Advertisment

Mayank Yadav Vegetarian: ডায়েটে নেই মাছ-মাংস! নিরামিষ ডাল-পনিরেই ব্যাটারদের চোখে সর্ষেফুল দেখাচ্ছেন মায়াঙ্ক

Mayank Yadav Fitness: মায়াঙ্কের এই অসাধারণ পারফরম্যান্সের রহস্য কী? ইতিমধ্যে এনিয়ে প্রশ্ন তুলেছেন কৌতূহলীরা। আর, সেই রহস্যের পরদা তুলেছেন মায়াঙ্কের মা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mayank Yadav Fitness Secret: মায়াঙ্ক যাদব ফিটনেস

Mayank Yadav Vegetarian Diet: নিরামিষাশী মায়াঙ্ক যাদব ঝড় তুলেছেন গতিতে (ছবি সৌজন্যে- ছবি সৌজন্যে: আইপিএল, বিসিসিআই)।

LSG Fastest Bowler Mayank Yadav: লখনও সুপার জায়ান্টস (এলএসজি) পেসার মায়াঙ্ক যাদব এবারের আইপিএলের অন্যতম বড় আবিষ্কার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘণ্টায় ১৫০ কিলোমিটারেরও বেশি গতিতে বল ছোটাচ্ছেন মায়াঙ্ক। তাঁর এই দুর্ধর্ষ বোলিংয়ের জেরে লখনওয়ের ফ্র্যাঞ্চাইজি এবারের আইপিএলে ভালো জায়গায় আছে।

Advertisment

মায়াঙ্কের এই অসাধারণ পারফরম্যান্সের রহস্য কী? ইতিমধ্যে এনিয়ে প্রশ্ন তুলেছেন কৌতূহলীরা। আর, সেই রহস্যের পরদা তুলেছেন মায়াঙ্কের মা। তাঁর কাছে ছেলের এক্সপ্রেস গতির রহস্য জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে, মায়াঙ্কের মা জানিয়েছেন যে তাঁর ছেলে গত কয়েক বছর ধরেই নিরামিষাশী। তিনি বলেন, 'আগে নন ভেজ খেত। এখন ভেজ খায়।'

ছেলের সাফল্যে খুশিতে তাঁর প্রাণ ভরে উঠেছে। সেই খুশি গোপন না-করে মায়াঙ্কের মা বলেন, 'মায়াঙ্ক সবেমাত্র নিরামিষাশী হয়ে উঠেছে। আগে ও আমিষ খেত। গত দু'বছর ধরে নিরামিষ খাচ্ছে। ডায়েট চার্ট দেখে আমাদের যা বানাতে বলছে, বানিয়ে দিচ্ছি। বিশেষ কিছু খায় না। ওই ডাল, রুটি, ভাত, দুধ, সবজি- এই সব।'

তবে, ছেলে হঠাৎ কেন ভেজিটারিয়ান হয়ে গেল, তা সঠিকভাবে জানেন না বলেই জানিয়েছেন এই পেসারের মা। তবে তাঁর আন্দাজ, মায়াঙ্ক কৃষ্ণভক্ত। সেই জন্যই সম্ভবত তিনি নিরামিষাশী হয়ে উঠেছেন। আর, দ্বিতীয় যে কারণটা এর পিছনে বলে তাঁর ধারণা, তা হল মায়াঙ্কের ডায়েট মানা। যে ডায়েট অনুযায়ী আমিষ খাওয়া তাঁর উচিত নয় বলেই মনে করছেন মায়াঙ্ক।

এই ব্যাপারে মায়াঙ্কের মা বলেন, 'মায়াঙ্ক বলছিল, নন-ভেজ খাবার ও শরীরে নিতে পারছে না। তাছাড়া ও ভগবান কৃষ্ণের প্রতি বিশ্বাসী হয়ে পড়েছে। এটাও ওর নন-ভেজ খাবার খাওয়ার একটা কারণ হতে পারে। আমরা ওকে বাধা দিইনি। ও নিজেই আমিষ ছেড়ে দিয়েছে। বলছিল, খেলতে হয়। সেজন আমিষ খাওয়াটা ওর উচিত না।'

আরও পড়ুন- কোহলিদের তুচ্ছ তাচ্ছিল্য করে ভয়ানক ‘বার্তা’ নারিনের! বিতর্কের গনগনে আগুন জ্বালিয়েই দিলেন নাইট সুপারস্টার

এখনও আইপিএলের অনেক ম্যাচ বাকি। ছেলে আগামিদিনে আরও ভালো খেলবে। পারফরম্যান্সের ভিত্তিতে ছেলের গায়ে জাতীয় দলের জার্সি উঠবে। এই আশাতেই এখন বুক বাঁধছেন লখনউ সুপার জায়ান্টসের তারকার এই অভিভাবিকা। তাঁর সেই আশার অবশ্য কারণ আছে। কারণ, ইতিমধ্যেই মায়াঙ্ককে জাতীয় দলে নেওয়ার দাবি উঠেছে। অনেকে তো আবার আগামী টি২০ বিশ্বকাপেই এলএসজি পেসারের অভিষেক চাইছেন।

IPL LSG IPL 2024 Lucknow Super Giants
Advertisment