Advertisment

MS Dhoni Selfish: চিৎকার করে হুমকি-ধমকি! মিচেলের সঙ্গে চরম অভ্যবতা ধোনির, নয়া বিতর্কে উত্তাল IPL, রইল ভিডিও

Dhoni Fans Disappointed: পাঞ্জাব ম্যাচে ধোনি বিতর্কের লক্ষ্যবস্তু হলেন। শেষ ওভারে চার বল বাকি থাকা অবস্থায় ড্যারেল মিচেলকে সরাসরি রান দিতে অস্বীকার করলেন। শেষ ওভারে পাঞ্জাবের হয়ে আক্রমণ করছিলেন অর্শদীপ সিং। পাঞ্জাব পেসারের বলেই ধোনি সুইপার কভার এলাকা দিয়ে ডিপে বল পাঠিয়ে দেন। তবে অবিশ্বাস্যভাবে ধোনি রান নিতে অস্বীকার করলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Dhoni Fans Disappointed: মহেন্দ্র সিং ধোনি, চেন্নাই সুপার কিংস

MS Dhoni Under Fire: মিচেলের ওপর ভরসা রাখতে পারলেন না ধোনি (টুইটার)

CSK vs PBKS, IPL 2024: মহেন্দ্র সিং ধোনি সবসময়ই বিতর্কহীন। জগৎজোড়া খ্যাতি তাঁর। তবে দুনিয়ার সর্বকালের সেরা ফিনিশারেরও কখনও সখনও ভুল হয়ে যেতেই পারে। বুধবার সিএসকে বনাম পাঞ্জাব ম্যাচে সেটাই হল। ধোনি এবারের আইপিএল মাতিয়ে দিয়েছেন শেষদিকে ব্যাট করতে নেমে। অবিশ্বাস্য স্ট্রাইক রেটে উড়িয়ে দিচ্ছেন প্রতিপক্ষ বোলারদের। আর বারবার অপরাজিত থেকে মাঠ ছাড়ছিলেন।

Advertisment

তবে পাঞ্জাব ম্যাচে ধোনি বিতর্কের লক্ষ্যবস্তু হলেন। শেষ ওভারে চার বল বাকি থাকা অবস্থায় ড্যারেল মিচেলকে সরাসরি রান দিতে অস্বীকার করলেন। শেষ ওভারে পাঞ্জাবের হয়ে আক্রমণ করছিলেন অর্শদীপ সিং। পাঞ্জাব পেসারের বলেই ধোনি সুইপার কভার এলাকা দিয়ে ডিপে বল পাঠিয়ে দেন। তবে অবিশ্বাস্যভাবে ধোনি রান নিতে অস্বীকার করলেন। ড্যারেল মিচেল রান নিতে এতটাই উদগ্রীব ছিলেন, যে নন স্ট্রাইকিং এন্ড থেকে ছুটে এসে ধোনির প্রান্তের ক্রিজে বল ছুঁইয়ে আবার নিজের এন্ডে ফেরত যান। দু-রান যেখানে নিশ্চিত হয়, সেখানে ধোনির রান নিতে নাকচ করার বিষয়টিই অবাক করেছে ক্রিকেট মহলকে। সিএসকের নিশ্চিত দুই রান হাতছাড়া হয় ধোনির গোয়ার্তুমিতে।

এমনকি পরে স্লো মোশনে দেখা গিয়েছে ধোনি রীতিমত চিৎকার করে মিচেলকে বলছেন তাঁর প্রান্তে ফেরার যাওয়ার জন্য। অনেকের ব্যাখ্যা ধোনির হয়ত সতীর্থ ব্যাটারের প্রতি সেরকম আস্থা ছিল না। তাই তিনি স্ট্রাইকিং এন্ড ছাড়তে চাননি।

ধোনি অবশ্য সমর্থকদের হতাশ করেননি। বিতর্কিত সেই বলের পরের দুই ডেলিভারি ধোনি চার-ছক্কা হাঁকিয়ে দেন। তবে সমর্থকরা মোটেই ধোনির কাণ্ডে খুশি নন। মিচেলের মত আন্তর্জাতিক ক্রিকেটে পোড়খাওয়া ব্যাটসম্যানকে এরকম অবজ্ঞা না করলেও পারতেন ধোনি। এমনটাই মনে করছে ক্রিকেট মহল। ঘটনা হল, এবারই প্ৰথম নয়, ধোনি এর আগেও সতীর্থকে স্ট্রাইকিং এন্ড ছাড়তে অস্বীকার করেছিলেন। ২০১৪-য় ইংল্যান্ডের বিরুদ্ধে ধোনি আম্বাতি রাইডুকে সিঙ্গলস নিয়ে স্ট্রাইকিং এন্ডে যেতে দিতে অস্বীকার করেন। সেই ম্যাচে ধোনির স্ট্র্যাটেজি বুমেরাং হয়ে গিয়েছিল। শেষ বলে ধোনি বাউন্ডারি না হাঁকাতে পারায় ম্যাচ হেরে যায় ভারত।

পাঞ্জাব ম্যাচেও ধোনি এই রান নিতে অস্বীকার করার পরেই অবশ্য রান আউট হয়ে যান। ইনিংসের শেষ বলে রান নিতে গিয়ে ধোনি চলতি আইপিএল প্ৰথমবার আউট হন।

ক্রিকেট-দেবতাও কি রুষ্ট হলেন ধোনির ওপর?

IPL Mahendra Sing Dhoni CSK MS DHONI Chennai Super Kings
Advertisment