Advertisment

LSG vs KKR, IPL 2024 Highlights: উত্তরপ্রদেশের মাটিতে কলকাতার জয়, লখনউকে ৯৮ রানে হারাল নাইটরা

Lucknow Super Giants vs Kolkata Knight Riders Full Match Report: ২০ ওভারে ৬ উইকেটে কেকেআরের ইনিংস শেষ হয়েছিল ২৩৫ রানে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Lucknow Super Giants vs Kolkata Knight Riders Full Match Report, LSG vs KKR Match Highlights, Indian Premier League 2024

Lucknow Super Giants vs Kolkata Knight Riders IPL 54th Match Highlights: এলএসজি, কেকেআর, আইপিএল : লখনউ সুপার জায়ান্টস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচের একটি মুহূর্ত। (ছবি- আইপিএল ওয়েবসাইট)

Lucknow Super Giants vs Kolkata Knight Riders IPL 54th Match Highlights: উত্তরপ্রদেশের মাটিতে লখনউকে বিরাট ব্যবধানে হারাল কেকেআর। একনা স্টেডিয়ামে জয়ী হল ৯৮ রানে। বরুণ চক্রবর্তী নিয়েছেন তিন উইকেট।

Advertisment

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি লখনউয়ের। অধিনায়ক কেএল রাহুল ২১ বলে ২৫ রান করেন। মার্কাস স্তোইনিস ২১ বলে ৩৬ রান করেন। কিন্তু, আরসিন কুলকার্নি ৭ বলে ৯ রান করেন। দীপক হুডা ৩ বলে মাত্র ৫ রান করেন। নিকোলাস পুরান ৮ বলে ১০ রান করেন। আয়ুশ বাদোনি ১২ বলে ১৫ রান করেন। অ্যাস্টন টার্নার ৯ বলে ১৬ রান করেন। যার জেরে ১৪ ওভারে সাত উইকেটে লখনউয়ের রান দাঁড়ায় ১২৭। কেকেআরের সুনীল নারিন ৪ ওভারে ২২ রান দিয়ে ১ উইকেট নেন। কুনাল পান্ডিয়া ৬ বলে ৫ রান করে আউট হয়ে যাওয়ায় লখনউয়ের রান দাঁড়ায় ৮ উইকেটে ১২৯। যুধবীর সিং ৭ বলে ৭ রান করে আউট হয়ে যান। লখনউয়ের রান দাঁড়ায় ১৬ ওভারে ৯ উইকেটে ১৩৭। রবি বিষ্ণোই ৩ বলে ২ রান করে আউট হয়ে যান। ১৬.১ ওভারে ১০ উইকেটে লখনউয়ের রান দাঁড়ায় ১৬.১ ওভারে ১০ উইকেটে ১৩৭।

LSG vs KKR IPL 54th Match Report 2024: এর আগে লখনউয়ের ভারতরত্ন শ্রী অটলবিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্টস। কলকাতার হয়ে ওপেন করতে নেমে সুনীল নারিন ও ফিল সল্ট ৩.৬ ওভারেই ৫০ রান অতিক্রম করেন। ১৪ বলে ৩২ রান করে ৪.২ ওভারে নবীন উল হকের বলে উইকেটকিপার কেএল রাহুলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান সল্ট। ২৭ বলে হাফসেঞ্চুরি করেন সুনীল নারিন। ৬টি চার এবং ৭টি ছয়ের সাহায্যে ৩৯ বলে ৮১ রান করে ১১.৬ ওভারে ফিরে যান সুনীল নারিন।

আরও পড়ুন- হিমাচলের স্টেডিয়ামে পঞ্জাব বধ, পিবিকেএসকে ২৮ রানে হারাল চেন্নাই

৩টি চার এবং ১টি ৬ সহযোগে ২৬ বলে ৩২ রান করে যুধবীর সিংয়ের বলে কেএল রাহুলের হাতে ধরা পড়েন আঙ্কৃশ রঘুবংশী। ১টি চার এবং ১টি ছয় সহযোগে ৮ বলে ১২ রান করে নবীন উল হকের বলে আউট হন আন্দ্রে রাসেল। ১১ বলে ১৬ রান করে নবীন-উল-হকের বলে মার্কাস স্টোইনিসের হাতে ধরা পড়েন রিংকু সিং। শ্রেয়স আইয়ার ১৫ বলে ২৩ রান করে আউট হন। রমনদীপ সিং, ৩টি ছয় এবং ১টি চার সহযোগে ৬ বলে ২৫ রান করে অপরাজিত থেকে যান। বেঙ্কটেশ আইয়ারও ১ বলে ১ রান করে অপরাজিত থেকে যান। শেষ পর্যন্ত, ওয়াইড বা অতিরিক্ত ১৩ রানের সুবাদে ২০ ওভারে ৬ উইকেটে কেকেআরের ইনিংস শেষ হয় ২৩৫ রানে।

KKR Kolkata Knight Riders kolkata IPL Lucknow Lucknow Super Giants LSG IPL 2024
Advertisment