Advertisment

Rohit teases Karthik: বিশ্বকাপে টিম ইন্ডিয়ার সুযোগ পাওয়া নিয়ে কার্তিককে প্রকাশ্যেই খোঁটা! রোহিতের স্লেজিংয়ে উত্তপ্ত ওয়াংখেড়ে, দেখুন ভিডিও

Dinesh Karthik in t20 World Cup: ম্যাচে আরসিবিকে ৭ উইকেটে পরাস্ত করে মুম্বই ইন্ডিয়ান্স। বুমরা ৫ উইকেট নিলেও আরসিবি ১৯৬ রানের বড়সড় পুঁজি জমা করেছিল স্কোরবোর্ডে। ফাফ দু প্লেসিস, রজত পাতিদার হাফসেঞ্চুরি করার পর শেষদিকে দুরন্ত ফিফটি করে যান দীনেশ কার্তিকও।

author-image
IE Bangla Sports Desk
New Update
RCB;s Dinesh Karthik and Mumbai Indians' Rohit Sharma were involved in a friendly banter, (PTI | Screengrab)

RCB; এর দীনেশ কার্তিক এবং মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা একটি বন্ধুত্বপূর্ণ আড্ডায় জড়িত ছিলেন, (PTI | Screengrab)

Mumbai Indians vs Royal Challengers Bengaluru: মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন ক্যাপ্টেন রোহিত শর্মা এবার ম্যাচ দীনেশ কার্তিককে নিয়ে রসিকতায় মেতে উঠলেন। ক্রিজে সেই সময় ব্যাট করছিলেন আরসিবির তারকা কিপার-ব্যাটার দীনেশ কার্তিক।

Advertisment

কার্তিক ক্রিজে ব্যাট করার সময় রোহিতকে রীতিমত বিদ্রুপের সুরে টি২০ ওয়ার্ল্ড কাপের নির্বাচন নিয়ে মজা করতে শোনা গিয়েছে। যার লক্ষ্যবস্তু ছিলেন দীনেশ কার্তিক।

সেই সময়েই স্ট্যাম্প মাইকে রোহিতকে বলতে শোনা গিয়েছে, "সাবাস ডিকে। টি২০ ওয়ার্ল্ড কাপের নির্বাচনের জন্য এঁকে পুশ করতে হবে। এঁর মাথায় এখন থেকেই ওয়ার্ল্ড কাপ ঘুরপাক খাচ্ছে।" রোহিতের বিদ্রুপ উপেক্ষা করেই দীনেশ কার্তিকের ব্যাট ঝলসে ওঠে। ২৩ বলে ৫৩ রানের ঝড় তোলা ইনিংস উপহার দিয়ে যান ওয়াংখেড়েতে।

যাইহোক, ম্যাচে আরসিবিকে ৭ উইকেটে পরাস্ত করে মুম্বই ইন্ডিয়ান্স। বুমরা ৫ উইকেট নিলেও আরসিবি ১৯৬ রানের বড়সড় পুঁজি জমা করেছিল স্কোরবোর্ডে। ফাফ দু প্লেসিস, রজত পাতিদার হাফসেঞ্চুরি করার পর শেষদিকে দুরন্ত ফিফটি করে যান দীনেশ কার্তিকও। এই রান চেজ করতে নেমে ঈশান কিষান ৩৪ বলে ৬৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব ১৯ বলে ৫২ করে ম্যাচ একপেশে করে দেন।

IPL 2024 standings

বৃহস্পতিবার ছয় নম্বর ম্যাচে আরসিবি নিজেদের পঞ্চম হার হজম করল। সেই সঙ্গে রান রেটের অবস্থাও শোচনীয়। পয়েন্ট টেবিলে নয় নম্বরে নেমে গিয়েছে আরসিবি। পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে মুম্বই লিগ টেবিলের সপ্তম স্থানে উঠে এল।

IPL Royal Challengers Bangalore RCB Rohit Sharma Dinesh Karthik Mumbai Indians IPL 2024
Advertisment