Advertisment

Hardik Pandya booing: একবারের জন্যও মাঠে টিটকিরি শুনলেন না হার্দিক! ওয়াংখেড়ের আসল রহস্য ফাঁস দিল্লি ম্যাচের পরেই

18000 school kids attend Mumbai Indians vs Delhi Capitals match: হার্দিককে দেখে আর কেউ টোন-টিটকিরি কাটল না, কেন জানেন?

author-image
IE Bangla Sports Desk
New Update
Hardik Pandya, Pandya, হার্দিক পান্ডিয়া, আইপিএল, IPL

Hardik Pandya captaincy: হার্দিকের নেতৃত্ব প্রশ্নের মুখে পড়েছে। (টুইটার)

Mumbai Indians captain Hardik Pandya: আগের তিনটি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া আর দর্শকদের টিটকিরি প্রায় সমার্থক হয়ে গিয়েছিল। কিন্তু, রবিবার আইপিএলেই মুম্বই ইন্ডিয়ান্সের চতুর্থ ম্যাচে ঘটল অবাক করা কাণ্ড। একবারের জন্যও দর্শকদের টিটকিরি শুনতে হল না মুম্বই অধিনায়ককে।

Advertisment

বছর ২৯ এর পান্ডিয়া চলতি আইপিএলেই গুজরাট টাইটান্স ছেড়ে মুম্বইয়ের অধিনায়ক হয়েছেন। তাঁকে নিয়ে মুম্বই ভক্তদের রোষের শেষ নেই। কারণ, পান্ডিয়া যাঁকে সরিয়ে মু্ম্বইয়ের অধিনায়ক হয়েছেন তিনি রোহিত শর্মা। জাতীয় দলের অধিনায়ক এবং আইপিএলে মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের পারফরম্যান্স অনবদ্য। তাঁর নেতৃত্বে পাঁচবার আইপিএল জিতেছেন মুম্বই ফ্র্যাঞ্চাইজি।

তারপরও মুম্বই ছেড়ে গুজরাটে চলে যাওয়া হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে মুম্বই ইন্ডিয়ান্সে ফিরিয়েছে ফ্র্যাঞ্চাইজির মালিক অম্বানিরা। গুজরাটের দু'বছর নেতা থাকাকাকীন পান্ডিয়া প্রথমবার দলকে চ্যাম্পিয়ন করেছিলেন। দ্বিতীয়বার রানার্স। কিন্তু, মুম্বইয়ে ফিরে তিনি এবারের আইপিএলে এখনও সেভাবে কিছুই করে দেখাতে পারেননি। উলটে টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচে তাঁর দল হেরে বসে আছে।

স্বভাবতই মুম্বই সমর্থকদের যাবতীয় রোষ গিয়ে পড়েছে পান্ডিয়ার ওপর। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম, এমনকী দলের ঘরের মাঠ ওয়াংখেড়েতেও পান্ডিয়াকে দর্শকদের টিটকিরি শুনতে হয়েছে। এমনকী, সোশ্যাল মিডিয়াতেও তাঁকে কার্যত ছিঁড়ে খাচ্ছেন মুম্বই সমর্থকরা। কিন্তু, রবিবার দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। ওয়াংখেড়ের মাঠে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পান্ডিয়া তো টিটকিরি শুনলেনই না। উলটে, তাঁর নেতৃত্বাধীন দলের হয়ে গলা ফাটালেন সমর্থকরা।

এই উলটপুরাণের কারণ খুঁজতে গিয়ে অনেকে ভেবে বসেছিলেন সৌরভ গাঙ্গুলির আবেদনেই কি তাহলে কাজ হল? মুম্বই সমর্থকরা রাতারাতি শান্ত হয়ে গেলেন। গাঙ্গুলি দিল্লি ক্যাপিটালসের ক্রিকেট পরিচালক। তিনি দর্শকদের কাছে আবেদন করেছেন, পান্ডিয়াকে টিটকিরি না দিতে। এই ব্যাপারে গাঙ্গুলি বলেছেন, 'হার্দিকের কী দোষ? ফ্যাঞ্চাইজি ওঁকে ক্যাপ্টেন বানিয়েছে। এতে ওঁর কিছু করার নেই। এটা সবাইকে বুঝতে হবে।'

এর আগে সঞ্জয় মঞ্জরেকার, গত ১ এপ্রিল দর্শকদের কাছে পান্ডিয়াকে টিটকিরি না দেওয়ার অনুরোধ করেছিলেন। সেই দিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ ছিল। পান্ডিয়া টস করার সময়ে মঞ্জরেকার দর্শকদের কাছে ওই আবেদন জানিয়েছিলেন। কিন্তু, তাতে টিটকিরি থামার বদলে কয়েকগুণ বেড়ে যায়।

আরও পড়ুন- কোহলির জন্যই RCB ২০ রান কম করেছে! ‘মন্থর’ বিরাটকে ঝেড়েপুঁছে আক্রমণ এবার শেওয়াগেরও

রবিবার সেই ছবিটাই কীভাবে যেন বদলে গেল। পরে খোঁজ নিয়ে জানা যায়, ম্যাচে দর্শকাসনে ছিল ১৮ হাজার শিশু। এই শিশুদের নিয়ে এসেছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। সেই সব স্বেচ্ছাসেবী সংস্থাগুলো আবার অম্বানিদের রিলায়েন্স ফাউন্ডেশনের দানের ওপর নির্ভর করে চলে। ফলে, রবিবারটা দর্শকদের সমস্বরে টিটকিরির থেকে রক্ষা পেয়েই গেলেন মুম্বইয়ের এবছরের আইপিএল অধিনায়ক।

Mumbai Indians Hardik Pandya IPL Gujarat Titans IPL 2024
Advertisment