Advertisment

Rishabh Pant DRS: আম্পায়ারের সঙ্গে পন্থের চরম ভুল বোঝাবুঝি! সিদ্ধান্ত গেল সিঁড়ির উপরে, লখনৌ ম্যাচে ফের বিতর্ক, দেখুন ভিডিও

Rishabh Pant DRS review against LSG: ইশান্ত শর্মার দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আম্পায়ার লেগ স্ট্যাম্পের বাইরে ওয়াইডের নির্দেশ দেন। সেই সময় পন্থকে দেখা যায়, রিভিউয়ের জন্য অঙ্গভঙ্গি করতে। সঙ্গেসঙ্গেই আম্পায়ার রিভিউ তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL 2024: DC skipper Rishabh Pant DRS vs LSG

স্ক্রিনগ্র্যাব: ঋষভ পন্তকে রিভিউয়ের জন্য অঙ্গভঙ্গি করতে দেখা যাচ্ছে, ডিসি অধিনায়ক মাঠের আম্পায়ারের সাথে তর্ক করছেন। (JioCinema)

Lucknow Super Giant vs Delhi Capitals: ডিআরএস নিয়ে ফের বিতর্কে জড়ালেন ঋষভ পন্থ। শুক্রবার লখনৌয়ের একানা স্টেডিয়ামে দিল্লি খেলতে নেমেছিল সুপার জায়ান্টসদের বিপক্ষে।

Advertisment

ইশান্ত শর্মার দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আম্পায়ার লেগ স্ট্যাম্পের বাইরে ওয়াইডের নির্দেশ দেন। সেই সময় পন্থকে দেখা যায়, রিভিউয়ের জন্য অঙ্গভঙ্গি করতে। সঙ্গেসঙ্গেই আম্পায়ার রিভিউ তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন।

তবে এরপরেই টুইস্ট। পন্থ সরাসরি অন-ফিল্ড আম্পায়ারের কাছে গিয়ে বলে দেন, তিনি তো রিভিউ-ই নেননি। সম্প্রচারকারী চ্যানেলে সেই সময় দেখানো হয় পন্থ রিভিউয়ের সিগন্যাল দেখিয়েছেন। তবে আম্পায়ারকে নন, সম্ভবত সতীর্থদের কাছে নিশ্চিত হয়ে নিতে চেয়েছিলেন। সতীর্থের সঙ্গে ডিআরএস-সূচক অঙ্গভঙ্গি আম্পায়ার রিভিউ নিয়ে নেন। পুরোটাই ভুল বোঝাবুঝির ফলে তৈরি হয়। তবে আম্পায়াররা রিভিউয়ের সিদ্ধান্তেই অটল থাকেন। এবং রিভিউয়েও পূর্বের ওয়াইড বলের নির্দেশ বহাল থাকে।

চলতি সিজনের শুরুর দিকে পন্থ কেকেআর ম্যাচেও ডিআরএস বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। মিচেল মার্শের বলে সুনীল নারিনের ডিআরএস আবেদন প্রথমে পন্থ কর্ণপাত না করলেও পরে রিভিউ নেন। সেই সময় আম্পায়ার দিল্লি ক্যাপ্টেনকে জানিয়ে দেন, রিভিউ নেওয়ার সময় পেরিয়ে গিয়েছে। যদিও পরে একাধিক ভিডিওয় দেখা গিয়েছিল, পন্থ ডিআরএস-এর জন্য সিগন্যাল দেওয়ার পরও এক সেকেন্ড সময় বাকি ছিল।

২০২৪-এ পন্থ প্রথমবার পেশাদারি ক্রিকেটে প্রত্যাবর্তন করেছেন ২০২২-এর ডিসেম্বরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর। ব্যাট হাতে ছন্দেই রয়েছেন দিল্লি অধিনায়ক। ৬ ইনিংসে ১৫৩ রান করেছেন। এর মধ্যে সিএসকের বিরুদ্ধে হাফসেঞ্চুরিও হাঁকিয়েছেন। লখনৌয়ের ঘরের মাঠে দিল্লি জয় পেয়ে আপাতত আরসিবিকে পিছনে ঠেলে ৯ নম্বর স্থানে উঠে এসেছে।

Rishabh Pant IPL Delhi Capitals Lucknow Super Giants LSG IPL 2024
Advertisment