Harshit Rana suspended by BCCI: এক ম্যাচের নিষেধাজ্ঞার পরেও বদলালেন না কেকেআরের হর্ষিত রানা। বরং, এলএসজি (LSG) বনাম কেকেআর (KKR) ম্যাচে অপ্রত্যাশিতভাবে 'বিসিসিআই'দের উদ্দেশ্যে অঙ্গভঙ্গি করেছেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠল।
কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার হর্ষিতকে চলতি আইপিএলে আদর্শ আচরণবিধি ভঙ্গের জন্য বিসিসিআই দু'বার কঠোর সাজা দিয়েছে। একবার ম্যাচ চলাকালীন মায়াঙ্ক আগরওয়ালকে ফ্লাইং-কিস পাঠানোর জন্য তাঁকে ম্যাচ ফি-র ৬০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর, সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য তাঁর ম্যাচ ফি-র ১০০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর, এক ম্যাচে তিনি খেলতে পারবেন না বলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবুও রবিবার একনা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে, হর্ষিত না শুধরে বরং অঙ্গভঙ্গিতে বিসিসিআইকে কটাক্ষ করলেন।
লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে কেকেআরের একাদশে হর্ষিত ছিলেন। এই ম্যাচে ২৩৬ রান তাড়া করতে গিয়ে ২৩ বল বাকি থাকতেই মাত্র ১৩৭ রানে গুটিয়ে যায় লখনউ। এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হর্ষিত। তিনি তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। রবিবার, এরমধ্যে একটি উইকেট নেওয়ার সময় হর্ষিত ঠোঁটে আঙুল দেন। কেকেআর পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। যা দেখে ভক্তদের ধারণা, এটা বিসিসিআই-এর প্রতি বার্তা। পালটা বিসিসিআই, হর্ষিতের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে কি না, তা এখনও জানায়নি।
আরও পড়ুন- তুমি কেকেআরে তো খেলতেই পারলে না! কার্তিককে দেখলেই এখনও আক্ষেপে ভেসে যান শাহরুখ খান
এর আগে, রবিবার, এলএসজির বিরুদ্ধে ম্যাচের আগে, কেকেআর খেলোয়াড় নীতীশ রানা টুর্নামেন্ট চলাকালীন হর্ষিত আরও একটি 'ফ্লাইং কিস' দিতে যাচ্ছেন কি না, তা জিজ্ঞাসা করে হর্ষিতকে উত্যক্ত করেন। জবাবে, ডানহাতি বোলার অট্টহাসিতে ফেটে পড়েন। হর্ষিত জানান, তিনি আর এমন করবেন না।
দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যান অভিষেক পোড়েলকে আউট করার পর, তাঁর প্রতি বিদায়ের অঙ্গভঙ্গির জন্যও গত সপ্তাহের শুরুতে বিসিসিআইয়ের কঠোর শাস্তির সম্মুখীন হন হর্ষিত। কেকেআর বোলার হাতের ইশারায় ডিসির ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরার পথ দেখিয়েছিলেন।
আইপিএল কমিটি এক বিবৃতিতে বলেছে, 'আইপিএলের আচরণবিধির ধারা ২.৫-এর অধীনে রানা অপরাধ করেছে। ও অপরাধ স্বীকার করেছে। ম্যাচ রেফারির সাজা মেনে নিয়েছে। এই ব্যাপারে, ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।'