LSG Owner Sanjiv Goenka vs KL Rahul, LSG vs SRH: কেএল রাহুলের ঘটনা মন থেকে মেনে নিতে পারছেন না ভারতের পেস ব্যাটারি মহম্মদ শামিও। সানরাইজার্স হায়দরাবাদের (এসআরএইচ) বিরুদ্ধে ম্যাচের পর লখনউ সুপার জায়ান্টসের (এলএসজি) মালিক সঞ্জীব গোয়েঙ্কা নিজের দলের অধিনায়ক কেএল রাহুলের সঙ্গে দুর্ব্যবহার করেন। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে ক্রিকেট দুনিয়া। সেই প্রতিবাদেই এবার নাম লেখালেন মহম্মদ শামিও। কেএল রাহুলের পাশে দাঁড়িয়ে তিনি একহাত নিলেন এলএসজি মালিককে।
টিম ইন্ডিয়ায় শামি রাহুলের সতীর্থ। তাঁরই সতীর্থ ক্রিকেটীয় রীতি-রেওয়াজ ভুলে প্রকাশ্যে ফ্র্যাঞ্চাইজি মালিকের কাছে গাল খাচ্ছেন, তা দেখতে শামির মোটেও ভালো লাগেনি। আর, সেই কারণেই শামি বলেছেন যে, যা ঘটেছে সেটা স্রেফ, 'লজ্জাজনক' ছাড়া কিছু নয়। গোয়েঙ্কার উদ্দেশ্যে শামি বলেছেন, 'আপনি একজন সম্মানিত ব্যক্তি। তেমনি ক্রিকেটারদেরও সম্মান আছে। তাছাড়া আপনি একজন কোম্পানির মালিক। লোকে আপনাকে দেখছে। আপনার থেকে শিখছে। আর, আপনি কি না এই সব ঘটনা ক্যামেরার সামনে ঘটাচ্ছেন! সত্যিই, ব্যাপারটা লজ্জার।'
কেএল রাহুলের প্রতি গোয়েঙ্কার ব্যবহারে ক্ষুব্ধ শামির স্পষ্ট কথা, ফ্র্যাঞ্চাইজি মালিক মানেই যে তাঁর দুর্ব্যবহারের অধিকার আছে, এমনটা কিন্তু না। বিভিন্ন আইপিএল দলে এমন বহু মালিক আছেন, তাঁরা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়েছেন। এখন আর, আগের মত খেলোয়াড়দের সঙ্গে দুর্ব্যবহার করেন না। বরং, খেলোয়াড়দের সঙ্গে ভালো ব্যবহারের জন্য ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছেন। সঞ্জীব গোয়েঙ্কারও তেমনটাই করা উচিত বলেই মনে করেন শামি। তাঁর মতে, প্রকাশ্যে এসব হওয়াটা ঠিক না। এমন ধরনের বিষয় হলে, সেটা হোটেলের মধ্যে বা ড্রেসিংরুমে হতে পারত। সেক্ষেত্রে কিছু বলার ছিল না।
ভারতীয় দলের তারকা বোলার বলেন, 'আপনি এমন আচরণ করে যে লালকেল্লায় পতাকা উত্তোলন করলেন (বিরাট বিপ্লব করেছেন) এমনটা তো নয়। এমন আচরণ করতে হলে হোটেলে করতে পারতেন। ড্রেসিংরুমে করতে পারতেন। হাজার হোক ও (কেএল রাহুল) অধিনায়ক। কোনও সাধারণ খেলোয়াড় না। এটা একটা খেলা। খেলায় যে কোনও কিছু হতে পারে। প্রত্যেক খেলোয়াড়েরই একটা সম্মান আছে। তাঁর সঙ্গে কথা বলার একটা কায়দা আছে। এমন ধরনের আচরণ ভুল বার্তা পাঠায়।'
আরও পড়ুন- জায়গা হল না বিশ্বকাপের দলে! অভিমানে অবসরের সিদ্ধান্ত কেকেআরে খেলে যাওয়া সুপারস্টারের
তবে, মজার বিষয় হল, বিভিন্ন মহল থেকে এত সমালোচনা হলেও সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু, গোটা ঘটনার জন্য কোনও দুঃখ প্রকাশ করেননি। উলটে, এলএসজি তাদের অধিনায়ক পদ থেকে কেএল রাহুলকে সরাতে চলেছে। এমনটাই কানাঘুঁষো শোনা যাচ্ছে।