MS Dhoni threatens to throw bottle at cameraman: ধোনিকে ম্যাচের সময়ই যথেষ্ট উত্তেজিত দেখাচ্ছিল। প্লেয়ার্স বক্স তিনি বহুক্ষণ ধরেই ব্যাট-প্যাড পরে ঘোরাফেরা করছিলেন। কখনও সখনও ফাঁকা জায়গা দেখে ব্যাটিং প্র্যাকটিসও করে নিচ্ছিলেন। ক্রিজে তখন তাঁর দলের খেলোয়াড়রা প্রাণপণে লড়ে যাচ্ছিলেন লখনউয়ের বোলারদের সঙ্গে।
MS Dhoni during CSK vs LSG match: সচরাচর তাঁকে এতটা উত্তেজিত হতে দেখা যায় না। অধিনায়ক হিসেবে তিনি 'ক্যাপ্টেন কুল' নামেই পরিচিত। সেই এমএস ধোনিই এবার ক্যামেরাম্যানের ওপর রেগে গেলেন। আর, এতটাই রেগে গেলেন যে বোতল পর্যন্ত ছুড়ে মারার হুমকি দিলেন। মঙ্গলবার ঘরের মাঠে ধোনির দল চেন্নাই সুপার কিংস পরাজিত হয়েছে লখনউ সুপার জায়ান্টসের কাছে।
Advertisment
ধোনিকে ম্যাচের সময়ই যথেষ্ট উত্তেজিত দেখাচ্ছিল। প্লেয়ার্স বক্স তিনি বহুক্ষণ ধরেই ব্যাট-প্যাড পরে ঘোরাফেরা করছিলেন। কখনও সখনও ফাঁকা জায়গা দেখে ব্যাটিং প্র্যাকটিসও করে নিচ্ছিলেন। ক্রিজে তখন তাঁর দলের খেলোয়াড়রা প্রাণপণে লড়ে যাচ্ছিলেন লখনউয়ের বোলারদের সঙ্গে। শেষ পর্যন্ত শিবম দুবে আউট হতে ব্যাটিং করতে নামার সুযোগ পান ধোনি। একটা মাত্র বল খেলেন। তাতেই চার রান করেন।
উইকেটকিপিংয়ের সময়ও ধোনিকে বেশ তৎপর দেখাচ্ছিল। অন্যদিনের মতই তাঁর ফিল্ডারদের কাকে কোথায় দাঁড়াতে হবে, সেই নির্দেশ দিচ্ছিলেন। তাতে লখনউয়ের বেশ কয়েকটা নিশ্চিত চার রানও আটকে যায়। কিন্তু, ধোনির দল যখন রীতিমতো জেতার হিসেব-নিকেশে এগিয়ে, সেই সময় তাঁদের সবচেয়ে বিড়ম্বনায় ফেলেন নির্ভরযোগ্য বোলার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ওভারে চার রান দিয়ে এক উইকেট নেওয়া মুস্তাফিজুর তাঁর বাকি ২ ওভার ৩ বল মিলিয়ে মোট ৫১ রান দেন। যা চেন্নাইয়ের পরাজয় নিশ্চিত করে দেয়।
তবে, মঙ্গলবার ধোনি যখন ক্যামেরাম্যানের দিকে বোতল তাক করেন, সেই সময় চেন্নাইয়ের ব্যাটিং চলছে। ক্রিজে চেন্নাইয়ের প্রথম সেঞ্চুরি করা অধিনায়ক হিসেবে ইতিহাস গড়ছেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি ৬০ বলে অপরাজিত ১০৮ রান করেন। শিবম দুবে ২২ বলে ৫০ এবং মোট ৬৬ রান করেন। যার জেরে চেন্নাইয়ের রান চার উইকেটে হয় ২১০।
এসব দেখে চেন্নাইয়ের সমর্থকরা গ্যালারিতে উচ্ছ্বাসে ফেটে পড়ছিলেন। তবে, তাঁদের কাছে 'থালা' ধোনির ব্যাপারটা বরাবরই আলাদা। ধোনি জমানায় সিএসকে পাঁচবার আইপিএল জিতেছে। তিনি চেন্নাইয়ের কাছে একটা মিথ হয়ে উঠেছেন। স্বভাবতই ধোনি মাঠে নামলে দর্শক এবং সমর্থকদের মধ্যে উচ্ছাস বেশ বেশি থাকে। স্টেডিয়ামজুড়ে 'ধোনি ধোনি' চিৎকার শুরু হয়ে যায়। সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ক্যামেরাম্যান প্লেয়ার্স বক্সে থাকা ধোনির দিকে ক্যামেরা তাক করেছিলেন। কিন্তু, তাতে যেন ধোনির 'কুল' ভাবমূর্তিতে কলঙ্ক লেগে গেল। তিনি ক্যামেরাম্যানের দিকে জলের বোতল ছুড়ে মারার অঙ্গভঙ্গি করলেন।