Advertisment

RCB vs SRH: বড় বড় প্লেয়ার কিনলেই চ্যাম্পিয়ন হওয়া যায় না! আরসিবিকে তীব্র আক্রমণে ধুলো ওড়ালেন ভন

RCB poor performance in IPL 2024: ফাফ ডু প্লেসিস, ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েলের মত তারকারা প্রতিটা ম্যাচে ব্যর্থ। একমাত্র দলকে টেনে নিয়ে যাচ্ছেন অরেঞ্জ ক্যাপ হোল্ডার বিরাট কোহলি।

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL, RCB, Michael Vaughan

IPL-RCB-Michael Vaughan: ভন এর আগেও কোহলিদের টিমের তীব্র সমালোচনা করেছেন। (ছবি- টুইটার)

Royal Challengers Bengaluru thrashed by Michael Vaughan: ক্রিকেট একটা দলগত খেলা। কোনও ব্যক্তিবিশেষের খেলা নয়। আরসিবি এখনও পর্যন্ত আইপিএল জিততে না পারায়, তা আরও স্পষ্টভাবে প্রমাণ হয়েছে। এমনটাই মনে করেন প্রাক্তন ইংরেজ তারকা মাইকেল ভন। চলতি মরশুমেও আরসিবি পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটাতে জিতেছে। ফাফ ডু প্লেসিস, ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েলের মত তারকারা প্রতিটা ম্যাচে ব্যর্থ। একমাত্র দলকে টেনে নিয়ে যাচ্ছেন অরেঞ্জ ক্যাপ হোল্ডার বিরাট কোহলি।

Advertisment

আর, এসব দেখেই ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড় মাইকেল ভন বলেছেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) আইপিএল জিততে পারেনি, কারণ তারা দল হিসেবে কম খেলছে। বরং, ব্যক্তিবিশেষের খেলাটাই বেশি করে চোখে পড়ছে। ভনের কথায়, 'আপনি নামী তারকাদের দলে নিতেই পারেন। আরসিবিতে এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফের মতো সেরা মানের ক্রিকেটাররা আছেন। তার মানেই এটা নয় যে আপনি জিতে যাবেন। আরসিবির ক্ষেত্রে সেটাই দেখা যাচ্ছে।'

ভনের অভিযোগ, বারবার এরকম হচ্ছে। তারপরও বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির কোনও হুঁশ নেই। কর্তারা খেলোয়াড়দের ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর নির্ভর করে বসে আছেন। খেলোয়াড়দের মধ্যে যে একটা দলগতভাব ফুটিয়ে তোলা, সেদিকে তাঁদের কোনও নজরই নেই।

আরও পড়ুন- ৩৯ বলে সুপার-সাইক্লোন সেঞ্চুরি, স্কোরবোর্ডে ২৮৭! RCB-কে থেঁতো করে রেকর্ডের পর রেকর্ড চূর্ণ হায়দরাবাদের

ভনের কথায়, 'আমি তো আলাদা কোনও চেষ্টাই দেখতে পাচ্ছি না। ভুল থেকে তারা কোনও শিক্ষা নেয়নি। কেবল মনে করছে, দলে দুর্দান্ত খেলোয়াড়দের পেয়ে গেছি। ব্যাস! সব আপনাআপনিই হয়ে যাবে। এটা জেনে রাখুন, দলে দুর্দান্ত খেলোয়াড়রা থাকলেও দলের নীতি, সংস্কৃতি, প্রত্যেকের ভূমিকা যদি আপনি ঠিক করতে না পারেন, তবে ট্রফি জেতার আশা ছেড়ে দিন।'

RCB Royal Challengers Bangalore IPL IPL 2024
Advertisment