Advertisment

KL Rahul to leave captaincy: নেতৃত্ব থেকে সরছেন কয়েক ঘন্টার মধ্যেই! মালিক গোয়েঙ্কার কাছে প্রকাশ্যে লাঞ্ছিত হতেই বড় সিদ্ধান্ত রাহুলের

Sanjiv Goenka KL Rahul Fight: বিধ্বংসী মেজাজে থাকা হায়দরাবাদের ওপেনারদের সামনে লখনৌ বোলারদের অসহায় অবস্থা আরও ক্ষিপ্ত করে তোলে মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর যদি সত্যি হয়, তাহলে বলতেই হচ্ছে, এই হারের দায় পুরোপুরি মাথা পেতে নিয়ে সরে যেতে চলেছেন কেএল রাহুল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sanjiv Goenka, LSG, KL Rahul

KL Rahul to leave captaincy: আইপিএলে গোয়েঙ্কা বনাম রাহুল দ্বন্দ্বে উত্তাল ক্রিকেট মহল (টুইটার)

Sanjiv Goenka KL Rahul, SRH vs LSG: হায়দরাবাদের কাছে লখনৌয়ের হার গনগনে বিতর্কের জন্ম দিয়ে গিয়েছে। মাঠের মধ্যেই দলের হার হজম না করতে পেরে মালিক সঞ্জীব গোয়েঙ্কা দু-চার কথা শুনিয়ে দিয়েছেন অধিনায়ক রাহুল কে। সেই অপমানজনক ঘটনার ২৪ ঘন্টাও পেরোল না। জানা যাচ্ছে, চলতি সিজন শেষেই কেএল রাহুল ছাড়ছেন লখনৌ ফ্র্যাঞ্চাইজি। লখনৌ ফ্র্যাঞ্চাইজির আইপিএলে আবির্ভাবের শুরু থেকেই নেতৃত্ব দিয়েছেন কেএল রাহুল। দু-বারই দলকে প্লে অফে পৌঁছে দিয়েছেন। এবার খাতায় কলমে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে নেমে গেলেও এখনও প্লে অফে পৌঁছনোর সুযোগ রয়েছে। বাকি দুই ম্যাচ জিতলে লখনৌ ১৬ পয়েন্টে পৌঁছতে পারে। তবে নেট রানরেট সম্ভবত বাকি দলগুলির থেকে পিছিয়ে দেবে রাহুলদের।

Advertisment

যে পিচে লখনৌ ব্যাটাররা খাপ খুলতেই পারেননি ভুবনেশ্বর কুমার, নটরাজনদের সামনে, সেই পিচেই ব্যাট হাতে তান্ডব চালিয়ে গেলেন হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড। ১৬৬ রানের টার্গেট হায়দরাবাদ চেজ করল মাত্র ৫৬ বলে। বিধ্বংসী মেজাজে থাকা হায়দরাবাদের ওপেনারদের সামনে লখনৌ বোলারদের অসহায় অবস্থা আরও ক্ষিপ্ত করে তোলে মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর যদি সত্যি হয়, তাহলে বলতেই হচ্ছে, এই হারের দায় পুরোপুরি মাথা পেতে নিয়ে সরে যেতে চলেছেন কেএল রাহুল।

২০২২-এর মেগা নিলামে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ ৭০৯০ কোটি টাকা খরচ করে নয়া এই ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেয়েছিল। তারপর পাঞ্জাব ছেড়ে আসা রাহুলকে লখনৌ ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক করা হয়। ১৭ কোটি টাকা বেতন রাহুলের। ২০২৫-এ আবার নিলাম। সংবাদসংস্থার খবরে বলা হচ্ছে, কেএল রাহুলকে সম্ভবত নিলামে আর ধরে রাখা হবে না।

তবে আগামী মরশুম পর্যন্ত-ও আর অপেক্ষা করতে রাজি নন রাহুল। তিনি সম্ভবত বাকি দুই ম্যাচের আগেই নেতৃত্ব ছেড়ে দেবেন। স্রেফ ব্যাটার হিসাবে দলে খেলতে চলেছেন তিনি।

আইপিএলের এক সূত্র পিটিআইকে জানিয়েছেন, "দিল্লির বিরুদ্ধে পরবর্তী ম্যাচের আগে পাঁচদিনের গ্যাপ রয়েছে। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে রাহুল যদি স্রেফ নিজের ব্যাটিংয়ের ওপর মনোনিবেশ করতে চান, তাহলে টিম ম্যানেজমেন্ট আপত্তি করবে না।"

রাহুল যদি এই সিজনেই নেতৃত্ব থেকে সরে দাঁড়ান, তাহলে নিকোলাস পুরানকে সম্ভবত অধিনায়ক করে বাকি দুই ম্যাচে নামবে লখনৌ।

রাহুল চলতি সিজনে যে অফ ফর্মের শিকার এমন নয়। ১২ ম্যাচে ১৩৬ প্লাস স্ট্রাইক রেটে করেছেন ৪৬০ রান। অন্যান্য সিজনের মত রানের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। তবে তাঁর স্ট্রাইক রেট সমস্যায় ফেলেছে তাঁকে। বুধবারই যেমন রাহুল ৮৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করে করেছেন মাত্র ২৯ রান। তাঁর এই দুর্বল স্ট্রাইক রেটের জন্যই বিশ্বকাপগামী জাতীয় দলে জায়গা হয়নি তারকার।

ঘটনাচক্রে এর আগে পুনে সুপার জায়ান্টসের মালিক হিসেবে ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। এবার রাহুলের ভাগ্যে কী অপেক্ষা করে রয়েছে, সেটাই আপাতত দেখার।

IPL KL Rahul Lucknow Super Giants LSG IPL 2024
Advertisment