Mayank Yadav, IPL 2024: গতির ঝড় নিয়ে আইপিএলে নজর কেড়েছিলেন। আচমকা গতির জাদুতে বশ করেছিলেন গোটা ক্রিকেটবিশ্বকেই। তবে আচমকা যেমন এসেছিলেন। যেমন আড়ালেই চলে গিয়েছেন অনেকটা। লখনৌ সুপার জায়ান্টস পেসার মায়াঙ্ক যাদব চোট নিয়ে রীতিমত ছন্নছাড়া। একের পর এক ম্যাচ মিস করেছেন। লিগের শেষ ল্যাপে বাকি ম্যাচগুলোও সম্ভবত মিস করতে চলেছেন তিনি। আইপিএল প্রত্যাবর্তন করেছিলেন মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে। সেই ম্যাচেই ফের তলপেশিতে আবার চোটের শিকার হন তারকা।
এই নিয়ে তারকা এই পেস সেনসেশন চার সপ্তাহের ব্যবধানে দু-দুবার ইনজুরির কবলে পড়লেন। অনেকেই মায়াঙ্ককে বিশ্বকাপগামী ভারতীয় দলে দেখতে চেয়েছিলেন। তবে চমক দেননি নির্বাচকরা। মায়াঙ্ককে রাখা হয়নি বিশ্বকাপগামী স্কোয়াডে।
বদলে লখনৌ-হ্যারিকেনকে বিসিসিআইয়ের তরফে অন্যরকমভাবে পুরস্কৃত করা হতে চলেছে। জাতীয় স্তরের অন্যান্য প্রতিভাবান পেসার উমরান মালিক, বিদ্বথ কাভেরাপ্পা, বৈশখ বিজয়কুমার, ইয়াশ দয়াল, আকাশদীপদের সঙ্গে মায়াঙ্ককে চুক্তির আওতায় আনতে চলেছে বিসিসিআই।
এই চুক্তির অংশ হিসাবে মায়াঙ্ক-এর ফিটনেস সংক্রান্ত বিষয়ে কড়া নজরদারি করবে এনসিএ-র ক্রীড়া বিজ্ঞান এবং চিকিৎসা বিভাগ। লখনৌ সুপার জায়ান্টস সেট আপ থেকে বেরিয়ে যাওয়ার পর মায়াঙ্ক-এর ফিটনেস, ইনজুরি সংক্রান্ত সমস্ত বিষয়েই দেখভাল করবে এনসিএ-র সংশ্লিস্ট বিভাগ।
বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে জানিয়েছেন, "মায়াঙ্কের গ্রেড-১ টিয়ার রয়েছে। ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। তবে লখনৌ যদি প্লে অফে কোয়ালিফাই করে, মায়াঙ্ক হয়ত নকআউট পর্বে ম্যাচ খেলতে পারবে। তবে এটা পুরোটাই আশার কথা। এই মুহূর্তে ও হয়ত আইপিএলের বাকি ম্যাচে খেলতে পারবে না।"
আইপিএলে আবির্ভাবের পর দুই ম্যাচ জুড়েই গতির ঝড়ে নাস্তানাবুদ করেছিলেন প্রতিপক্ষ দলকে। ১৫৫ কিমি গতিতে টানা বোলিং করে ধস নামিয়ে দেন। তবে তৃতীয় ম্যাচে চোটের শিকার হয়ে চার সপ্তাহের জন্য বাইরে চলে যান। তারপর গত মঙ্গলবার-ই ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে মুম্বই ম্যাচে নামেন। সেই ম্যাচেই পুনরায় চোটের কবলে পড়েন। ফিট থাকলে হয়ত বিশ্বকাপ দলেও বিবেচনার অবকাশ থাকত। তবে বোর্ডের এক কর্তা জানাচ্ছেন, মায়াঙ্ককে বোর্ড চুক্তির নিয়ন্ত্রণে আনতে চলেছে।
"বোর্ডের পেস বোলিং কন্ট্র্যাক্ট-এ চলে।এলে মায়াঙ্ক-এর উন্নতি মনিটর করা হবে। তারপর জাতীয় নির্বাচকরা ধীরে ধীরে জাতীয় দলের সঙ্গে ওঁকে যুক্ত করবে, যাতে ও ফিটনেসের সর্বোচ্চ স্তরে থাকতে পারে।" জানিয়েছেন সেই ব্যক্তি।