Hardik Pandya's dismal performance against Chennai Super Kings: চারিদিকে সমালোচনার ঝড়। সমর্থকরা তো বটেই বিশেষজ্ঞরাও চড়া আক্রমণে ধুইয়ে দিচ্ছেন। তবে হার্দিক পান্ডিয়ার পাশেই দাঁড়ালেন মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটিং কোচ কায়রণ পোলার্ড। বলে দিলেন, ভারতের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক। খুব শীঘ্রই সমর্থকরা প্রশংসায় ভাসিয়ে দেবেন তারকাকে।
ওয়াংখেড়েতে সিএসকের কাছে মুম্বইয়ের ২০ রানে হারের পর পোলার্ড বলে দিয়েছেন, "জানি না এতে ওঁর আত্মবিশ্বাস চিড় খাবে কিনা। তবে ও নিজে কিন্তু বেশ আত্মবিশ্বাসে ভরপুর। দলের সকলের সঙ্গেই ওঁর সম্পর্ক ভালো।"
বোলার হার্দিক পান্ডিয়া হতাশ করেছেন মুম্বই সমর্থকদের। শেষ ওভারে ধোনি মাত্র ৪ বল খেলার সুযোগ পেয়েছিলেন। এর মধ্যেই হার্দিককে ছক্কার হ্যাটট্রিকে ভরিয়ে দেন মাহি। ধোনি শেষ পর্যন্ত ৪ বলে ২০ রানে অপরাজিত থাকেন। পোলার্ড হার্দিকের পাশে থাকার বার্তা দিয়ে বলে দিয়েছেন, "ক্রিকেটে ভালো-মন্দ দিন আসতেই পারে। আমি একজনকে দেখছি যে কঠোর পরিশ্রম করে চলেছে নিজেকে প্রমাণের জন্য, স্কিল উন্নত করার জন্য।"
চলতি টুর্নামেন্টে বিশ্রী পারফরম্যান্স-এর জন্য যেভাবে হার্দিককে সমালোচিত হতে হচ্ছে, সেইজন্যও ক্রিকেট বিশেষজ্ঞ এবং সমর্থকদের একহাত নিয়েছেন পোলার্ড। জানাচ্ছেন, "যেভাবে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে, তাতে আমি রীতিমত হতাশ। দিনের শেষে ক্রিকেট আদতে টিম গেম। আর ও ছয় সপ্তাহেরও কম সময়ে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছে। আমরা সকলেই ওঁর হয়ে গলা ফাটাতে চলেছি। আমরা নিশ্চিত ও দারুণ করবে।"
"তাই ওঁকে উৎসাহ দেওয়ার এটাই সেরা সময়। ভারতের অন্যতম শ্রেষ্ঠ অলরাউন্ডার ও। তাই ওঁকে এই মুহূর্তে সমালোচনায় আহত না করে ওঁর থেকে কীভাবে সেরাটা বের করে আনা যায়, সেদিকে দেখতে হবে। ও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং- সমস্ত কিছুই করতে পারে। ওঁর মধ্যে একটা এক্স ফ্যাক্টর-ও রয়েছে। আমি ভালোই জানি, ও যখন নিজের সেরা ছন্দে খেলবে, সেই সময় আমি স্রেফ বসে ওঁর প্রশংসায় মাতব।"
মুম্বইয়ের অধিনায়ক হওয়ার পর কোনওকিছুই যেন ঠিকঠাক চলছে না। ছয় ম্যাচে হার্দিক করেছেন মাত্র ১৩১ রান, স্ট্রাইক রেট ১৪৫.৫৬। মাত্র তিনটি উইকেট নিয়েছেন। ইকোনমি ১২।
হার্দিককে নিয়ে পোলার্ডের আরও সংযোজন, "ব্যক্তি হিসেবে আমাদের উন্নত করার প্রয়াস চালিয়ে যেতে হবে। যৌবনে আমাদের উদ্দীপনা বেশি থাকে। নির্দিষ্টভাবে আমরা কাজ করে থাকি। বয়স বাড়ার সঙ্গেসঙ্গে দায়িত্বশীল হতে হয়।"
"আমি যা দেখছি, তাতে হার্দিক নিজেকে উন্নত করে চলেছে প্রতিনিয়ত। ব্যক্তি হিসেবে আমাদের নির্দিষ্ট কিছু প্রত্যাশা থাকে। তবে ক্রিকেটাররা ভুল করবেই। আমরা সকলেই করে থাকি। কঠোর পরিশ্রম করলে ফলাফল মিলবেই। তাই সময় এলে আমরা সকলেই ওঁর প্রশংসায় মাতব।"