/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/Marcus-Stoinis-Arjun-Tendulkar.jpg)
Marcus Stoinis-Arjun Tendulkar: এই সেই দৃশ্য। (ছবি- স্ক্রিনগ্যাব)
Marcus Stoinis and Arjun Tendulkar: ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমআই বনাম এলএসজি ম্যাচে অর্জুন তেন্ডুলকারের ওপর রেগে গেলেন মার্কাস স্তোইনিস। মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার, শচীনপুত্র অর্জুন তেন্ডুলকার এবারের আইপিএলে ফ্র্যাঞ্চাইজির হয়ে শুক্রবারই প্রথম ম্যাচ খেললেন। শেষ বলে মার্কাস স্তোইনিসকে রান আউট করার ভঙ্গি করেছিলেন অর্জুন। আর, তাতেই খেপে যান অস্ট্রেলিয়ান ব্যাটার। অর্জুন মুম্বইয়ের শেষ লিগ ম্যাচে জসপ্রিত বুমরাহর জায়গায় প্রথম একাদশে ঢুকেছেন।
এদিনের ম্যাচে মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। ম্যাচের দ্বিতীয় ওভারেই বোলিং করতে আসেন অর্জুন তেন্ডুলকার। তিনি ওভারে চারটি ডট বল করেন। মাত্র তিন রান দেন। শেষ বলে, স্তোইনিসকে রান আউট করার মত অঙ্গভঙ্গি করেন। তাতেই, অস্ট্রেলিয়ান ব্যাটার খেপে যান। অর্জুনের দিকে চিৎকার করেন। তবে, শচীনপুত্রকে হাসিমুখে ব্যাপারটা সামলে নিতে দেখা গেছে।
Aggression from arjun tendulkar. Reaction by marcus stoinis.#MIvsLSGhttps://t.co/4XTAFoW9W7pic.twitter.com/m0CFgYWlVr
— Mini⁴⁴⁴ (@MINIVK12) May 17, 2024
আরও পড়ুন- অবসরের আগে টিম ইন্ডিয়ার কিংবদন্তি ক্রিকেটারকে ফোন সুনীল ছেত্রীর! পুরোটাই ফাঁস করলেন অবশেষে
গত বছর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল অর্জুনের। চারটি ম্যাচে তিনটি উইকেট পেয়েছিলেন। সেই সময় বহু বিশিষ্ট ক্রিকেটার অর্জুনের বোলিংয়ের প্রশংসা করেছিলেন। কিন্তু, তারপর আর সেভাবে সুযোগ পাননি। এবারের আইপিএলে অর্জুন তো আগের সব ম্যাচ বেঞ্চে বসেই কাটিয়ে দিয়েছেন। শুক্রবার তিনি নিজেকে মেলে ধরলেও তাঁর দল মুম্বই অবশ্য ইতিমধ্যে এবারের আইপিএলে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বই চলতি আইপিএলে মাত্র চারটি ম্যাচে জয় পেয়েছে। তার সুবাদে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে পৌঁছে গেছে।