Advertisment

IPL expensive over: ৪ ৬ ৬ ৬ ৪ ৬! ১ ওভারেই এল ৩২ রান! শেফার্ডের ব্যাটে ধুয়েমুছে IPL-এর সেরা ওভার, দেখুন VIDEO

IPL 2024 most expensive over by anrich nortje: মুম্বই ইনিংস ঢিমেতালে চলছিল। হার্দিক পান্ডিয়া ওয়ানডে সুলভ মেজাজে ৩৩ বলে কোনওরকমে ৩৯ করে আউট হয়ে যান। তবে এরপরেই শেষ দু-ওভারে যে ঝড় উঠল, তা কস্মিনকালেও আঁচ করতে পারেনি দিল্লি। হার্দিক আউট হওয়ার সময় দিল্লি ১৮১/৫ ছিল। বাকি ১৩ বলে রোমারিও শেফার্ড টিম ডেভিডের সঙ্গে পার্টনারশিপে ৫৩ রান যোগ করে যান।

author-image
IE Bangla Sports Desk
New Update
mi vs dc, ipl 2024 most expensive spell, anrich nortje, romario shepherd

Nortje-romario shepherd: ব্যাট হাতে তান্ডব শেফার্ড-এর (টুইটার এবং আইপিএল)

Mumbai Indians vs Delhi Capitals: তান্ডব চলল ওয়াংখেড়েতে। সেই তান্ডবের মুখে লজ্জাজনক কীর্তি করে বসলেন দিল্লি ক্যাপিটালস-এর আনরিখ নকিয়া। শেষ ওভারে চারটে বাউন্ডারি, দুটো ওভার বাউন্ডারি হজম করে বসলেন প্রোটিয়াজ পেস সেনসেশন। আর সেই ঝড়ে নাম লেখা থাকল রোমারিও শেফার্ড-এর। ক্যারিবিয়ান ক্যালিপ্স-এর ঝলক দেখিয়ে মাত্র ১০ বলে ৩৯ রানের বিস্ফোরক ইনিংস উপহার দিয়ে গেলেন তারকা। শেফার্ড ঝড়ের ব্যাটে ভর করেই মুম্বই শেষ পর্যন্ত ২৩৪ রানের পাহাড় খাড়া করল স্কোরবোর্ডে।

Advertisment

মুম্বই ইনিংস ঢিমেতালে চলছিল। হার্দিক পান্ডিয়া ওয়ানডে সুলভ মেজাজে ৩৩ বলে কোনওরকমে ৩৯ করে আউট হয়ে যান। তবে এরপরেই শেষ দু-ওভারে যে ঝড় উঠল, তা কস্মিনকালেও আঁচ করতে পারেনি দিল্লি। হার্দিক আউট হওয়ার সময় দিল্লি ১৮১/৫ ছিল। বাকি ১৩ বলে রোমারিও শেফার্ড টিম ডেভিডের সঙ্গে পার্টনারশিপে ৫৩ রান যোগ করে যান।

সবমিলিয়ে নিজের বিস্ফোরক ইনিংসে শেফার্ড তিনটে বাউন্ডারি, চারটে ওভার বাউন্ডারি হাঁকান। অন্য প্রান্তে থাকা টিম ডেভিড-ও ধ্বংসাত্মক ইনিংস খেলে যান ২১ বলে ৪৫ রান করে।

২০ তম ওভারে চারটে বাউন্ডারি, দুটো ওভার বাউন্ডারি হজম করে শেফার্ড নকিয়ার ওভার থেকে তোলেন ৩২ রান। এটাই চলতি আইপিএলের সবথেকে খরুচে ওভার।

চলতি সিজনের সবথেকে খরুচে ওভারও শুধু নয়, রোমারিও শেফার্ড আইপিএলে গড়লেন অন্য এক কীর্তিও। নূন্যতম ১০ বল খেলা ব্যাটারদের মধ্যে সবথেকে বেশি স্ট্রাইক রেটে রান তোলার নজির আপাতত তাঁর দখলে। এর আগে এই কীর্তি ছিল কেকেআরের জার্সিতে খেলা প্যাট কামিন্স-এর। মুম্বইয়ের বিপক্ষেই কামিন্স ৩৭৩.৩৩ স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করেছিলেন ওয়াংখেড়েতে। তবে শেফার্ড-এর স্ট্রাইক রেট ছাপিয়ে গেল কামিন্স-কেও। রবিবার তিনি ব্যাট করলেন ৩৯০ স্ট্রাইক রেটে।

IPL Mumbai Indians IPL 2024 Delhi Capitals
Advertisment