/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/goenka-rahul-fight.jpg)
Sanjiv Goenka hosts dinner for KL Rahul: বিতর্কের ইতি টানতে চাইছেন সঞ্জীব গোয়েঙ্কা (টুইটার)
Sanjiv Goenka outbursts, KL Rahul: ঘুচল, সঞ্জীব গোয়েঙ্কা ও কেএল রাহুলের দূরত্ব। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) ম্যাচের আগের রাতে, ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কা বিশেষ নৈশভোজে আমন্ত্রণ জানালেন তাঁর দল লখনউয়ের নেতা কেএল রাহুলকে। হায়দরাবাদের ম্যাচে এলএসজির ১০ উইকেটে হারের মত রাহুলের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার রাগের অঙ্গভঙ্গি করে আচরণ, ক্রিকেট দুনিয়ায় বিতর্ক তৈরি করেছিল।
তারপরই দেখা গেল, ১৩ মে তাঁর দিল্লির বাসভবনে কেএল রাহুলকে আমন্ত্রণ জানালেন এলএসজি ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এই নৈশভোজের অনুষ্ঠানে কেএল রাহুলের সঙ্গে বৈঠকও করেছেন গোয়েঙ্কা। পাশাপাশি, বৈঠক চলাকালীন রাহুলকে তিনি আলিঙ্গনও করেছেন। নৈশভোজে কেএল রাহুল, সাদা টি শার্ট পরে গিয়েছিলেন। সেই সব ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
KL Rahul with Sanjiv Goenka at the special Dinner in Sanjiv Goenka's home last night in Delhi.
- All is well at LSG Camp. 🌟 pic.twitter.com/W5BtE0Qmff— Johns. (@CricCrazyJohns) May 14, 2024
Lucknow's team owner Sanjiv Goenka invited captain KL Rahul to his place and apologized. All good now ♥️ #IPL2024@klrahul@SunielVShetty@Riteishdpic.twitter.com/vR3FNNxDcI
— Farid Khan (@_FaridKhan) May 14, 2024
এই নৈশভোজ এবং কোলাকুলির ফলে, সানরাইজার্স হায়দরাবাদের কাছে এলএসজির ১০ উইকেটে পরাজয়ের পর হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে কেএল রাহুলের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার দুর্বব্যবহার কার্যত ক্লোজড চ্যাপ্টার হয়ে গেল। শুধু গোয়েঙ্কাই নন, গোটা এলএসজি পরিবার হায়দরাবাদের ঘটনাটিকে কার্যত ভুলতে চাইছে। দলের সহকারি বোলিং কোচ ল্যান্স ক্লুজনার তো আলোচনার মধ্যেও ওই বিষয়টিতে কার্যত ঢুকতেই চাননি।
এই প্রসঙ্গে ক্লুজনার বলেছেন, 'আমি দুই ক্রিকেটপ্রেমীর মধ্যে কিছু জোরালো আলোচনায় কোনও সমস্যা দেখছি না। তাই আমার মনে হয় যে, এটা একটা চায়ের কাপের ঝড় ছাড়া কিছুই নয়। আমরা সবসময় একটা জোরালো আলোচনা পছন্দ করি। আমার মনে হয়, এভাবেই দলগুলোর ভালো হয়। তাই, এটা কোনও বড় ব্যাপার নয়।'
এসবের মধ্যেই দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে এলএসজি। 8 মে-এর ম্যাচে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার জন্যই কার্যত ভরাডুবি ঘটেছে এলএসজির। দুই ব্যাটার হায়দরাবাদের হয়ে ঢালের মত দাঁড়িয়ে গিয়েছিলেন। যার ফলে, লখনউয়ের ১৬৫ রান তাড়া করতে হায়দরাবাদের কোনও অসুবিধাই হয়নি। ওই পরাজয়, এলএসজির 'প্লে অফ' পর্বে ওঠার আশা নষ্ট করে দিয়েছিল।
তারপর মধ্যে পাঁচ দিন কেটে গিয়েছে। মঙ্গলবার ফের মাঠে এলএসজি। গ্রুপ পর্বে লখনউয়ের শেষ ম্যাচ ১৭ মে, মুম্বইয়ে। বর্তমানে এলএসজি ১২ পয়েন্ট পেয়ে সপ্তম স্থানে আছে। কেএল রাহুলের নেতৃত্বাধীন এলএসজি গত দুটি আইপিএলে প্লে অফ পর্বে উঠেছিল। এবার তারা কী করে, তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে মঙ্গলবারের ম্যাচে।