Mumbai Indians vs Royal Challengers Bengaluru: বৃহস্পতিবারই আইপিএলে আরসিবির বিরুদ্ধে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। একইসঙ্গে যেন হারানো ফর্মও ফিরে পেয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি ম্যাচে ছয় বলে ২১ রান করে সাত উইকেটে দলের জয় নিশ্চিত করেছেন। এই ২১ রানের মধ্যে আবার ছক্কাও মেরেছেন। এর আগে রবিবারও (৭ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ওয়াংখেড়েতে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
চলতি মরশুমেই প্রথম মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করছেন হার্দিক। গত দু'বছর তিনি ছিলেন গুজরাট টাইটান্সে। প্রথমবার গুজরাটকে চ্যাম্পিয়ন্স করেছেন। দ্বিতীয় বছরে রানার্স। তারপরই এবছর রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে এনেছে মুম্বই। যা নিয়ে জলঘোলা কম হয়নি। লক্ষ লক্ষ সমর্থক সোশ্যাল মিডিয়ায় মুম্বইকে সমর্থন করাই ছেড়ে দিয়েছেন। শুধু তাই নয়, এবারের আইপিএলে শুরুটাও ভালো হয়নি মুম্বইয়ের। পরপর তিন ম্যাচে হারতে হয়েছে হার্দিকবাহিনীকে।
যা মোটেও খোলামনে নেননি মু্ম্বই সমর্থকরা। মাঠে হার্দিক নামতেই গ্যালারি থেকে চিৎকার-সহ কটাক্ষ, কটূক্তি, বিদ্রুপ উড়ে এসেছে। যা দেখে সমর্থকদের একাংশ হার্দিককে সরিয়ে ফের রোহিতকে মুম্বইয়ের অধিনায়ক করার দাবিও তুলেছিলেন। কিন্তু, বৃহস্পতিবার আরসিবিকে হারানোর পর পরিস্থিতিটা ক্রমশ বদলাতে শুরু করেছে। অন্তত এমনটাই দাবি, মুম্বইয়ে হার্দিকের বিশ্বস্ত সহযোদ্ধা ঈশান কিষান।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে তাঁর দলের অধিনায়কের দৃষ্টিভঙ্গি খোলসা করে দিয়ে ঈশান বলেছেন, 'আমি জানি যে হার্দিক দর্শকদের কটাক্ষ, বিদ্রুপ তাড়িয়ে উপভোগ করেছে। কারণ, ও সবসময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। হার্দিক জানে যে লোকেরা এটা করেই খুশি। কিন্তু, যে-ই ও ব্যাট হাতে ভালো কিছু করবে- অমনি পরিস্থিতিটাও বদলাতে শুরু করবে। লোকজন ওঁকে ভালোবাসতে শুরু করে দেবে। আমি হার্দিককে ভালো করে জানি। ও ভীষণ ঠান্ডা মাথার ছেলে। আর, ভীষণ পরিশ্রমী। তার ফলে সাফল্য আসতে বাধ্য। আজ, না-হয় কাল- সাফল্য আসবেই।'
আরও পড়ুন- চুক্তি থেকেই বাদ দিয়েছেন জয় শাহরা! অবশেষে মুখ খুললেন ঈশান, আবার-ও ঝড়ের ইঙ্গিত
কিষান বলেন, 'সমর্থকরা পান্ডিয়াকে ঠিকই চিনতে পারবেন। তাঁরা যখন দেখবেন যে হার্দিক তাঁদের বিদ্রুপ উত্তেজিত না হয়ে নিজের কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন, তখনই সেই তাঁরাই আবার হার্দিককে ভালোবাসতে শুরু করবেন।' এমনটাই মনে করেন কিষান।