Michael Clarke on Mumbai Indians: চলতি আইপিএলে একদম শোচনীয় অবস্থা মুম্বই ইন্ডিয়ান্স-এর। হেভিওয়েট দল গড়েও একের পর এক ম্যাচ হারতে হয়েছে। প্রাক্তন অস্ট্রেলীয় অধিনায়ক মাইকেল ক্লার্কের ব্যাখ্যা, মুম্বই শিবির একাধিক গোষ্ঠীতে বিভক্ত হয়ে গিয়েছে। তাই এমন হতশ্রী দশা।
এই মুহূর্তে মুম্বই নবম স্থানে রয়েছে পয়েন্ট টেবিলে। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে মুম্বইকে বাকি সমস্ত ম্যাচে জয় পেতে হবে। স্টার স্পোর্টস-এ ক্লার্ক বলে দিয়েছেন, "জানি না মুম্বইয়ের কী হয়েছে। এত তারকা প্লেয়ার নিয়ে এমন পারফরম্যান্স নিয়ে ধারাবাহিকতাহীন পারফরম্যান্স হওয়া সম্ভব নয়। আসলে আমরা যা বাইরে থেকে দেখছি ভিতরে আরও অনেক কিছু হয়ে চলেছে।"
মুম্বইয়ের লক্ষ্য আপাতত দলগতভাবে পারফরম্যান্স মেলে ধরা। বিশ্বকাপের আগে জাতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা চাইবেন ছন্দে ফিরতে। হার্দিক পান্ডিয়া ব্যাট-বল দুই বিভাগেই ব্যর্থ হয়েছেন। শেষ ম্যাচেই হার্দিক দলের হয়ে সর্বোচ্চ রান করে গিয়েছেন। তবে বিশ্বকাপে জায়গা পাকা করার জন্য হার্দিকের কাছে প্রত্যাশা অনেক।
ক্লার্ক সোজাসাপ্টা বলে দিয়েছেন, "ড্রেসিংরুমে একাধিক শিবিরে ভাগ হয়ে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। কোনও একটা বিষয়ে সমস্যা হচ্ছে। সকলে মিলেমিশে দলগতভাবে জ্বলে উঠতে পারছে না। ব্যক্তিগত ঝলক ওঁদের জিতিয়ে দিতে পারে। যেমন রোহিত যদি আরও একটা সেঞ্চুরি করেন। বুমরা স্পেশ্যাল কোনও পারফরম্যান্স উপহার দেন। এবং বুমরা জিনিয়াসের মত বোলিং করেন।"
দিল্লির বিরুদ্ধে মুম্বই পেসাররা অজি ব্যাটার জেক ফ্রেশার ম্যাকগার্ক-এর সামনে দাঁড়াতেই পারেননি পাওয়ার প্লের সময়। লিউক উড, অধিনায়ক হার্দিক পান্ডিয়া বল হাতে বেধড়ক রান হজম করেছেন। এমনকি নিজের সেরা ফর্মের ঝলক দেখানোর আগে জসপ্রীত বুমরাও ১৯ রান খরচ করেছিলেন।
ক্লার্কের আরও সংযোজন, "বড় টুর্নামেন্ট জিততে হলে ব্যক্তিগত ঝলকানি নয়, বরং দলগতভাবে জ্বলে উঠতে হবে। দুর্ভাগ্যজনকভাবে মুম্বই ইন্ডিয়ান্স দল হিসেবে এখনও মেলে ধরতে পারেনি। আশা করি ওঁরা অবস্থা পাল্টে ফেলতে সমর্থ হবে। তবে এখন ওঁদের দেখে মনে হচ্ছে না ওঁরা ম্যাচ জিততে পারবে।"