Mumbai Indians vs Royal Challengers Bengaluru: ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ দিয়েছেন জয় শাহরা। দেশে ফেরার পর রঞ্জি ট্রফি খেলতে বলেছিলেন। নির্দেশ না মানার জের ছিল, বার্ষিক চুক্তি থেকে বাদ পড়ার শাস্তি। এতদিন চুপচাপ ছিলেন। এবার রঞ্জি ট্রফি বিতর্কে নীরবতা ভাঙলেন ঈশান কিষান। মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেটরক্ষক ব্যাটার বুঝিয়ে দিয়েছেন, পারফরম্যান্সই তাঁর একমাত্র পরিচয়।
বৃহস্পতিবারই তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছে। বুমরাহ এই ম্যাচে রেকর্ড সৃষ্টি করেছেন। মুখোমুখি হওয়ার পর পাঁচবার তিনি আইপিএলে কিংবদন্তি ব্যাটসম্যান কোহলিকে আউট করলেন। ম্যাচে, জসপ্রিত বুমরাহর বলে বাঁ দিকে ঝাঁপিয়ে বিরাট কোহলির দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ঈশান। আর, ব্যাট হাতে মাত্র ৩৯ বলে ৬৯ রান করেছেন। আর, তারপরই উজাড় করে দিয়েছেন মনের যাবতীয় ক্ষোভ। মানসিক অবসাদকে কারণ হিসেবে দেখিয়ে সিরিজের মাঝপথেই দক্ষিণ আফ্রিকা থেকে চলে এসেছিলেন।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) অভিযোগ করেছিল, তারপর থেকে আন্তর্জাতিক ম্যাচের জন্য ঈশানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। বিসিসিআই যখন ওই সব অভিযোগ করছে, সেই সময় ঈশানকে দেখা গিয়েছিল মুম্বইয়ের নতুন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার সঙ্গে বরোদার মাঠে অনুশীলন করতে। যা দেখে কারও বুঝতে অসুবিধা হয়নি, যে ঈশান আসলে আইপিএলের প্রস্তুতি নিচ্ছেন।
আর, তারপরই বিসিসিআই সেক্রেটারি জয় শাহ কিষানকে ঘরোয়া ম্যাচ বা রঞ্জি খেলার নির্দেশ দেন। কিন্তু, সেই নির্দেশও মানেননি ঈশান। এমনটাই অভিযোগ বোর্ডের। যার জেরে বোর্ডের চুক্তি থেকে বিরল উদাহরণ তৈরি করে বাদ দেওয়া হয় ঈশানকে। কিন্তু, এখন আর সেসব তিক্ত বিষয়ে ঢুকতে চান না ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটার। সোজাসাপটা জানিয়েছেন, তিনি শুধু নিজের কাজটা করে যেতে চান।
ঈশানের কথায়, 'যখন আমি ছুটি নিলাম, অনেকে অনেক কিছু বলেছেন। সোশ্যাল মিডিয়াতেও নানা কথা হয়েছে। এই অবস্থায় শুধু একটাই কাজ করতে পারতাম। তা হল, সময়কে সঠিকভাবে ব্যবহার করা। সময়ই আমাকে বুঝিয়েছে যে ২০ ওভারের ম্যাচও বড় খেলা। আমার পারফরম্যান্স ভালো না-হলে, সবার সঙ্গে কথা বলি। বিভিন্নজনের থেকে জানতে চাই, আমার কী করা উচিত ছিল। মোদ্দা কথা, আমাকে ভালো খেলতে হবে। আর, এটাই শেষ কথা।'