Advertisment

Glenn Maxwell slammed: ওঁর কোনও হেলদোলই নেই, টাকা ঠিক-ই ঢুকে যাবে ব্যাঙ্কে! ম্যাক্সওয়েলকে ছিঁড়েখুঁড়ে আক্রমণ বাংলার মন্ত্রীর

Royal Challengers Bengaluru vs Rajasthan Royals eliminator: জাতীয় দলের হয়ে খেলার জন্য উইল জ্যাকস আইপিএল ছাড়ার পরেই ম্যাক্সওয়েল প্লে অফে সুযোগ পান। বুধবার মোক্ষম সুযোগ ছিল অজির। বড় মঞ্চে জ্বলে উঠে আগের ব্যর্থতার জবাব দিতে পারতেন তিনি। দলকে ফিনিশিং টাচ দিয়ে ভালো স্কোরে পোঁছে দেওয়ার সুযোগ ছিল তাঁর কাছে। তবে ম্যাক্সওয়েল প্ৰথম বলেই আউট হয়ে যান।

author-image
IE Bangla Sports Desk
New Update
Maxwell

বেঙ্গালুরু: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) 2024 ক্রিকেট ম্যাচ চলাকালীন বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে, 18 মে, 2024, শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের মধ্যে একটি শট খেলছেন। (পিটিআই ছবি/শৈলেন্দ্র) ভোজক)

Manoj Tiwary on Glenn Maxwell: আইপিএলের সময়টা মোটেই ভালো কাটেনি গ্লেন ম্যাক্সওয়েলের। চলতি আইপিএলে ম্যাক্সওয়েল করেছেন ৫২ রান। গড় ৫.৭৮। অস্ট্রেলিয়া তারকা ফর্মে না থাকায় আরসিবি ব্যাটিংয়ের মিডল অর্ডার একদম ভঙ্গুর অবস্থায় ধরা পড়েছিল। শেষ পর্যন্ত তাঁর জায়গায় ইংল্যান্ডের উইল জ্যাকসকে নামাতে বাধ্য হয় আরসিবি।

Advertisment

তবে জাতীয় দলের হয়ে খেলার জন্য উইল জ্যাকস আইপিএল ছাড়ার পরেই ম্যাক্সওয়েল প্লে অফে সুযোগ পান। বুধবার মোক্ষম সুযোগ ছিল অজির। বড় মঞ্চে জ্বলে উঠে আগের ব্যর্থতার জবাব দিতে পারতেন তিনি। দলকে ফিনিশিং টাচ দিয়ে ভালো স্কোরে পোঁছে দেওয়ার সুযোগ ছিল তাঁর কাছে। তবে ম্যাক্সওয়েল প্ৰথম বলেই আউট হয়ে যান।

তবে আউট হওয়া নয়, তাঁর আউটের ধরণ দেখেই বিশেষজ্ঞরা সমালোচনা শুরু করেছেন। কেভিন পিটারসেন কমেন্ট্রি করার সময়ে বলেই দেন, "গ্লেন ম্যাক্সওয়েল এটা কী খেলল?"

ক্যামেরন গ্রিন ফেরার পর আরসিবি ৯৭/৩ হয়ে যায়। তারপর ম্যাক্সওয়েল প্ৰথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে লং অনে ধ্রুব জুরেলের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। দলকে আরও বিপদে ফেলে দিয়ে। কেপিকে সেই সময় সোজাসুজি বলতে শোনা যায়, "এটা বড় ম্যাচ। দলের রথী-মহারথীরা এই ম্যাচে পারফর্ম করবেন, এমন-ই প্রত্যাশা থাকে। নিজেকেও সুযোগ দিতে হয়। তবে ম্যাক্সওয়েল মোটেই সুবিধা করতে পারল না।" ইরফান পাঠান টুইটারে লিখে দেন, "ম্যাক্সওয়েল কী করছিল?"

আরও পড়ুন: ধোনির মত অবসরের ‘নাটক’ নেই, নিঃশব্দেই ক্রিকেট থেকে বিদায় টিম ইন্ডিয়ার সুপারস্টারের

বাংলার মনোজ তিওয়ারি আরও চাচাছোলা ভাষায় আক্রমণ করলেন গ্লেন ম্যাক্সওয়েলকে। সরাসরি ম্যাক্সওয়েলের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন তিনি। ক্রিকবাজ-কে তিনি বলে দিয়েছেন, "ম্যাক্সওয়েলের আন্তর্জাতিক ক্রিকেটে এত অভিজ্ঞতা রয়েছে। ও যখন ব্যাট করতে এসেছিল, তখন ক্রিজে টিকে থাকা জরুরি ছিল। অস্ট্রেলিয়ার হয়ে এত দারুণ খেলে ও। আইপিএল এলেই কী যেন হয়ে যায়। মনে হয় খেলার কোনও ইচ্ছাই নেই। খারাপ খেলে আউট হয়ে গেলেও কোনও দুঃখ নেই। ঠিক সময়ে ব্যাঙ্কে মোটা বেতন ঢুকে যাচ্ছে। তারপর আবার নাইট পার্টি করবে, একসঙ্গে হাসি ঠাট্টা করে ফটো তুলবে।"

ম্যাচে প্ৰথমে ব্যাট করে আরসিবি কোনওরকমে ১৭৩ তুলেছিল বিরাট কোহলি, রজত পাতিদার, মহিপাল লোমরোর ব্যাটে ভর করে। জবাবে ব্যাট করে রাজস্থান টানটান ম্যাচে জয় পায় এক ওভার হাতে নিয়ে। যশস্বী জয়সওয়াল ৪৫ করে দলের সর্বোচ্চ স্কোরার হন। রিয়ান পরাগ চাপের মুখে দারুণ ব্যাটিং করে যান। এছাড়াও শিমরণ হেটমায়ার এবং রভম্যান পাওয়েলের ক্যামিও দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

IPL Glenn Maxwell Royal Challengers Bangalore RCB IPL 2024
Advertisment