Advertisment

MI vs SRH, IPL 2024 Highlights: সূর্যের তাপে সূর্যডুবি সানরাইজার্সের! ছক্কায় ছক্কায় 'মরা' ম্যাচে প্রাণ আনলেন স্কাই

Mumbai Indians vs Sunrisers Hyderabad Full Match Report: ওয়াংখেড়েতে সূর্যের তাপে পুড়ে ছাই হয়ে গেল প্লে অফের দৌড়ে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। একডজন বাউন্ডারি, হাফডজন ওভার বাউন্ডারি- ৫১ বলে ১০২ করার ফাঁকে সূর্যের আলো যেন ধীরে ধীরে ফিকে করে দিল হায়দরাবাদের প্লে অফ খেলার স্বপ্ন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mumbai Indians vs Sunrisers Hyderabad Full Match Report, MI vs SRH Match Highlights, Indian Premier League 2024

Mumbai Indians vs Sunrisers Hyderabad IPL 55th Match Highlights: ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের একটি দৃশ্য। (ছবি- টুইটার)

সানরাইজার্স হায়দরাবাদ: ১৭৩/৮
মুম্বই ইন্ডিয়ান্স: ১৭৪/৩

Advertisment

Mumbai Indians vs Sunrisers Hyderabad IPL 55th Match Highlights: টার্গেট ছিল ১৭৪। হায়দরাবাদের সেই টার্গেট-ই ছেলেখেলার পর্যায়ে নামিয়ে আনলেন সূর্যকুমার যাদব। ওয়াংখেড়েতে সূর্যের তাপে পুড়ে ছাই হয়ে গেল প্লে অফের দৌড়ে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। একডজন বাউন্ডারি, হাফডজন ওভার বাউন্ডারি- ৫১ বলে ১০২ করার ফাঁকে সূর্যের আলো যেন ধীরে ধীরে ফিকে করে দিল হায়দরাবাদের প্লে অফ খেলার স্বপ্ন।

পাওয়ার প্লের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল মুম্বই। সাজঘরে ঈশান কিষান, রোহিত শর্মা এবং নমন ধীর। যখন মনে করা হচ্ছিল আরও একবার মুম্বই মুখ থুবড়ে পড়তে চলেছে, সেই সময়েই তিলক ভার্মাকে (৩২ বলে ৩৭) সঙ্গে নিয়ে সূর্যকুমার ১৬ বলে বাকি থাকতেই ম্যাচের ফয়সালা করে দেন ১১২ রানের দুর্দান্ত পার্টনারশিপে। হাতে ৭ উইকেট নিয়ে।

MI vs SRH IPL 55th Match Report 2024: তার আগে বল হাতে চলতি সিজনের সেরা পারফরম্যান্স করে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার চিন্তা বাড়িয়ে দিয়েছিল হার্দিকের অলরাউন্ড পারফরম্যান্স। টানা হারে মুম্বই প্লে অফের দৌড় থেকে ছিটকেও গিয়েছে। তবে দলের পক্ষে গুরুত্বহীন ম্যাচেই জ্বলে উঠলেন হার্দিক। ওয়াংখেড়েতে সোমবার হার্দিক ৭.৮০ ইকোনমিতে বল করে ৩ উইকেট তুলে নেন। আক্রমণে আসার ১৩ বলের মধ্যেই হার্দিক ৪ টে বাউন্ডারি হজম করেছিলেন। তবে দারুণভাবে হার্দিক দলকে ম্যাচে ফেরান নীতিশ রেড্ডিকে ফিরিয়ে। তারপর শেষ ওভারে মার্কো জ্যানসেন এবং শাহবাজ আহমেদকে আউট করেন।

আরও পড়ুন- সিলেটে বৃষ্টির মধ্যেই নাগিন ড্যান্স! হোয়াইটওয়াশের পথে সিরিজে ৪-০ করল ভারত

হায়দরাবাদ শুরুটা খারাপ করেনি। অভিষেক শর্মা-ট্র্যাভিস হেড জুটি পাওয়ার প্লেতেই ৫৬ তুলে দেন। তবে পাওয়ার প্লের শেষ ওভারে আউট হয়ে যান অভিষেক। এরপরে হঠাৎ করেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সানরাইজার্স। ৪০ রান যোগ করার ফাঁকে কমলা জার্সিধারীরা ৫ উইকেট হারিয়ে ফেলে। সেখান থেকে হায়দরাবাদ একসময় ১৪৬/৮ হয়ে যায়। শেষদিকে ক্যাপ্টেন প্যাট কামিন্স ১৭ বলে ৩৫ করে দলকে চ্যালেঞ্জিং স্কোর ১৭৩-এ পৌঁছে দেন। ট্র্যাভিস হেড ৩০ বলে ৪৮ করেন।

Mumbai Indians Sunrisers Hyderabad IPL IPL 2024
Advertisment