Wankhede Stadium booing controversy in RCB vs MI match: আরসিবি ওয়াংখেড়েতে খেলতে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স-এর বিপক্ষে। সেই ম্যাচেই ফের একবার চিরচেনা দৃশ্য। হার্দিক পান্ডিয়াকে দর্শকরা ব্যঙ্গ করতে থাকেন। তবে এবার আবির্ভূত হলেন স্বয়ং বিরাট কোহলি। দর্শকদের অনুরোধ করলেন, হার্দিককে যেন টিটকিরি না করা হয়।
দ্বিতীয় ইনিংসে মুম্বইয়ের রান চেজ করার সময় হার্দিক যখন ক্রিজে নামলেন সেই সময় ওয়াংখেড়ে দেখেছে মিশ্র আবেগের সমাহার। রোহিত আউট হওয়ার পর হার্দিক যখন গার্ড নিচ্ছিলেন, সেই সময় মুম্বই অধিনায়ককে লক্ষ্য করে ব্যঙ্গ-টিটকিরি চালু হয়ে যায়।
সেই সময় যখন মনে হচ্ছে, আরও একপ্রস্থ টিটকিরি ধেয়ে আসতে চলেছে হার্দিককে লক্ষ্য করে, সেই সময় হঠাৎই সুর বদল ঘটে। ৩৩ হাজার দর্শক হার্দিকের নাম ধরেই এবার চিৎকার করতে থাকে। নিজের নামে জয়ধ্বনির মধ্যেই হার্দিক দর্শকদের প্ৰথম বলে লং অনের ওপর দিয়ে ওভার বাউন্ডারি হাঁকিয়ে পাল্টা অভিবাদন জানান। টিটকিরি মুহূর্তেই বদলে যায় জয়ধ্বনিতে।
ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও ভাইরাল ইয়ে যায়। যেখানে কোহলি দর্শকদের কাছে অনুরোধ করেছেন, হার্দিককে ব্যঙ্গ করার বদলে তাঁরা যেন তারকার পাশে থাকেন। হিন্দি ধারাভাষ্যকারও কমেন্ট্রি করার সময় বিষয়টি উল্লেখ করেন।
একই কাণ্ড তিনি করেছিলেন ২০১৯-এ ওভালে বিশ্বকাপ ম্যাচে স্টিভ স্মিথের ক্ষেত্রেও। সেই সময় কোহলি বলেন, "এখানে প্রচুর ভারতীয় সমর্থক রয়েছেন। চাইনি তাঁদের দুর্নাম হোক। সত্যি কথা বলতে স্মিথ এমন কিছু করেনি, যে কারণে ওঁকে টিটকিরি শুনতে হবে।
যাইহোক, ম্যাচে আরসিবিকে ৭ উইকেটে পরাস্ত করে মুম্বই ইন্ডিয়ান্স। বুমরা ৫ উইকেট নিলেও আরসিবি ১৯৬ রানের বড়সড় পুঁজি জমা করেছিল স্কোরবোর্ডে। ফাফ দু প্লেসিস, রজত পাতিদার হাফসেঞ্চুরি করার পর শেষদিকে দুরন্ত ফিফটি করে যান দীনেশ কার্তিকও। এই রান চেজ করতে নেমে ঈশান কিষান ৩৪ বলে ৬৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন। সূর্যকুমার যাদব ১৯ বলে ৫২ করে ম্যাচ একপেশে করে দেন।