MI vs SRH, IPL 2024: হাতে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ঝলসে উঠেছেন হার্দিক পান্ডিয়া। মুম্বই যে চলতি সিজনের বিরল জয় ছিনিয়ে নিয়েছে তাতে হার্দিকের স্পেল অন্যতম ফ্যাক্টর হয়ে গিয়েছে সোমবার। নিজের কোটার ৪ ওভারে হার্দিক ৩১ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছেন। তাঁর শিকারের তালিকায় রয়েছেন নীতিশ রেড্ডি, শাহবাজ আহমেদ এবং মার্কো জ্যানসেন। আর শাহবাজ আহমেদের উইকেট তুলে নেওয়ার পরেই রোহিত এসে হার্দিকের বোলিংয়ের প্রশংসা করে যান।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা যাচ্ছে হার্দিকের শিকার হয়ে বাংলার তারকা শাহবাজ আহমেদ আউট হওয়ার পর রোহিত হার্দিকের কাছে ছুটে এসে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন।
এমনিতে চলতি সিজনে রোহিতের সঙ্গে হার্দিকের সম্পর্কের রসায়ন নিয়ে আলোচনার অন্ত নেই। রোহিতের হাত থেকে হার্দিক নেতৃত্ব ছিনিয়ে নেওয়ায় তোলপাড় পড়ে গিয়েছে ক্রিকেট দুনিয়ায়। হার্দিক মাঠে নামলেই নিয়ম করে ব্যঙ্গ বিদ্রুপ হজম করছেন দর্শকদের কাছ থেকে। রোহিতও এতদিন সেভাবে মুখ খোলেননি এই ইস্যুতে। তবে এই সম্পর্কের জল্পনার মধ্যেই রোহিতকে টি২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নেতা এবং হার্দিককে সহ-অধিনায়ক বাছা হয়েছে।
এর মধ্যেই হায়দরাবাদের বিপক্ষে রোহিতের এই শুভেচ্ছা বিনিময় বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যাইহোক, ম্যাচে হার্দিকের গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রুর সুবাদেই হেভিওয়েট হায়দরাবাদ ১৭৩-এর বেশি তুলতে পারেনি। জবাবে ব্যাট করতে নেমে মুম্বই সূর্যকুমারের অপ্রতিরোধ্য শতরানে ভর করে সহজ হয় ছিনিয়ে নিয়েছে।