Advertisment

MI vs KKR, IPL 2024 Highlights: আইপিএল থেকে মুম্বইয়ের ছুটি করল দুরন্ত কেকেআর! বাদশার শহরে বাজিগরের মত জয় নাইট রাইডার্সের

Kolkata Knight Riders beat Mumbai Indians by 24 runs: ৫৭/৫ হয়ে যাওয়ার পর নাইটদের ত্রাতা হিসাবে আবির্ভাব ঘটে ইমপ্যাক্ট প্লেয়ার মনীশ পান্ডে এবং ভেঙ্কটেশ আইয়ার। দুজনে মিলে ষষ্ঠ উইকেটে ৮৩ রানের পার্টনারশিপ গড়ে যান। এই জুটিই শেষমেশ ফারাক হয়ে যায়। মনীশ পান্ডে আউট হওয়ার পর ডেথ ওভারে নাইটদের ব্যাটিংয়ে আবার-ও ধস নামে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mumbai Indians vs Kolkata Knight Riders Full Match Report, MI vs KKR Match Highlights, Indian Premier League 2024, এমআই, কেকেআর, আইপিএল

Mumbai Indians vs Kolkata Knight Riders IPL 51st Match Highlights: ওয়াংখেড়েতে বড় জয় কেকেআরের (আইপিএল ওয়েবসাইট)

কেকেআর: ১৬৯/১০
মুম্বই: ১৪৫/১০

Advertisment

Mumbai Indians vs Kolkata Knight Riders IPL 51st Match Highlights: মিচেল স্টার্কের ৪ উইকেট এবং বরুণ চক্রবর্তী, সুনীল নারিনের স্পিন ম্যাজিকে কেকেআর শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সকে ওয়াংখেড়েতে হারাল। নাইটদের ১৬৯ রানের জবাবে মুম্বই কোনওরকমে তুলল ১৪৫। হারাল ১০ উইকেট।

MI vs KKR IPL 51st Match Report 2024: ম্যাচে পিছন থেকে বাজিগরের মত জয় পেল কেকেআর। প্রথমে ব্যাট করতে নেমে নাইটদের পাওয়ার প্লেতে ধসিয়ে দিয়েছিলেন নুয়ান থুসারা। সুনীল নারিন, ফিল সল্ট, অঙ্গকৃশ রঘুবংশী মোটেই খাপ খুলতে পারেননি।ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার-ও লঙ্কান তারকার শিকার হয়ে ফেরেন। মাঝের ওভারে নাইটদের নাভিশ্বাস তুলে দিয়েছিলেন নমন ধীর এবং পীযুষ চাওলা। রিঙ্কুকে ফিরিয়ে দেন।

৫৭/৫ হয়ে যাওয়ার পর নাইটদের ত্রাতা হিসাবে আবির্ভাব ঘটে ইমপ্যাক্ট প্লেয়ার মনীশ পান্ডে এবং ভেঙ্কটেশ আইয়ার। দুজনে মিলে ষষ্ঠ উইকেটে ৮৩ রানের পার্টনারশিপ গড়ে যান। এই জুটিই শেষমেশ ফারাক হয়ে যায়। মনীশ পান্ডে আউট হওয়ার পর ডেথ ওভারে নাইটদের ব্যাটিংয়ে আবার-ও ধস নামে। পুরো ২০ ওভার ব্যাট করার আগেই অলআউট হয়ে যায় কেকেআর। তবে ততক্ষনে নাইটদের স্কোরবোর্ডে জমা হয়ে গিয়েছিল লড়াই করার মত পুঁজি- ১৬৯।

এই রান-ই শেষমেশ সফলভাবে ডিফেন্ড করে গেল কেকেআর। মিচেল স্টার্ক যথারীতি শুরুর দিকে খরুচে স্পেল উপহার দিয়ে গিয়েছিলেন। তবে পরে দারুণভাবে ফেরত আসেন। ঈশান কিষানকে স্বপ্নের ডেলিভারিতে আউট করেন। মাঝের ওভারে বরুণ চক্রবর্তী, সুনীল নারিন যথারীতি দমবন্ধ করার মত পরিস্থিতি তৈরি করেন। পাওয়ার প্লেতে দুজনেই একটি করে উইকেট দখল করেন। এরপরে বরুণ বেশ কয়েকটি উইকেট শিকার করে যান। ইনিংসের মাঝামাঝি পর্যন্ত মনে হয়েছিল কেকেআর-ই সুবিধাজনক জায়গায় রয়েছে। তবে সূর্যকুমার লড়াইয়ে রেখেছিলেন মুম্বইকে। এই সময়েই নাইটদের বোলিংয়ে ত্রাতা হন আন্দ্রে রাসেল। স্কাইকে (৩৫ বলে ৫^) মোক্ষম সময়ে ফিরিয়ে দেন। এরপরে ডেথ ওভারে স্টার্ক দুর্ধর্ষ স্পেল উপহার দিয়ে ইনিংসে চার উইকেট শিকার করা নিশ্চিত করেন। পরপর আউট করেন স্বদেশীয় টিম ডেভিড (২০ বলে ২৪), জেরাল্ড কোয়েটজে (৭ বলে ৮) এবং পীযুষ চাওলাকে (০)।

প্লে অফে ওঠার জন্য কেকেআর ম্যাচ-ই ছিল মুম্বইয়ের মাস্ট উইন। তবে সেই ম্যাচ হেরে এবারের মত টুর্নামেন্ট খতম মুম্বইয়ের।

Mumbai Indians KKR Kolkata Knight Riders IPL IPL 2024
Advertisment