Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad IPL Mitchell Starc: আইপিএল নিলামে ইতিহাস গড়েছিলেন। ২৪.৭৫ কোটি টাকার বিনিময়ে নিলামের টেবিল থেকে স্টার্ককে কিনে নিয়েছিল কেকেআর। গৌতম গম্ভীরের এই চালকে অনেকেই মাস্টারস্ট্রোক বলে দেন। তবে ইডেনে আইপিএল-সিজনের প্ৰথম ম্যাচেই সুপার ফ্লপ মিচেল স্টার্ক। কেকেআর জিতলেও স্টার্কের কাছে হায়দরাবাদ ম্যাচ দুঃস্বপ্নের হয়ে থাকল। ৪ ওভারের কোটায় খরচ করতে হল ৫৩ রান। কোনও উইকেটও জমা হল না তাঁর নামের পাশে।
প্ৰথম স্পেলেই স্টার্ক ২ ওভারে ২২ রান খরচ করে বসেন। ডেথ ওভারে স্টার্ক যখন দ্বিতীয় স্পেলে বল করতে আসেন ক্রিজে তখন জমে যাওয়া হেনরিখ ক্ল্যাসেন। একের পর এক পাওয়ার হিটিংয়ে ক্ল্যাসেন নাভিশ্বাস তুলে দিয়েছিলেন নাইট বোলারদের। ২৫ বলে হাফসেঞ্চুরি করার পর শেষ ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগে ক্ল্যাসেনের ব্যাট থেকে বেরোল ২৯ বলে ৬৩ রান। রাসেলের সাত ছক্কার পাল্টা তিনি দিলেন ৮টা ম্যাক্সিমাম-এ। এর মধ্যে তিনটি ছক্কাই এল মিচেল স্টার্কের করা ১৯তম ওভারে। শেষ দু-ওভারে হায়দরাবাদের জয়ের জন্য দরকার ছিল ৩৯ রান।
আরও পড়ুন: KKR-কে জিতিয়েই শাস্তির মুখে হর্ষিত! কুরুচিকর কাণ্ডে ক্ষেপে লাল গাভাসকার-ও, দেখুন ভিডিও
১৯তম ওভারে স্টার্কের ওভার থেকে শাহবাজ আহমেদ-হেনরিখ ক্ল্যাসেন তুলে নেন ২৬ রান। ক্ল্যাসেন একাই হাঁকান তিন ছক্কা। শাহবাজ আহমেদ-ও স্টার্ককে মাঠের বাইরে পাঠাতে দ্বিধা করেননি।
স্টার্কের ২৬ রানের খরচ করার দৌলতে কেকেআর হেরেই গিয়েছিল। তবে হর্ষিত রানা শেষ ওভারে ১৩ রান ডিফেন্ড করে দেন। শাহবাজ আহমেদ, ক্ল্যাসেন দুজনকেই আউট করে দেন মোক্ষম সময়ে। ক্রিজে নামা প্যাট কামিন্স, মার্কো জ্যানসেনরা আর দলকে জয়ের সীমানায় পৌঁছে দিতে পারেননি।
কেকেআর শেষ বলের থ্রিলারে ম্যাচে জয়লাভ করলেও স্টার্কের পারফরম্যান্স সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নয় বছর পর আইপিএলে প্রত্যাবর্তন করেছেন স্টার্ক। শেষবার আইপিএল খেলেন আরসিবির জার্সিতে। সেবার ২০ উইকেটও দখল করেন। এবার মরসুমের শুরুটা হল দুঃস্বপ্নের। বাকি ম্যাচে ফিরে আসতে পারবেন তিনি স্বমহিমায়, সেটাই আপাতত দেখার।