New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/rohit-sharma.jpg)
Rohit Sharma cries, Rohit Sharma against Sunrisers Hyderabad: রোহিতের চোখে জল, অবাক কাণ্ড আইপিএলে (টুইটার)
Rohit Sharma dressing room images: হায়দরাবাদ ম্যাচে মাত্র ৪ রানে আউট হওয়ার পর ড্রেসিংরুমেই ভেঙে পড়তে দেখা গেল জাতীয় দলের অধিনায়ককে, যা অশনি সঙ্কেত বলেই ধরে নেওয়া হচ্ছে। রোহিত শর্মাকে মরশুমের শুরুতেই মুম্বইয়ের নেতৃত্ব থেকে হঠিয়ে দেওয়া হয়েছিল। মুম্বইয়ের হয়ে প্ৰথম সাত ম্যাচে ২৯৭ রান করেন তিনি।
Rohit Sharma cries, Rohit Sharma against Sunrisers Hyderabad: রোহিতের চোখে জল, অবাক কাণ্ড আইপিএলে (টুইটার)
Rohit Sharma performance in IPL 2024: এক মাসেরও কম সময়ে শুরু হয়ে যাচ্ছে টি২০ বিশ্বকাপ। ভারতের স্কোয়াড নির্বাচন সম্পূর্ণ। ক্যাপ্টেন করা হয়েছে রোহিত শর্মাকে। তবে হিটম্যানকে নিয়ে দুশ্চিন্তায় জেরবার গোটা দেশ। আইপিএলে ব্যাট হাতে একেবারেই ফর্মে নেই মহাতারকা। সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে সূর্যের ব্যাটিং বিক্রমে মুম্বই অনায়াস জয় পেলেও রোহিতের শোচনীয় অবস্থা এড়ানো যাচ্ছে না। সিএসকের বিরুদ্ধে সেই সেঞ্চুরি করেছিলেন। তারপরে ব্যাট হাতে রানের খরা অব্যাহত।
হায়দরাবাদ ম্যাচে মাত্র ৪ রানে আউট হওয়ার পর ড্রেসিংরুমেই ভেঙে পড়তে দেখা গেল জাতীয় দলের অধিনায়ককে, যা অশনি সঙ্কেত বলেই ধরে নেওয়া হচ্ছে। রোহিত শর্মাকে মরশুমের শুরুতেই মুম্বইয়ের নেতৃত্ব থেকে হঠিয়ে দেওয়া হয়েছিল। মুম্বইয়ের হয়ে প্ৰথম সাত ম্যাচে ২৯৭ রান করেন তিনি। এর মধ্যে সিএসকের বিরুদ্ধে অপরাজিত ১০৫ রয়েছে, তেমন দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪৯ রয়েছে। বাকি পাঁচ ম্যাচে রোহিতের ব্যাট থেকে বেরিয়েছে মাত্র ৪৯ রান। এটাই চিন্তা বাড়িয়ে দিয়েছে ক্রিকেট মহলের।
সোমবার যেমন প্যাট কামিন্সের লেন্থ বলে আউট হলেন। স্কোয়ারের ওপর দিয়ে হাঁকাতে চেয়েছিলেন। তবে ব্যাটের মুখ আগেই বন্ধ করে দিয়েছিলেন। ব্যাটের ধারে লেগে সোজা আকাশে উঠে যায় বল। উইকেটকিপার হেনরিখ ক্ল্যাসেনের সেই ক্যাচ তালুবন্দি করতে কোনও সমস্যাই হয়নি।
Rohit Sharma crying in the dressing room. pic.twitter.com/GRU5uF3fpc
— Gaurav (@Melbourne__82) May 6, 2024
নিজের আউট হওয়ার ধরণে রোহিত নিজেই বিরক্তি প্রকাশ করেছেন। সাজঘরে যাওয়ার সময় হিটম্যানের মাথা নিচু ছিল। পরে ড্রেসিংরুমে গিয়ে চোখে জল এনে বসে থাকতে দেখা যায়। পুরো ঘটনাই ধরা পড়েছে ক্যামেরাম্যানের লেন্সে।
Can't see Rohit Sharma like this 💔.
Hopefully he changes his mindset and comes back stronger. pic.twitter.com/v8IvRAgL7j— Vishal. (@SPORTYVISHAL) May 6, 2024
If you are happy when someone cries, then humanity is dead inside you. Rohit Sharma will make a comeback once again and then you will not find a place to hide your shameless face. pic.twitter.com/vbikE3puFB
— Satya Prakash (@Satya_Prakash08) May 6, 2024
রোহিতের অবস্থা দেখে আকাশ চোপড়া জানিয়েছেন, মরশুম ভালোভাবে শুরু করলেও হঠাৎ করেই ছন্দ হারিয়ে ফেলেছেন রোহিত। যে কারণে বিশ্বকাপের আগে তিনি নিজেই উদ্বিগ্ন। আইপিএলে প্লে অফের ওঠার রাস্তা শেষ। তবে বিশ্বকাপের বিমানে ওঠার আগে আইপিএলের গ্রুপ পর্বে আরও দুটো ম্যাচ খেলবেন রোহিতরা। সেই দুই ম্যাচে ফর্মে ফিরতে পারেন কিনা তিনি, সেটাই দেখার।