Advertisment

KL Rahul Slam Team: দলের হারের জন্য দায়ী কারা, দোষারোপের খেলায় নেমে গোয়েঙ্কা কাণ্ডের পর ফের বিস্ফোরক বিতর্কে রাহুল

KL Rahul Vs LSG: দিল্লি ক্যাপিটালস প্ৰথমে ব্যাট করে ২০৮/৪-এর মত বড় স্কোর খাড়া করেছিল। ট্রিস্টান স্টাবস এবং অভিষেক পোড়েল দুর্ধর্ষ হাফসেঞ্চুরি করে যান। লখনৌ বোলারদের মধ্যে সফলতম নভিন উল হক। ৫১ রানের বিনিময়ে ২ উইকেট দখল করে যান।

author-image
IE Bangla Sports Desk
New Update
KL Rahul Vs LSG: কেএল রাহুল, এলএসজি

KL Rahul Slam Team: দলকে দোষারোপ করলেন কেএল রাহুল (আইপিএল)

Blame Game In LSG Camp: আর্শাদ খান, নিকোলাস পুরানদের সর্বাত্মক প্রচেষ্টার পরেও লখনৌ মঙ্গলবার হার মেনেছে দিল্লি ক্যাপিটালসের কাছে। হারের হ্যাটট্রিক। খাতায় কলমে এখনও প্লে অফের সম্ভবনা থাকলেও লখনৌ বাস্তবের হিসাবে প্লে অফের স্বপ্ন এবারের মত শেষ সুপার জায়ান্টসদের।

Advertisment

দিল্লি ক্যাপিটালস প্ৰথমে ব্যাট করে ২০৮/৪-এর মত বড় স্কোর খাড়া করেছিল। ট্রিস্টান স্টাবস এবং অভিষেক পোড়েল দুর্ধর্ষ হাফসেঞ্চুরি করে যান। লখনৌ বোলারদের মধ্যে সফলতম নভিন উল হক। ৫১ রানের বিনিময়ে ২ উইকেট দখল করে যান।

বড় স্কোর চেজ করতে নেমে লখনৌ পাওয়ার প্লের মধ্যেই ৪৪/৪ হয়ে যায়। তবে নিকোলাস পুরান এবং আর্শাদ খানের হাফসেঞ্চুরি আশা বাঁচিয়ে রেখেছিল লখনৌয়ের। তবে এরপরে ১৮৯/৯-এর বেশি তুলতে পারেনি কেএল রাহুলের দল।

হারের পরেই দলের ফলাফল নিয়ে মুখ খুলেছেন অধিনায়ক রাহুল। "আমরা এই জায়গায় রয়েছি। কারণ একটাই পাওয়ার প্লেতে আমরা পরপর উইকেট হারাচ্ছি। ওঁদের ব্যাটিংয়ের সময়ে জ্যাক ফ্রেশার ম্যাকগার্ককে প্রথম ওভারে আউট করার পর আমাদের উচিত ছিল ম্যাচে জাঁকিয়ে বসা। তবে পোড়েল এবং সাই হোপ ইচ্ছাশক্তি নিয়ে ব্যাটিং করে গেল।"

এখানেও না থেমে রাহুল সরাসরি দলের বিগ হিটারদের দিকে আঙুল তুলেছেন। বলে দিয়েছেন, "আমরা পাওয়ার প্লেতে পরপর উইকেট হারিয়ে গেলাম। স্টোইনিস, পুরানদের মঞ্চ তৈরির জন্য আমরা শুরুর দিকে সেভাবে খেলতে পারলাম না।"

হারের হ্যাটট্রিক করার পর ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে কেএল রাহুলদের লখনৌ। শেষ ম্যাচে লখনৌ খেলবে মুম্বই ইন্ডিয়ান্স-এর বিপক্ষে। তবে নেট রানরেট দিল্লির থেকেও খারাপ এলএসজির (-০.৭৮৭)। টানা দুই ম্যাচ জিতে লখনৌয়ের সুযোগ ছিল প্লে অফে পৌঁছনোর রাস্তা প্রশস্থ করার। তবে দুর্বল রানরেটের কারণে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত লখনৌয়ের।

অন্যদিকে, গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ খেলা হয়ে গেল দিল্লি ক্যাপিটালসের। লিগ টেবিলের পঞ্চম স্থানেও উঠে এসেছেন ঋষভ পন্থরা। পয়েন্ট তালিকায় সানরাইজার্স হায়দরাবাদ এবং সিএসকের সমান সমান। তবে নেট রানরেট শোচনীয় (-০.৩৭৭)। সানরাইজার্স যদি বাকি দুই ম্যাচে সম্মিলিতভাবে ২০০ বা তাঁর বেশি রানে পরাজয় বরণ করে তাহলে সুযোগ থাকছে দিল্লির। যা কার্যত অসম্ভব।

IPL KL Rahul Lucknow Super Giants LSG IPL 2024
Advertisment