Royal Challengers Bengaluru captain faf du plessis: শনিবারের ম্যাচে রাজস্থানের কাছে আরসিবির হারের কারণ নিয়ে কাটাছেঁড়া অব্যাহত। অনেকেই কোহলির মন্থর গতির ব্যাটিংকে দোষী ঠাওরালেও সবাই তা করতে নারাজ। বিশেষজ্ঞদের অনেকেরই ধারণা, কোহলি যদি বাকি ব্যাটারদের থেকে সামান্য হলেও সহায়তা পেতেন, তা-ও না হয় এমনটা বলা যেত। বরং, কোহলির ওই মন্থর গতির ব্যাটিংয়ের জোরেই যেটুকু লড়াই করার তা আরসিবি করেছে।
ক্রিকেট বিশেষজ্ঞদের এই অংশ বরং, বেঙ্গালুরু দলের পরাজয়ের কারণ হিসেবে ফ্র্যাঞ্চাইজির প্রথম সারির বিদেশিদের দিকে আঙুল তুলেছেন। তার মধ্যে ভারতীয় দলের পেসার মহম্মদ শামির আবার ক্ষোভ গিয়ে পড়েছে আরসিবি ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিসের ওপর। কেন আরসিবি অধিনায়ক ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলকে বোলার হিসেবে ব্যবহার করলেন না? এই প্রশ্ন তুলেছেন ভারতীয় পেসার।
ম্যাচে প্রথম ব্যাট করে আরসিবি তুলেছিল ১৮৪ রান। ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েল কিছুই করে দেখাতে পারেননি। তবে, চলতি মরশুমে বোলার হিসেবে তাঁর পারফরম্যান্স যথেষ্ট ভালো। সেই ম্যাক্সওয়েলকেই ম্যাচে আরআর ব্যাটারদের থামানোর জন্য ব্যবহার করেননি প্লেসিস। আর, যাঁদের ব্যবহার করেছেন, তাঁদের বেধড়ক ঠেঙিয়েছেন জস বাটলার, সঞ্জু স্যামসনরা।
ম্যাক্সওয়েলকে কেন তিনি ম্যাচে বোলার হিসেবে ব্যবহার করলেন না, সেনিয়ে প্লেসিসকে প্রশ্ন করা হলে তিনি সাফাইয়ে বলেছেন, ডানহাতি ব্যাটাররা থাকায় তিনি ম্যাক্সওয়েলকে ব্যবহার করেননি। কিন্তু, তাঁর সেই সিদ্ধান্ত যে আখেরে আরসিবির পরাজয়ই ডেকে এনেছে, তা ইতিমধ্যেই স্পষ্ট। ম্যাচে বেঙ্গালুরু বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং- তিনটি বিভাগেই খারাপ পারফরম্যান্স করেছে। আর, পাঁচ বল বাকি থাকতেই প্লেসিসের দল ছয় উইকেটে ম্যাচ হেরেছে।
আর, এসব দেখে শুধু শামি নন। ক্যাপ্টেন প্লেসিসের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগও। তিনি বলেছেন, 'আমি ফাফ ডু প্লেসিসের ক্যাপ্টেনসিটাই বুঝতে পারছি না। যে বোলারের পাওয়ারপ্লেতে আসাই উচিত ছিল না সেই মায়াঙ্ক ডাগরকে পাওয়ারপ্লের শেষ ওভারে বল করিয়েছেন। ম্যাক্সওয়েলকেও ব্যবহার করেননি। আমি ভেবে অবাক, যে ম্যাক্সওয়েল এই মরশুমে আরসিবির সবচেয়ে সফল বোলার, তাঁকেই বল করতে দেয়নি। আমি জানি না যে টিম ম্যানেজমেন্ট কী করছে!'
আরও পড়ুন- একবারের জন্যও মাঠে টিটকিরি শুনলেন না হার্দিক! ওয়াংখেড়ের আসল রহস্য ফাঁস দিল্লি ম্যাচের পরেই
আর শামি বলেছেন, 'যদি একজন বাঁহাতি ব্যাটার খেলে, তবে আমরা বাঁহাতি স্পিনারদের বল দেব না! আর, যদি একজন ডানহাতি ব্যাট করে, তবে আমরা অফ-স্পিনারকে বল দেব না? এসব নিয়ম কে চালু করেছে? অশ্বিনও তো ডানহাতি বোলারদের বল করছেন। রেকর্ড দেখুন। যে ম্যাক্সওয়েল আরসিবি সেরা বোলার, তাঁকেই আপনি বল দিলেন না?'