Mohammed Shami Drag BCCI, DC vs LSG: আরসিবির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালস পায়নি ঋষভ পন্থের সার্ভিস। কুমার কুশাগ্রকে রেখে মহা-ম্যাচে দল সাজিয়েছিলেন সৌরভরা। কাজেড কাজ হয়নি। হেরে গিয়ে প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে যাওয়ার মুখে দিল্লি ক্যাপিটালস।
আর ঋষভ পন্থকে এক ম্যাচ নির্বাসনে পাঠানোর সিদ্ধান্তে সরব হলেন এবার মহম্মদ শামি। স্লো ওভার রেটের জন্য তিন নম্বর অপরাধের পর পন্থকে জরিমানার সঙ্গে নির্বাসনের শাস্তি দিয়েছে বিসিসিআই। তবে শামি মনে করছেন, টুর্নামেন্টের এমন পর্যায়ে এক ম্যাচ ব্যান দরকার ছিল না।
ইউটিউবে মহম্মদ শামি খুল্লামখুল্লা বলে দিয়েছেন, "ব্যক্তিগতভাবে বলছি, এমন মুহূর্তে দলের অধিনায়ককে এক ম্যাচের জন্য নির্বাসন করা দলের পক্ষে বড় ধাক্কা। অনেক সময়ই আমরা দেখেছি ম্যাচ গড়ানোর সঙ্গেসঙ্গে খেলা মন্থর হয়ে পড়ে। মানছি, দিল্লি মন্থর ওভার রেটে খেলেছে। যে কারণে ওঁদের জরিমানাও হয়েছে। তবে অধিনায়ককে ব্যান করা বেদনাদায়ক।"
"ম্যাচ রেফারি দিল্লি ক্যাপিটালসকে বড়সড় ধাক্কা দিয়েছেন। তবে এটা হওয়া উচিত নয়। বিশেষ করে লিগের শেষের দিকে এই পর্যায়ে। অনেকেই নিয়মের কথা বলছেন। তবে এটা হওয়া উচিত নয়।"
পন্থ নিজেও নির্বাসনের কোপে পড়ে খুশি হননি। দিল্লি টিম ম্যানেজমেন্ট এই অপরাধ প্রত্যাহার করার জন্য আবেদনও করে। তবে তা বদলায়নি। শেষমেষ অক্ষর প্যাটেলকে ক্যাপ্টেন করে ম্যাচে নামে দিল্লি।
৭মে অরুণ জেটলি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মন্থর ওভার রেটের কবলে পড়েছিল দিল্লি। এরপরেই আইপিএলের তরফে অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, এটা ঋষভ পন্থের চলতি সিজনে তৃতীয় ভুল। আইপিএল শৃঙ্খলা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ করার জন্য ৩০ লক্ষ টাকা জরিমানার সঙ্গে এক ম্যাচের নির্বাসনেও পাঠানো হল পন্থকে। বাকি দলের সকলকে ইমপ্যাক্ট প্লেয়ার সমেত ব্যক্তিগতভাবে ১২ লক্ষ টাকা জরিমানা অথবা ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ দিতে হবে।
সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, দিল্লি ক্যাপিটালস ম্যাচ রেফারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তারপর সেই আবেদন বোর্ডের অম্বুডসম্যানের কাছে সিদ্ধান্ত পর্যালোচনা করার জন্য পাঠানো হয়। তারপর ভার্চুয়াল শুনানির পর ম্যাচ রেফারির সিদ্ধান্ত-ই বহাল রাখা হয়।