Advertisment

LSG coach reaction: মেয়েরা চার বিস্ময়, ওটা ছিল পঞ্চম! গোয়েঙ্কার গরম দেখে মুখ খুললেন এবার রাহুলদের হেড কোচ

Sanjiv Goenka public chat with KL Rahul: ভিডিও ভাইরাল হতেই শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে নিন্দায় সরব হয় বিভিন্ন মহল। মোহনবাগান সুপার জায়ান্টের মালিক ওই শিল্পপতির বিরুদ্ধে মুখ খোলেন প্রাক্তন ক্রিকেটাররাও। এরপরই জানা যায়, শুধু কেএল রাহুলই নয়। গোয়েঙ্কা ওই হারের পর এলএসজি কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও ব্যাপক বকাঝকা করেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sanjiv Goenka, Justin Langer, সঞ্জীব গোয়েঙ্কা, জাস্টিন ল্যাঙ্গার

Sanjiv Goenka-Justin Langer: গত কয়েকদিনে ওই ঘটনা নিয়ে বিতর্ক চরমে উঠলেও ল্যাঙ্গার অবশ্য মুখ খোলেননি। (ছবি- টুইটার)

Justin Langer, Sanjiv Goenka vs KL Rahul: হায়দরাবাদের কাছে হারের পর লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কার আচরণ নিয়ে এবার কার্যত কটাক্ষ করলেন এলএসজির হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার। ইতিমধ্যে ওই ঘটনার পর কেএল রাহুলকে নৈশভোজে দিল্লির বাড়িতে ডেকে খাইয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু, তাতে যে গোটা পর্বে ইতি ঘটেনি, তা মুখ খুলে কার্যত বুঝিয়ে দিলেন ল্যাঙ্গার। সেদিনের ঘটনা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, 'আমাদের কন্যারা আমার জীবনের চারটি বড় চমক। আর, সেদিনের ঘটনাটি ছিল তালিকায় পঞ্চম।'

Advertisment

কেএল রাহুল-সঞ্জীব গোয়েঙ্কার সেই ঘটনা গত এক সপ্তাহজুড়ে ক্রিকেট দুনিয়ায় তোলপাড় ফেলেছে। হায়দরাবাদের মাটিতে সানরাইজার্স হায়দরাবাদের কাছে দলের ১০ উইকেটে হারের পরে অধিনায়ক কেএল রাহুলের কাছে ছুটে যান লখনউ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্গা। তারপর তিনি অঙ্গভঙ্গি করে যা বলেছেন, আর প্রতিক্রিয়ায় অধিনায়ক কেএল রাহুলের মুখচোখের যা পরিস্থিতি ছিল, সবটাই ধরা পড়েছে বিভিন্ন ক্যামেরায়। কারও, বুঝতে বাকি থাকেনি যে গোয়েঙ্কা প্রকাশ্যে স্টেডিয়ামের মধ্যেই ম্যাচ হারের জন্য রাহুলকে বকাঝকা করছেন।

আর, সেই সব ভিডিও ভাইরাল হতেই শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে নিন্দায় সরব হয় বিভিন্ন মহল। মোহনবাগান সুপার জায়ান্টের মালিক ওই শিল্পপতির বিরুদ্ধে মুখ খোলেন প্রাক্তন ক্রিকেটাররাও। এরপরই জানা যায়, শুধু কেএল রাহুলই নয়। গোয়েঙ্কা ওই হারের পর এলএসজি কোচ জাস্টিন ল্যাঙ্গারকেও ব্যাপক বকাঝকা করেছিলেন। সেই সময় অবশ্য ল্যাঙ্গার বিষয়টি নিয়ে মুখ খোলেননি। তবে, এতদিনে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। হারের পর সেদিনের সেই উত্তাপ এখন উধাও। গোয়েঙ্কাও বিষয়টিকে সহজ করে নিতে চাইছেন।

এই সময়ে সেই ঘটনার ব্যাপারে মুখ খুলে ল্যাঙ্গার বলেছেন, 'সেদিনের ওই প্রতিক্রিয়া দেখে আমি খুব চমকে গেছিলাম। আমার কাছে ওটা একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। গত চার দিন ধরে আমি ওই ঘটনা নিয়ে অনেক ভেবেছি। আমার জীবনে খুব বেশি চমক নেই। তবে, আমি আমার জীবনে চারটি চমক পেয়েছি। তাঁরা আমার মেয়ে। তাঁরা যখন জন্মেছিল, আমি রীতিমতো চমকে গিয়েছিলাম। এবার, সেদিনের সেই প্রতিক্রিয়া দেখে আমি জীবনে পঞ্চমবারের জন্য চমকে গেলাম।'

এতেই না থেমে ল্যাঙ্গার বলেন, 'যাঁরা মিস্টার গোয়েঙ্কা ও রাহুলকে চেনেন, তাঁরা জানেন ওঁরা দু'জনে পৃথিবীর সবচেয়ে শান্ত দুই ব্যক্তি। একেবারে শান্তিপ্রিয় মানুষ। কিন্তু, যখন দেখলাম, ওভাবে কথাবার্তা চলছে, তখন আমার ভুল ভাঙল। মিস্টার গোয়েঙ্কা, তাঁর ছেলে, রাহুল আর আমার মধ্যে সম্পর্কটা দুর্দান্ত। কিন্তু, যা ঘটল, তা সত্যিই মজার ব্যাপার। অবশ্য, কী কথাবার্তা হয়েছে, বাকিরা কেউ জানে না। আসলে আমাদের খেলার পরিকল্পনা এবং কোথায় ভুল ছিল, তা নিয়ে কথা হয়েছে।'

আরও পড়ুন- দলের হারের জন্য দায়ী কারা, দোষারোপের খেলায় নেমে গোয়েঙ্কা কাণ্ডের পর ফের বিস্ফোরক বিতর্কে রাহুল

ওই ঘটনার পর কেএল রাহুল, লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক থাকবেন কি না তা নিয়ে জল্পনা ছড়িয়ে পড়েছিল। কিন্তু, সেই সমস্ত জল্পনায় জল ঢেলে, কেএল রাহুল মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে নেতৃত্ব দেন। ম্যাচের আগের একটি ছবি ভাইরাল হয়েছে। যাতে দেখা গিয়েছে, গোয়েঙ্কা তাঁর দলের অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে কোলাকুলি করছেন।

Sunrisers Hyderabad IPL KL Rahul Lucknow Super Giants IPL 2024
Advertisment