Advertisment

MI vs DC, IPL 2024 Highlights: শেফার্ড সাইক্লোনে হার্দিকের মুম্বইয়ে প্ৰথম জয়! স্টাবসের টর্নেডোতেও সীমানা পেরোল না পন্থের দিল্লি

Mumbai Indians vs Delhi Capitals Full Match Report, Romario Shepherd Tim David: বিশাল রান তাড়া করতে নেমে দিল্লি পাওয়ার প্লেতেও সবসময় পিছিয়ে ছিল। পাওয়ার প্লেতে ডেভিড ওয়ার্নারের উইকেট হারানোর পর পৃথ্বী শয়ের সঙ্গে বাংলার অভিষেক পোড়েল ৮৮ রানের পার্টনারশিপ গড়লেও আস্কিং রেট নিয়ন্ত্রণে থাকেনি দিল্লির।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mumbai Indians vs Delhi Capitals Full Match Report, MI vs DC Match Highlights, Indian Premier League 2024

Mumbai Indians vs Delhi Capitals IPL 20th Match Highlights: প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স (আইপিএল)

মুম্বই ইন্ডিয়ান্স: ২৩৪/৫
দিল্লি ক্যাপিটালস: ২০৫/৮

Advertisment

Mumbai Indians vs Delhi Capitals IPL 20th Match Highlights: এক ওভার। স্রেফ এক ওভার নির্ণায়ক হয়ে দাঁড়াল ওয়াংখেড়েতে। গোটা ম্যাচে দাপট দেখিয়ে স্রেফ এক ওভারের কারণে রবিবার দিল্লি ক্যাপিটালসকে মুম্বই ইন্ডিয়ান্স-এর বিপক্ষে পরাজিতদের তালিকায় নাম লেখাতে হল। ১৯ তম ওভার শেষে মুম্বইয়ের স্কোর ছিল ২০২। আর ইতিহাস গড়ে ফেলা নকিয়ার শেষ ওভার শেষে মুম্বই থেমেছিল ২৩৪-এ। জবাবে ব্যাট করতে নেমে প্রবল লড়াই চালিয়েও দিল্লি ক্যাপিটালস ২০৫-এর বেশি তুলতে পারল না।

বিশাল রান তাড়া করতে নেমে দিল্লি পাওয়ার প্লেতেও সবসময় পিছিয়ে ছিল। পাওয়ার প্লেতে ডেভিড ওয়ার্নারের উইকেট হারানোর পর পৃথ্বী শয়ের সঙ্গে বাংলার অভিষেক পোড়েল ৮৮ রানের পার্টনারশিপ গড়লেও আস্কিং রেট নিয়ন্ত্রণে থাকেনি দিল্লির।

MI vs DC IPL 20th Match Report 2024

পৃথ্বী নিজের ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রবিবার-ও ৪৪ বলে ৬৬ রানের ইনিংস খেললেন। ৩১ বলে ৪১ রানের কার্যকরী ইনিংস বেরোল অভিষেকের ব্যাটিং থেকেও। তবে দিল্লি যে শেষ পর্যন্ত ম্যাচে টিকে থাকল, তার নেপথ্যে ট্রিস্টান স্টাবস। প্রোটিয়াজ তরুণ ফের একবার ২৫ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস খেলে গেলেন ওয়াংখেড়েতে। তবে শেষ মেষ দিল্লি জয়ের সীমানা অবশ্য পেরোতে পারেনি।

আরও পড়ুন- IPL-এ ‘নিকৃষ্টতম’ পরিসংখ্যানে ‘টুকটুক’ কোহলি! শুভেচ্ছা জানিয়ে বিরাট বিতর্কে জড়ালেন পাকিস্তানের জুনেইদ

তার আগে মুম্বইয়ের বড় রানের মঞ্চ গড়ে দিয়েছিলেন ওপেনাররা। ঈশান কিষানকে সঙ্গে নিয়ে রোহিত শর্মা পাওয়ার প্লেতে ৭৫ তুলে দিয়েছিলেন। মাঝের ওভারে শিট আঙ্করের দায়িত্ব পালন করলেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। আর শেষদিকে ঝড় তুলে দেন টিম ডেভিড এবং রোমারিও শেফার্ড।

হার্দিক পান্ডিয়া ওয়ানডে সুলভ মেজাজে ৩৩ বলে কোনওরকমে ৩৯ করে আউট হয়ে যান। তবে এরপরেই শেষ দু-ওভারে যে ঝড় উঠল, তা কস্মিনকালেও আঁচ করতে পারেনি দিল্লি। হার্দিক আউট হওয়ার সময় দিল্লি ১৮১/৫ ছিল। বাকি ১৩ বলে রোমারিও শেফার্ড টিম ডেভিডের সঙ্গে পার্টনারশিপে ৫৩ রান যোগ করে যান।

নিজের বিস্ফোরক ইনিংসে শেফার্ড তিনটে বাউন্ডারি, চারটে ওভার বাউন্ডারি হাঁকান। অন্য প্রান্তে থাকা টিম ডেভিড-ও ধ্বংসাত্মক ইনিংস খেলে যান ২১ বলে ৪৫ রান করে।

২০ তম ওভারে চারটে বাউন্ডারি, দুটো ওভার বাউন্ডারি হজম করে শেফার্ড নকিয়ার ওভার থেকে তোলেন ৩২ রান। এটাই চলতি আইপিএলের সবথেকে খরুচে ওভার।

Mumbai Indians IPL Delhi Capitals IPL 2024
Advertisment