Advertisment

Shreyas Iyer-KKR: 'দল'-এর নামই ভুলে গেলেন নাইট ক্যাপ্টেন শ্রেয়স! ভরা স্টেডিয়ামে বেইজ্জত KKR

Kolkata Knight Riders captain Shreyas Iyer: শ্রেয়স বলেন, 'দলে একটা পরিবর্তন হয়েছে। অনুকূল রায় প্রথম একাদশে ঢুকেছে। ফলে, বোলিংটা ভালোই হবে। কিন্তু, আমাকে দুটো আলাদা টিমলিস্ট দেওয়া হয়েছে। আমি নিজেই বিভ্রান্ত।' বোলিংয়ের পাশাপাশি দলের ব্যাটিং কৌশল নিয়েও জানিয়েছেন শ্রেয়স।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sreyas, KKR

Sreyas-KKR: এখনও অবধি বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলের ৩২টি ম্যাচে নাইটরা ১৮টিতেই জিতেছে। বাকি ১৪ ম্যাচে জয়ী হয়েছে বেঙ্গালুরু। (ছবি- টুইটার)

Kolkata Knight Riders in IPL 2024: তাঁর দলের প্রথম একাদশ কোনটা? টস জিতেও তা জানাতে পারলেন না কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অধিনায়ক শ্রেয়স আইয়ার। আইপিএল ২০২৪-এর কলকাতা-বেঙ্গালুরু ম্যাচে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জেতেন শ্রেয়স। এরপর মুখোমুখি হন ধারাভাষ্যকার রবি শাস্ত্রীর। শাস্ত্রী তাঁকে দলের প্রথম একাদশ সম্পর্কে জানতে চাইলে, শ্রেয়স জানা ন যে তিনি বিভ্রান্ত। তাঁর কাছে দুটো তালিকা আছে।

Advertisment

এর আগে কেকেআর তাদের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনে নিজেদের উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদকে হারিয়েছে। অ্যাওয়েতে দ্বিতীয় ম্যাচ জিতে তাঁরা নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে। তাদের শুক্রবারের প্রতিপক্ষ বেঙ্গালুরুও প্রথম ম্যাচে পঞ্জাবকে চার উইকেটে হারিয়েছে। তারাও নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

শুক্রবার বেঙ্গালুরুতে টস জিতে আইয়ার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। এই সময় শাস্ত্রী তাঁকে জিজ্ঞাসা করেন, দলে কে কে আছে? একাদশের কোনও পরিবর্তন হয়েছে কি না? জবাবে শ্রেয়স জানান, তিনি বিভ্রান্ত। কারণ, টিম ম্যানেজমেন্ট তাঁর হাতে খেলোয়াড়দের দুটো তালিকা দিয়েছে। এদিনের ম্যাচের ফলাফল যাই হোক না কেন, পরিসংখ্যান অবশ্য কেকেআরের পক্ষে। বেঙ্গালুরুর বিরুদ্ধে আইপিএলের ৩২টি ম্যাচে নাইটরা ১৮টিতেই জিতেছে। বাকি ১৪ ম্যাচে জয়ী হয়েছে বেঙ্গালুরু।

টস জিতে তিনি বোলিংয়ের সিদ্ধান্ত নিলেন কেন, সেই ব্যাপারটা অবশ্য স্পষ্ট করেছেন শ্রেয়স। তিনি বলেছেন, 'আমরা প্রথমে বল করব। মনে হচ্ছে, আমরা নতুন উইকেটে খেলব। আমার একজন পিচ কিউরেটরের সঙ্গেও কথা হয়েছে। এই উইকেটে কেমন খেলা হবে, তিনি আমাকে জানিয়েছেন। বলেছেন বল ঘুরবে। তাই, প্রথমে বোলিং নিলাম।'

এরপরই শ্রেয়স বলেন, 'দলে একটা পরিবর্তন হয়েছে। অনুকূল রায় প্রথম একাদশে ঢুকেছে। ফলে, বোলিংটা ভালোই হবে। কিন্তু, আমাকে দুটো আলাদা টিমলিস্ট দেওয়া হয়েছে। আমি নিজেই বিভ্রান্ত।' বোলিংয়ের পাশাপাশি দলের ব্যাটিং কৌশল নিয়েও জানিয়েছেন শ্রেয়স। তিনি জানান কলকাতার মতই বেঙ্গালুরুতেও তিনি ওপেন করবেন। আর, দল দ্রুত রান তোলার ওপর জোর দেবে। তবে, কলকাতায় যদিও, শ্রেয়স আউট হয়ে যাওয়ায় এই কৌশল নিয়ে কলকাতায় বিশেষ সাফল্য পাননি।

আরও পড়ুন- ধোনির পা ছুঁয়ে কি প্রণাম করতে হল সিএসকের বিদেশিকে, ভাইরাল ভিডিওয় তোলপাড় সবকিছু

আয়ার প্রথম তালিকা না জানাতে পারলেও ম্যাচে কলকাতার হয়ে নেমেছেন ফিল সল্ট (উইকেটরক্ষক), ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, অনুকুল রায়, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।

বেঙ্গালুরুর হয়ে নেমেছেন ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), বিরাট কোহলি, রজত পতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, দীনেশ কার্তিক, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, মায়াঙ্ক ডাগর, মহম্মদ সিরাজ, যশ দয়াল।

KKR Royal Challengers Bangalore RCB Kolkata Knight Riders Shreyas Iyer
Advertisment