/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/rahul-goenka.jpg)
KL Rahul humiliated: এভাবেই সেদিন অসম্মানিত হন কেএল রাহুল (টুইটার)
Sunrisers Hyderabad vs Lucknow Super Giants, Sanjiv Goenka: সানরাইজার্স হায়দরাবাদের কাছে শোচনীয়ভাবে হারল লখনৌ সুপার জায়ান্টস। বুধবারের হার প্লে অফের দৌড় থেকে লখনৌকে অনেকটাই পিছিয়ে দিল। বোলার তো বটেই লখনৌয়ের টপ অর্ডার ব্যাটিং চরম হতাশা করল রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
টসে জিতে কেএল রাহুল ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে আসে। পাওয়ার প্লের মধ্যেই লখনৌ ব্যাটিংয়ের দুই স্তম্ভ মার্কাস স্টোইনিস এবং কুইন্টন ডিককের উইকেট হারায় লখনৌ। চাপের মুখে সেভাবে আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেননি ক্যাপ্টেন কেএল রাহুল। ৩৩ বলে করেন মাত্র ২৯ রান। চরম স্লো সূচনায় পাওয়ার প্লেতে লখনৌ মাত্র ২৭ রান করতে সমর্থ হয়। বাউন্ডারি হাঁকায় মাত্র ১টি। শেষদিকে আয়ুশ বাদোনি (৫৫ নটআউট) এবং নিকোলাস পুরানের (৪৮ নটআউট) ব্যাটে ভর করে লখনৌ স্কোরবোর্ডে ১৬৫ রানের লড়াই করার মত স্কোর তোলে।
তবে এই রান তাড়া করা কার্যত প্রহসনের হয়ে দাঁড়ায়। কোনও উইকেট না হারিয়েই হায়দরাবাদ এই রান তুলে দেয় মাত্র ৯.৪ ওভারে। ট্র্যাভিস হেড (৩০ বলে ৮৯) এবং অভিষেক শর্মার (২৮ বলে ৭৫) বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি লখনৌ।
LSG’s owner Sanjeev Goenka is agitated with KL Rahul for the loss against SRH.
He has right to be upset but can’t humiliate a senior Indian 🇮🇳 player like this publicly .
Cricket is NOT marwadi dhanda! #LSGvSRH#SRHvsLSG@IPL@BCCI@JayShah#IPL2024pic.twitter.com/2w8OEkgUF3— Kishore (@VATKishore) May 8, 2024
৬২ বল বাকি থাকতে একপেশেভাবে এমন থেঁতলে দেওয়া এই হার দেখে আর মাথা ঠান্ডা রাখতে পারেননি লখনৌ মালিক সঞ্জীব গোয়েঙ্কা। মাঠেই প্রকাশ্যে কেএল রাহুলকে একহাত নেন লখনৌ মালিক। গরম গরম দু-চার কথা শুনিয়ে দিতে দেখা যায় টিম ইন্ডিয়ার তারকাকে। সঞ্জীব গোয়েঙ্কার বক্তব্য কি তা স্পষ্ট জানা যায়নি। তবে সম্প্রচারকারী সংস্থার ফুটেজে যা দেখা গিয়েছে তাতে স্পষ্ট দলের পারফরম্যান্সে তিনি মোটেই সন্তুষ্ট নন।
A player of such calibre KL Rahul needing to bear the wrath of the team owner on field in national media is depressing to say the least ! #pathetic
U guys are disappointed - we get it ! Talk it out in a team meeting behind closed doors fgs !
pic.twitter.com/H0xSbPnQ55— Mahi (@mahiban4u) May 8, 2024
ক্রিকেট মহলের অনেকের বক্তব্য, এভাবে প্রকাশ্যে দলের অধিনায়ক যিনি আন্তর্জাতিক পর্যায়ে একজন সফল ক্রিকেটার, তাকে মালিক সঞ্জীব গোয়েঙ্কা এভাবে জনসমক্ষে হেনস্থা না করলেই পারতেন। কিছু বলার থাকলে অল্প অপেক্ষা করে ড্রেসিংরুমেই বলতে পারতেন।
হারে প্লে অফের দৌড়ে বড় ধাক্কা খেল লখনৌ। ছয় নম্বরে নেমে গিয়েছে একসময় তিনে থাকা ফ্র্যাঞ্চাইজি। ১২ ম্যাচে লখনৌ আপাতত ১২ নম্বর পেয়েছে। বাকি দুই ম্যাচ জিতলেও প্লে অফ নিশ্চিত নয়। এদিনের একপেশে হার নেট রানরেট একদম ধসিয়ে দিয়েছে রাহুলদের।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us