Advertisment

CSK: প্লে অফের আগেই দুঃসংবাদের ঝটকায় ছিন্নভিন্ন সিএসকে! হারার আগেই হেরে বসতে চলেছে ধোনির দল

CSK suffers injury blow: পঞ্জাবের সঙ্গে ম্যাচের মধ্যেই পাথিরানার ব্যাপারে এই বিবৃতি প্রকাশ করেছে চেন্নাই।

author-image
IE Bangla Sports Desk
New Update
CSK, Chennai Super Kings

CSK-Chennai Super Kings: চোটের জন্য, দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে বেশকিছু রদবদল হতে পারে। (ছবি- আইপিএল ওয়েবসাইট)

Chennai Super Kings in IPL 2024: চোটের কারণে মাথিশা পাথিরানা শ্রীলঙ্কায় ফিরে যাওয়ার কারণে বড় ধাক্কা খেল সিএসকে। পাথিরানার হ্যামস্ট্রিংয়ে চোট আছে। সেই কারণে তিনি শ্রীলঙ্কায় ফিরেছেন। ডানহাতি পেসার এবারের আইপিএলে ছ'টি ম্যাচে ৭.৬৮ ইকোনমি রেটে ১৩টি উইকেট নিয়েছেন। তার মধ্যেই বাংলাদেশে ফিরে গিয়েছেন মুস্তাফিজুর। দীপক চাহার ইনজুরিতে ভুগছেন। তার মধ্যেই আবার পাথিরানার চোট। ফলে, বড় সমস্যায় পড়েছে চেন্নাই।

Advertisment

পাথিরানার চোট নিয়ে দক্ষিণের দল একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে তাঁর দ্রুত সুস্থতার কামনা করা হয়েছে। পঞ্জাবের সঙ্গে ম্যাচের মধ্যেই পাথিরানার ব্যাপারে এই বিবৃতি প্রকাশ করেছে চেন্নাই। পঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচের আগে চেন্নাই ছিল এবারের আইপিএল তালিকায় পঞ্চম স্থানে। পাঁচ ম্যাচে জয়ের পাশাপাশি তারা পাঁচ ম্যাচে হেরেছে।

পাথিরানা হলেন তৃতীয় শ্রীলঙ্কান বোলার, যিনি আইপিএল ২০২৪-এ ইনজুরির সমস্যায় পড়লেন। এর আগে বাঁ-হাতি দিলশান মাদুশঙ্কা, যাঁর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক হওয়ার কথা ছিল, তিনি পুরো আইপিএল মরশুমে বাদ পড়েছেন। আইপিএল শুরুর আগে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মাদুশঙ্কা।

আরও পড়ুন- হিমাচলের স্টেডিয়ামে পঞ্জাব বধ, পিবিকেএসকে ২৮ রানে হারাল চেন্নাই

লেগ-স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গা বাম পায়ের গোড়ালিতে দীর্ঘস্থায়ী ব্যথার জন্য আইপিএল ২০২৪ এড়িয়ে যেতে বাধ্য হয়েছেন। এই পরিস্থিতিতে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে বেশকিছু রদবদল হতে পারে। চোট-আঘাতের কারণে বাধ্য হয়ে এই রদবদল করতে হবে বলেই মনে করছেন শ্রীলঙ্কা বোর্ডের কর্তারা। আপাতত ১৫ জনের স্কোয়াডের একটা তালিকা আইসিসিকে জমা দেওয়া হয়েছে। কিন্তু, তাতে রদবদলের জন্য সময় সব দলকেই আইসিসি দিয়েছে। আগামী মাস, জুনেই শুরু হবে টি-২০ বিশ্বকাপ। এবার যৌথভাবে বিশ্বকাপ আয়োজিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে।

IPL Sri Lanka CSK Chennai Super Kings IPL 2024
Advertisment