Mohammad Nabi and Hardik Pandya: মু্ম্বই ইন্ডিয়ান্সে তুমুল বিদ্রোহ। ক্যাপ্টেন হার্দিকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন সতীর্থরাই। আর, তা চলে এসেছে প্রকাশ্যে। এক তারকা অলরাউন্ডার তো সোশ্যাল মিডিয়ায় ক্যাপ্টেন হার্দিকের বিরুদ্ধে পোস্টও করে দিয়েছিলেন। পরে, অবশ্য চাপের মুখে বাধ্য হয়ে তা মুছে দিয়েছেন। সেই তারকা আর কেউ নন। তিনি হলেন মহম্মদ নবি।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নবি রীতিমতো কটাক্ষ করেছিলেন ক্যাপ্টেন হার্দিককে। অভিযোগ করেছিলেন, হার্দিক তাঁকে পঞ্জাব কিংসের বিরুদ্ধে একটা ওভারও বল করতে দেননি। আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক নবি লিখেছিলেন, 'তোমার অধিনায়কত্বের কিছু সিদ্ধান্ত রীতিমতো বিস্ময়কর। এই জাতীয় সিদ্ধান্ত যে কাউকে চমকে দেবে। নবি আজকে বল করেনি।'
এবারের আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্সের শুরুটা মোটেও ভালো হয়নি। পরপর ম্যাচে হারছিলেন পান্ডিয়ারা। মুম্বই ক্যাপ্টেনের অধিনায়কত্বের ক্ষমতা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। তার মধ্যেই সামনে আসে, রোহিত আর পান্ডিয়ার মধ্যে চূড়ান্ত দূরত্বের নানা জল্পনা। তবে, এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। পাঁচবারের চ্যাম্পিয়ন দল গত কয়েকটি ম্যাচে পরপর জিতেছে। পান্ডিয়াকেও আর গ্যালারি থেকে সমর্থকদের বিদ্রূপ শুনতে হচ্ছে না।
তবে, শেষ ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বেশ খাটনি করে জিততে হয়েছে পান্ডিয়া বাহিনীকে। এই বছরই পান্ডিয়া মুম্বইয়ের ক্যাপ্টেন হিসেবে যোগ দিয়েছেন। এর আগের দুই বছর তিনি মুম্বই থেকে গুজরাট টাইটান্সে অধিনায়ক হয়ে গিয়েছিলেন। তারমধ্যে গুজরাটকে প্রথম বছরে চ্যাম্পিয়ন করেন। দ্বিতীয় বছরে রানার্স করেছিলেন। সেসব দেখেই দলের সফলতম অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে পান্ডিয়াকে ধরে এনে ক্যাপ্টেন করে দেয় মুম্বইয়ের মালিকগোষ্ঠী অম্বানিরা।
আরও পড়ুন- IPL থেকে ফিজের শেখার কিছুই নেই! বিস্ফোরক দাবিতে ভারতের লিগকে খাটো করলেন বাংলাদেশি কর্তা
যা ঘিরে তুমুল বিতর্ক ছড়ায়। কয়েকলক্ষ সমর্থক সোশ্যাল মিডিয়ায় মুম্বইকে ফলো করাই ছেড়ে দেন। শুধু তাই নয়, নেটিজেনরা কার্যত যা ইচ্ছে, তাই এর মত করে পান্ডিয়াকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করা শুরু করেন। সেসব নিয়ে সমস্যা মিটতে না মিটতেই মহম্মদ নবির বিতর্ক জড়িয়ে ধরল মুম্বইকে। এমনিতেই আগে রটেছিল, পান্ডিয়ার সম্পর্কে মুম্বইয়ের অনেক সদস্যই খুশি নয়। নবির সোশ্যাল মিডিয়া পোস্ট, সেটাই যেন নতুন করে বুঝিয়ে দিল মুম্বই সমর্থকদের।