Advertisment

Mayank Yadav injury: গতি কমে ১৪০-এর নিচে, মাঠও ছাড়লেন ১ ওভার করে! গতিদানব মায়াঙ্ককে নিয়ে চরম দুঃসংবাদ

Mayank Yadav injury concern against Gujarat Titans: পাঞ্জাব ম্যাচে আবির্ভাবেই গতির ঝড় তুলে যান। ১৫৫ কিমি গতিতে চলতি সংস্করণের সর্বোচ্চ গতির বল করেন। প্ৰথম ম্যাচেই ৩ উইকেট শিকার করে হৈচৈ ফেলে দেন তারকা। আরসিবি ম্যাচে আরও বিধ্বংসী মেজাজে ধরা দেন মায়াঙ্ক। ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েলদের কাছে এক্সপ্রেস পেসের কোনও জবাব-ই ছিল না।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mayank Yadav Fitness Secret: মায়াঙ্ক যাদব ফিটনেস

Mayank Yadav Vegetarian Diet: নিরামিষাশী মায়াঙ্ক যাদব ঝড় তুলেছেন গতিতে (ছবি সৌজন্যে- ছবি সৌজন্যে: আইপিএল, বিসিসিআই)।

Mayank Yadav fitness: প্রথম দুই ম্যাচে গতিতে আগুন লাগিয়ে দিয়েছিলেন। ব্যাটারদের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন মায়াঙ্ক যাদব। তবে রবিবার গুজরাট ম্যাচে দেখা গেল অন্য চিত্র। মাত্র এক ওভার বল করে মাঠ ছাড়লেন। বল করলেন ১৪০ এবং তার-ও কম গতিতে।

Advertisment

পাঞ্জাব ম্যাচে আবির্ভাবেই গতির ঝড় তুলে যান। ১৫৫ কিমি গতিতে চলতি সংস্করণের সর্বোচ্চ গতির বল করেন। প্ৰথম ম্যাচেই ৩ উইকেট শিকার করে হৈচৈ ফেলে দেন তারকা। আরসিবি ম্যাচে আরও বিধ্বংসী মেজাজে ধরা দেন মায়াঙ্ক। ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েলদের কাছে এক্সপ্রেস পেসের কোনও জবাব-ই ছিল না। আরসিবি ম্যাচেও ৩ উইকেট দখল করে কোহলিদের জয়ের স্বপ্ন দুমড়ে মুচড়ে দেন।

লখনৌ ম্যাচে গতির সেই তেজ বজায় থাকে কিনা, সেটা ছিল দেখার। তবে গিলের দলের সামনে মায়াঙ্ক সেই ঝড়-ই তুলতে পারলেন না। শুভমান গিল, সাই সুদর্শনদের বিপক্ষে মায়াঙ্ক-এর সর্বোচ্চ গতি উঠল মাত্র ১৪০.৯ কিমি। যা তাঁর সর্বোচ্চ গতি থেকে অনেক কম!

শুধু তাইই নয়, মায়াঙ্ক নিজের সেরা ফর্মের আশেপাশেও ছিলেন না। গুজরাট ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসেছিলেন। সেই ওভারেই সাই সুদর্শন জোড়া বাউন্ডারি হাঁকান। শুভমান গিল-ও তাঁর বল বাউন্ডারি লাইনের বাইরে পাঠান।

এরপরে আর বোলিংয়ে আসেননি তিনি। ফিল্ডিং করার সময় আচমকা উঠে যান তারকা। লখনৌ পরিবর্ত ফিল্ডার ব্যবহার করতে বাধ্য হয়। শ্রীবৎস গোস্বামী সর্বপ্রথম মায়াঙ্কের মাঠ ছেড়ে নিঃসারে বেরিয়ে যাওয়া লক্ষ্য করেন। তাঁর চোট লাগার বিষয়েও সংশয় প্রকাশ করেন শ্রীবৎস গোস্বামী।

IPL LSG Lucknow Super Giants Gujarat Titans IPL 2024
Advertisment