Advertisment

Dinesh Karthik not out controversy: আরসিবির হয়েই 'ব্যাটিং' আম্পায়ারের! কার্তিক বেঁচে যেতেই আম্পায়ারের কাছে ছুট সাঙ্গাকরার

Rajasthan Royals vs Royal Challengers Bengaluru: যথারীতি ব়য়্যালসদের কেউ এই সিদ্ধান্ত মানতে পারেননি। বোলার আবেশ খান ও অন্যান্যরা এই সময় মাঠে হতভম্বের মত দাঁড়িয়েছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dinesh Kartick, Contro, দীনেশ কার্তিক, বিতর্ক

Dinesh Kartick-Contro: বিতর্কিত সেই মুহূর্ত। (ছবি- টুইটার)

Dinesh Karthik survives on umpiring error: ফের বিতর্কের কেন্দ্রে থার্ড আম্পায়ারের সিদ্ধান্ত। এবারের আইপিএলে রাজস্থান রয়্যালস (আরআর) বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ম্যাচে দীনেশ কার্তিকের আউট হওয়া নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। বিতর্কের কারণ, এই এলিমিনেটর ম্যাচে মাঠের আম্পায়াররা জানিয়েছিলেন দীনেশ কার্তিক এলবিডব্লিউ। কিন্তু, থার্ড আম্পায়ার জানান যে কার্তিক, 'নট আউট'।

Advertisment

বিতর্কের যখন সূত্রপাত হয়, তখন কার্তিকের রান ছিল ০। সেই সময় ১৫তম ওভার চলছে। ১৪.৩ বলের মাথায় আবেশ খানের বল গিয়ে কার্তিকের প্যাডে লাগে। কার্তিক রান নেন। পালটা বোলার আবেশ খান এলবিডব্লিউয়ের আবেদন জানান। কিন্তু, কার্তিকের দাবি ছিল তিনি আউট নন। আরসিবি ব্যাটার ডিআরএস চান। তৃতীয় আম্পায়ার অনিল চৌধুরি পর্যালোচনার পর জানিয়ে দেন, কার্তিক নট আউট। পাশাপাশি, তাঁকে রানও দেন।

তৃতীয় আম্পায়ারের এই সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করতে দেখা যায় ধারাভাষ্যকারদের। রবি শাস্ত্রী বলেন, এটা 'চমকপ্রদ সিদ্ধান্ত'। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন আবার অভিযোগ করেন, 'বলটা প্যাডেই লেগেছিল। আর, এটা আউট ছিল।' তিনিও আম্পায়ারের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন। যথারীতি ব়য়্যালসদের কেউ এই সিদ্ধান্ত মানতে পারেননি। শান্ত স্বভাবের কুমার সাঙ্গাকারা পর্যন্ত আম্পায়ারদের কাছে প্রতিবাদ জানান। বোলার আবেশ খান ও অন্যান্যরা এই সময় মাঠে হতভম্বের মত দাঁড়িয়েছিলেন।

আরও পড়ুন- আইপিএলের মাঠ থেকেই সোজা হাসপাতালে! শাহরুখকে নিয়ে প্রবল দুঃসংবাদ আছড়ে পড়ল মোদি স্টেডিয়ামে

এবারের আইপিএলে আগেও বারবার আম্পায়ারদের বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ উঠেছে। তা নিয়ে যথেষ্ট ক্ষোভ সঞ্চার হয়েছে বিভিন্ন মহলে। সাধারণ সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা পর্যন্ত থার্ড আম্পায়ারদের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন।

শুধু কার্তিকই নয়। এই ম্যাচে ধ্রুব জুরেলের রান আউটের সিদ্ধান্ত নিয়েও তৈরি হয়েছে তীব্র বিতর্ক। আর, সেই বিতর্কেরও কাঠগড়াতেও তৃতীয় আম্পায়ার। ১৪ ওভারের মাথায় বল করছিলেন ক্যামেরন গ্রিন। স্ট্রাইকিং এন্ডে ছিলেন রিয়ান পরাগ। আর, নন স্ট্রাইকিং এন্ডে ধ্রুব জুরেল। শট নিয়ে এই জুটি প্রথম রানটা নিয়েও নেয়। এরপর, দ্বিতীয় রান করার জন্য ছোটে। সেই সময় বিরাট কোহলির ছোড়া বলটা ধরে নিয়ে নন স্ট্রাইকিং এন্ডের উইকেটে লাগিয়ে দেন ক্যামেরন গ্রিন। তৃতীয় আম্পায়ারের কাছে বিষয়টা গেলে তিনি দেখতে পান, গ্রিনের হাত যখন উইকেটে লেগেছিল, সেই সময় বলটা প্রায় বেরিয়ে গেলেও গ্রিনের হাত বলটা ছুঁয়েছিল। যার ভিত্তিতে থার্ড আম্পায়ার জুরেলকে আউট দেন। তবে, এই সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন ক্রিকেট অনুরাগীদের অনেকেই।

IPL Royal Challengers Bangalore Rajasthan Royals RCB IPL 2024
Advertisment