/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/dhoni-hardik.jpg)
Dhoni hattrick of sixes: হার্দিকের শেষ ওভারে ছক্কার ঝড় ধোনির (আইপিএল এবং টুইটার)
MS Dhoni sixes in last over: আবার-ও একবার সময় ঘড়িকে পিছনে ঠেলে দিলেন মহেন্দ্র সিং ধোনি। রবিবার রাতে ওয়াংখেড়েতে মায়াবি ক্ষণ হাজির করলেন মহাতারকা। দিল্লি ক্যাপিটালস ম্যাচে ঝড় তোলা ৩৭ রান ছিল হেরে যাওয়া ম্যাচে। মুম্বই ম্যাচে কিন্তু ধোনির ব্যাট ঝলসে উঠে ফারাক গড়ে দিল অনেকটা।
শেষ ওভারে ছক্কার হ্যাটট্রিকে ধোনি সিএসকের স্কোর ২০০ পার করিয়ে দিলেন। শেষ ওভারে বোলিং করছিলেন হার্দিক পান্ডিয়া। সেই ওভারে শেষ চার বল-ই মোকাবিলা করেন মাহি। এর মধ্যে তিনটি বলেই ছক্কা হাঁকান তিনি।
শেষ ওভারে ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার এরকম বোলিং দেখে কমেন্ট্রি করার সময়েই রেগে গেলেন সুনীল গাভাসকার। স্টার স্পোর্টস-এ ধারাভাষ্য করার সময় ক্ষিপ্ত গাভাসকার বলে দেন, "দীর্ঘদিন পর সম্ভবত এরকম জঘন্য জঘন্য বোলিং দেখলাম। দেখে মনে হচ্ছে হিরোর কাছে নতজানু হয়ে পড়েছে। ধোনি যে ধরণের ডেলিভারিতে ছক্কা হাঁকানো পছন্দ করে, সেটাই করে যাওয়া হল। একটা ছয় ঠিক আছে। পরে আবার একটা লেন্থ বল করল। এমনকি পরের বলটাও লেন্থ বল। যখন ধোনি লেন্থ বলের জন্য সাগ্রহে অপেক্ষা করে রয়েছে, ওঁকে সেই বল-ই ফেলা হল! তৃতীয় বলটা লেগ স্ট্যাম্পে ফুলটস। ধোনি সেটাই চাইছিল। একদমই সাধারণ বোলিং। ভীষণ সাধারণ ক্যাপ্টেন্সিও।"
DO NOT MISS
MSD 🤝 Hat-trick of Sixes 🤝 Wankhede going berserk
Sit back & enjoy the LEGEND spreading joy & beyond 💛 😍
Watch the match LIVE on @JioCinema and @StarSportsIndia 💻📱#TATAIPL | #MIvCSK | @msdhoni | @ChennaiIPLpic.twitter.com/SuRErWrQTG— IndianPremierLeague (@IPL) April 14, 2024
যাইহোক, চলতি সিজনে ধোনি ছয় ম্যাচে ৫৯ রান করে ফেলেছেন। এর মধ্যে দুটো ইনিংসেই রয়েছে ৫৭ রান। কেকেআর ম্যাচে ধোনি পাঁচ নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন। ব্যাটিং অর্ডারে আরও ওপরে নামবেন কিনা, তা নিয়ে তারপর জল্পনা-ও শুরু হয়ে যায়।
তার আগে টসে জিতে মুম্বই ব্যাট করতে পাঠিয়েছিল সিএসকেকে। রচিন রবীন্দ্র এবং অজিঙ্কা রাহানের ওপেনিং জুটি সফল না হলেও শিবম দুবে এবং রুতুরাজ গায়কোয়াড দুর্দান্ত হাফসেঞ্চুরি করে সিএসকেকে দুশোর গন্ডি পার করতে সাহায্য করেন। শেষদিকে সিএসকে ইনিংসে রয়ে গেল ধোনি-ঝড়। জবাবে ব্যাট করতে নেমে মুম্বইকে লড়াইয়ে রাখেন রোহিত শর্মা এবং তিলক ভার্মা। তবে চেন্নাইয়ের টাইট বোলিংয়ের সামনে মিডল ওভারে খাপ খুলতে পারেননি হার্দিক পান্ডিয়ারা। শেষমেশ রোহিত ৬১ বলে শতরান করলেও ২০ রানে হারতে হয় মুম্বইকে।