Rinku Singh and Virat Kohli: 'আপকি কসম খা রাহা, ফির না তোড়ুঙ্গা (আপনার নাম শপথ করছি, আর ভাঙব না)'- কেকেআর বনাম আরসিবি ম্যাচের আগে এভাবেই বিরাট কোহলির ব্যাট ভেঙে রিংকু সিং বিরাট কোহলির কাছে আরেকটি ব্যাট চাইলেন। বেঙ্গালুরুতে এবারের আইপিএলের শুরুর দিকে দুই দলের প্রথম খেলা চলাকালীন রিংকু সিং-কে প্রশংসার চিহ্ন হিসেবে বিরাট কোহলি তাঁর ব্যাট দিয়েছিলেন।
সেই ব্যাট ভেঙে গিয়েছে, এই খবর দিয়ে রবিবার কলকাতার ইডেন গার্ডেনে দু'পক্ষের ম্যাচের আগে রিংকু সিং বিরাট কোহলিকে অনুরোধ করেন, তাঁকে আরেকটি ব্যাট দেওয়ার জন্য। দুই খেলোয়াড়ের মধ্যে এই ব্যাপারে কথোপকথন প্রকাশ করেছে কেকেআর।
কথোপকথন
রিংকু সিং: স্পিনার পে টুট গ্যায়া ব্যাট। (একজন স্পিনারের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে আমি ভেঙে ফেলেছি (আপনি দিয়েছিলেন যেটা)।
বিরাট কোহলি: মেরা ব্যাট? (আমার ব্যাটটা?)
রিংকু সিং: হা। (হ্যাঁ)।
বিরাট কোহলি: স্পিনার পে তোড় দিয়া তুমনে, কাহা সে টুটা? (তুমি ওটা স্পিনারকে খেলতে গিয়ে ভেঙে ফেলেছ, কোন জায়গাটায় ভেঙেছে?)
রিংকু সিং: ইয়ে মোটা গেল পুরা ধর সে। (মাঝামাঝি থেকে)।
বিরাট কোহলি: তো ম্যায় কেয়া করু ভাই? (তা আমি কী করব?)
রিংকু সিং: কুছ নেহি, ম্যায় বাতা রাহা থা… (কিছু না, আমি বলছিলাম যে…)
বিরাট কোহলি: বেকার ব্যাট হ্যায় ইয়ার! (এই ব্যাটগুলোই ভালো না!)
রিংকু সিং: তো ভেজ রহে হো আপ? (আপনি কি পাঠাচ্ছেন?)
বিরাট কোহলি: কিসকো ভেজ রহে হো? (আমি কাকে পাঠাচ্ছি?)
রিংকু সিং: লো ইয়ার! রাখ লো। (কোহলির ব্যাট তাঁকে ফিরিয়ে দিয়ে, তাহলে আপনিই এটা রাখুন।)
বিরাট কোহলি: এক ম্যাচ পেহেলে লে গেল তু ব্যাট। দো ম্যাচ মে তুঝে দো ব্যাট দু? তেরি বজাসে না জো মেরি বাদমে হালত হোতি হ্যায়না! (আগের ম্যাচে আমার থেকে একটা ব্যাট নিয়েছিলি। এখন দ্বিতীয় ম্যাচে আবার আরেকটা ব্যাট চাই? তোর জন্য, আমার তো অবস্থা খারাপ হয়ে যাবে!)
আরও পড়ুন- কোহলির আরসিবির বিরুদ্ধে ইডেনে কি স্টার্ক আউট! আরসিবি ম্যাচে এই একাদশ গড়েই দল নামাচ্ছে কেকেআর
রিংকু সিং: আপ কি কসম খা রাহা হু। ফির নাহি তোড়ুঙ্গা। তবহি ব্যাট টুট কে রাখি হ্যায়, আপকো দিখতা হু (আপনার নামে শপথ করে বলছি, আর ব্যাট ভাঙব না। ব্যাটটা যে ভেঙে গেছে, আপনাকে তো আমি দেখাচ্ছি।)