগে এই সীমারেখা স্পর্শ করেছেন মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিরা।

সে সবই দর্শকাসন থেকে শাহরুখ দেখেছেন। ম্যাচ শেষে তিনি ভক্তদের শুভেচ্ছা জানাতে মাঠের চারপাশে ঘুরছিলেন। খেলা চলাকালীন কলকাতাবাসী কেকেআরের প্রতি লাগাতার সমর্থন জানিয়েছেন। তা-ও রীতিমতো তারিয়ে উপভোগ করেছেন শাহরুখ। খেলা শেষে সেই কারণে কলকাতার মানুষকে তিনি ধন্যবাদও জানান।

আর তারই মধ্যে দেখা গেল, বলিউডের ভগবানের রাসেলের সঙ্গে সেই অভূতপূর্ব দৃশ্য। রাসেল সেই সময় সাক্ষাৎকার দিচ্ছিলেন। তখন দেখা যায়, যে শাহরুখ হাত বাড়িয়ে দেন। সাংবাদিকদের সামনে থেকে টেনে নিয়ে আলিঙ্গন করেন নিজের দলের এই তারকাকে। শাহরুখের এই আলিঙ্গনই বুঝিয়ে দিচ্ছিল যে তিনি তৃপ্ত। কারণ, ম্যাচে রাসেল শুধু অনবদ্য ব্যাটই করেননি। বল হাতে কেকেআরের হয়ে দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। যার সুবাদে সানরাইজার্স হায়দরাবাদ সাত উইকেটে ২০৪ রানের বেশি এগোতে পারেনি।

আরও পড়ুন-  সোজাসুজি হচ্ছে না, ঘুরপথেই আউটের চেষ্টা লঙ্কান ব্যাটারকে! টেস্টে ফের একবার কলঙ্কের কীর্তি বাংলাদেশের, দেখুন ভিডিও

ফ্র্যাঞ্চাইজি মালিককে এভাবে পাশে পেয়ে রীতিমতো আপ্লুত রাসেল। তিনি বলেন, 'তিনি মেগা সুপারস্টার। তাঁর সঙ্গে আলিঙ্গন করতে পেরে আমি খুশি। এটা আমাদের ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের উদ্বুদ্ধ করবে। তিনি আমাদের ভালো করতে চান।' এই জামাইকান অলরাউন্ডার জানিয়েছেন, তিনি গত একবছর নিজের ফিটনেস লেভেল বাড়াতে দারুণ চেষ্টা চালিয়েছেন। জুনেই টি২০ বিশ্বকাপ। অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। তিনি বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জন্য প্রাণপণ পারফরম্যান্স করে দেখাতে চান বলেও জানিয়েছেন রাসেল।

KKR Sunrisers Hyderabad Andre Russell Shah Rukh khan
Advertisment