Lucknow Super Giants vs Chennai Super Kings 34th Match Highlights: রীতিমতো চাপে রেখে একপেশে খেলায় ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে অবলীলায় হারাল লখনউ সুপার জায়ান্টস। টস হেরে প্রথমে ব্যাট করে চেন্নাই তুলেছিল ৬ উইকেটে ১৭৬ রান। জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে এক ওভার বাকি থাকতেই জয়ের প্রয়োজনীয় রায় তুলে নেন লখনউ।
জয়ের জন্য লখনউয়ের লক্ষ্যমাত্রা ছিল ১৭৭ রান। ডি কক-কে নিয়ে ব্যাট করতে নামেন কেএল রাহুল। তাঁদের দুর্দান্ত বোঝাপড়া মাত্র ৮ ওভারে ৭৫ রানে পৌঁছে দেয় লখনউকে। দুই ব্যাটারকে সামলাতে এরপর মাহিশা পাথিরানার হাতে বল তুলে দেন ঋতুরাজ। কিন্তু, লাভ হয়নি। ৯ ওভারের শেষে ৮৪ রানে পৌঁছে যায় লখনউ। জয়ের জন্য লখনউয়ের তখন দরকার ৬৬ বলে ৯৩ রান। কেএল রাহুল ৩১ বলে অর্ধশতক পূর্ণ করেন। ৪১ বলে ৫০ রান করেন কুইন্টন ডি ককও।
৪৩ বলে ৫৪ রান করে মুস্তাফিজুরের বলে আউট হন ডি কক। বল তাঁর ব্যাটে লেগে ধোনির হাতে চলে যায়। ৫৪ রানের ইনিংসে ৫টা চার এবং ১টি ছয় মেরেছেন তিনি। ডি কক যেতেই মাঠে নামেন নিকোলাস পুরান। এরপর ৫৩ বলে ৮২ রান করে আউট হন কেএল রাহুল। মাহিশা পাথিরানার বলে রাহুলের ক্যাচ ধরেন রবীন্দ্র জাদেজা। রাহুল তাঁর ইনিংসে ৯টি চার এবং ৩টি ছয় মেরেছেন। এরপর মাঠে আসেন মার্কাস স্টোয়েনিস। জয়ের জন্য লখনউয়ের তখন ১৭ বলে ১৬ রান প্রয়োজন।
LSG vs CSK IPL 34th Match Report 2024: লখনউয়ের একনা স্টেডিয়ামের পিচে স্পিনাররা খুব বেশি সাহায্য পাবেন না, এমনটাই পূর্বাভাস দিয়েছিলেন দুই বিশেষজ্ঞ কেভিন পিটারসেন এবং অ্যারন ফিঞ্চ। টস জিতে চেন্নাই সুপার কিংসকে প্রথমে ব্যাট করতে পাঠান লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল। তাঁর স্ট্র্যাটেজি খেটে যায়। শুরু থেকেই মন্থর পিচে ধাক্কা খেতে শুরু করে চেন্নাই। মহসিন খানের বলে কোনও রান না করেই ফিরে যান রাচিন রবীন্দ্র। মাত্র ১৭ রান করে ফিরে যান চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও। রাহানে ফিরে যান ৩৬ রান করে। এরপর ৮ বলে ৩ রান করে ফিরে যান শিবম দুবে। মাত্র ৮৭ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে চেন্নাই।
বাধ্য হয়ে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাটার সমীর রিজভিকে নামান অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। যদিও লাভ হয়নি। পাঁচ বল খেলে মাত্র ১ রান করে রিজভিও ফিরে যান। যার জের ১৪ ওভারে চেন্নাইয়ের রান গিয়ে ঠেকে ৫ উইকেটে মাত্র ৯৮। এরপরই চেন্নাইয়ের হাল ধরেন রবীন্দ্র জাদেজা। অনবদ্য হাফসেঞ্চুরি করেন। মইন আলি ২০ বলে চটজলদি ৩০ রান করেন। মইন আউট হতেই মাঠে নেমে পড়েন মহেন্দ্র সিং ধোনি। তখনও ইনিংস শেষ হতে ১৩ বল বাকি ছিল। মাত্র ৯ বলে ২৮ রান করে অপরাজিত থেকে যান মহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাদেজাও ৪০ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন। আর, তাঁদের সুবাদেই ৫ উইকেটে ৯০ থেকে ৬ উইকেটে ১৭৬ রানে পৌঁছে যায় চেন্নাই।