Rinku Singh, Shah Rukh Khan: গত শুক্রবার, কেকেআর একতরফা খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) হারিয়েছে। সব মিলিয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে কলকাতার দল এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
Mumbai Indians in 2014 IPL: ফ্র্যাঞ্চাইজি মালিক শাহরুখের গান নিয়ে তুলকালাম চলল নাইটদের ড্রেসিংরুমে। বিকৃত উচ্চারণের জন্য সতীর্থ আন্দ্রে রাসেলকে ভেংচি কাটলেন রিঙ্কু সিং। বুধবার দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিরুদ্ধে তাদের ম্যাচ। তার আগে রবিবারই বিশাখাপত্তনমে পৌঁছন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর খেলোয়াড়রা। দলের সঙ্গেই গিয়েছেন সাপোর্টিং স্টাফরাও।
Advertisment
শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন কেকেআর এবারের আইপিএলে পয়েন্ট টেবিলের প্রথম দিকে আছে। এখন পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে, দুটোতেই জিতেছে। তার মধ্যে গত শুক্রবার, কেকেআর একতরফা খেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) হারিয়েছে। সব মিলিয়ে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে কলকাতার দল এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
ভাইজাগের পথেও কেকেআর খেলোয়াড়দের দেখা গেল ফ্লাইটে খুনসুটি করতে। সেখানেও রিংকু সিং আর আন্দ্রে রাসেল। রিংকু বিমানের মধ্যেই গেয়ে উঠলেন শাহরুখ খানের সিনেমা 'ডানকি'র 'লুট পুট গায়া'। তখনও অবশ্য আসল মজা করাটাই বাকি ছিল। রিংকুর দিকে ভিডিওগ্রাফার ক্যামেরা তাক করতেই তাঁকে রিংকু বলেন রাসেলকে দিয়ে গানটা গাওয়াতে।
ভিডিওতে দেখা গেছে, রাসেল তাতেও পিছপা হননি। উলটে, রিংকুকে বলে ওঠেন, 'ওটা তোমার নয়। ওটা আমার গান। রাসেল সেই গান ধরতেই হেসে ওঠেন রিংকুরা। ওয়েস্ট ইন্ডিয়ান সতীর্থের উচ্চারণ নিয়ে তাঁকে কার্যত ভেঙান, হাসাহাসি করেন।'
কেকেআর খেলোয়াড়রা মজায় থাকার বিশেষ কারণ আছে। পরপর দুটো ম্যাচে জয়। তার মধ্যে রাসেল এবং সুনীল নারিন রীতিমতো যেন জ্বলে উঠেছেন। আরসিবির বিরুদ্ধে নারিন একটি, রাসেল দুটো উইকেট নিয়েছেন। শুধু তাই নয়, নারিন কেকেআরের বিরুদ্ধে ওপেন করে ২২ বলে ৪৭ রান করেছেন। প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছেন। ম্যাচ শেষে নারিনের প্রশংসা শোনা গিয়েছে খোদ কেকেআর অধিনায়ক শ্রেয়সের গলায়। শ্রেয়স বলেছেন, 'ওরা (নারিন ও রাসেল), দু'জনেই দলের সম্পদ। বল থেকে ব্যাট, সবটাই ভালো করতে পারে। এটা আমাদের দলের একটি বিরাট দিক যে একই খেলোয়াড় ভালো বল করছে আবার ভালো ব্যাটও করছে।'